মামলা থেকে বাচঁতে
রূপগঞ্জে নিজেরা বাড়িঘর ভাংচুর করে নিরীহদের মামলায় ফাঁসানোর চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা থেকে বাচঁতে নিজেদের বাড়িঘর নিজেরা ভাংচুর করে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সালাউদ্দিন মিয়া জানান, তার দুই ছেলে রোমন ও বাঁধন খরিদসূত্রে ভুলতা মৌজার এসএ ৮২৪ ও ১৫৭২ আরএস দাগের সাড়ে ৯ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিল। ওই জমিটি কাউসার নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে বায়না করা হয়। বায়না করার পর জমিটি বেড়া দিয়ে সীমানা প্রাচীর করে বালু ভরাট করা হয়। বায়না করা কাউসারকে জমিটি বুঝিয়ে দেয়া হয়। জহিরুল ইসলাম, মাঝারুল ইসলাম ইমন, ফারুকসহ তাদের লোকজন জমির বায়নাসূত্রে মালিক হওয়া কাউসারের কাছে ১০ লাখ চাঁদা দাবি করে। কাউসার চাঁদার টাকা দিতে অস্বীকার অস্বীকার করায় গত ২৯ মে গভীর রাতে একই এলাকার জহিরুল ইসলাম, মাঝারুল ইসলাম ইমন, ফারুকসহ তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিটি অবৈধভাবে দখলে নিতে জমির বেড়া ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এ সময় কাউসার বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় কাউসার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছে।
তিনি আরো জানান, মামলা থেকে বাঁচতে ও থানায় পাল্টা মামলা করতে গত ১০ জুন শুক্রবার গভীর রাতে অভিযুক্ত জহিরুল ইসলাম, মাঝারুল ইমন মিলে নিজেদের বাড়িঘর নিজেরা ভাংচুর করে কাউসার, সালাউদ্দিন ও তার দুই ছেলে রোমন ও বাঁধনকে আসামি করে থানায় অভিযোগ করেন। এছাড়া তারা সালাউদ্দিন ও তার দুই ছেলেসহ তার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিয়ে আসছে। বর্তমানে নিরীহ পরিবারটি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত মাঝারুল ইসলাম ইমনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এসব ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী
