মামলা থেকে বাচঁতে
রূপগঞ্জে নিজেরা বাড়িঘর ভাংচুর করে নিরীহদের মামলায় ফাঁসানোর চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা থেকে বাচঁতে নিজেদের বাড়িঘর নিজেরা ভাংচুর করে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সালাউদ্দিন মিয়া জানান, তার দুই ছেলে রোমন ও বাঁধন খরিদসূত্রে ভুলতা মৌজার এসএ ৮২৪ ও ১৫৭২ আরএস দাগের সাড়ে ৯ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিল। ওই জমিটি কাউসার নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে বায়না করা হয়। বায়না করার পর জমিটি বেড়া দিয়ে সীমানা প্রাচীর করে বালু ভরাট করা হয়। বায়না করা কাউসারকে জমিটি বুঝিয়ে দেয়া হয়। জহিরুল ইসলাম, মাঝারুল ইসলাম ইমন, ফারুকসহ তাদের লোকজন জমির বায়নাসূত্রে মালিক হওয়া কাউসারের কাছে ১০ লাখ চাঁদা দাবি করে। কাউসার চাঁদার টাকা দিতে অস্বীকার অস্বীকার করায় গত ২৯ মে গভীর রাতে একই এলাকার জহিরুল ইসলাম, মাঝারুল ইসলাম ইমন, ফারুকসহ তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিটি অবৈধভাবে দখলে নিতে জমির বেড়া ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এ সময় কাউসার বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় কাউসার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছে।
তিনি আরো জানান, মামলা থেকে বাঁচতে ও থানায় পাল্টা মামলা করতে গত ১০ জুন শুক্রবার গভীর রাতে অভিযুক্ত জহিরুল ইসলাম, মাঝারুল ইমন মিলে নিজেদের বাড়িঘর নিজেরা ভাংচুর করে কাউসার, সালাউদ্দিন ও তার দুই ছেলে রোমন ও বাঁধনকে আসামি করে থানায় অভিযোগ করেন। এছাড়া তারা সালাউদ্দিন ও তার দুই ছেলেসহ তার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিয়ে আসছে। বর্তমানে নিরীহ পরিবারটি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত মাঝারুল ইসলাম ইমনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এসব ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
