সাভারে নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন
ঢাকার সাভারে ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীককে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় মামুন হোসেন মাদবরের গাড়ি ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (১৩ জুন) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার মামুন হোসেন মাদবরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মারকাজুল ইসলাম আকাশ বলেন, আমি বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নেয়া, ভোট চাওয়া আমার দায়িত্ব। ওই নির্বাচনে নৌকার পক্ষে থাকায় আমি ও আমার পরিবারকে নানাভাবে হয়রানি করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করা বর্তমান চেয়ারম্যানের ভাই জুয়েল মণ্ডলসহ তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১২ জুন) দুপুরে আমি মামুন হোসেন মাদবরের গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। খাগান এলাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছলে জুয়েল মণ্ডল বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার ইভা মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল (৩৫), আকরাইন এলাকার নজর আলীর ছেলে সোহেল রানা (৩৫), একই এলাকার তারেকসহ (৩০) অজ্ঞাত ১০-১২ জন আমাদের গাড়ির গতিরোধ করে। এ সময় অভিযুক্তরা মামুন হোসেন মাদবরকে গাড়ির ভেতর খোঁজাখুঁজি করে আর বলে, ‘মামুন কই, ওরে আজ মেরে ফেলব।’ গাড়ির ভেতরে মামুন না থাকায় গাড়ির চালক কবিরকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করতে থাকে। পরে গাড়ির পেছনে ভাংচুর চালিয়ে গাড়ির ব্যাকলাইট ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় স্থানীয়দের সহায়তায় গাড়ির চালককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে রাতে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করি। এরপরেও তারা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ছাত্রলীগ করাই কি আমার অপরাধ? আওয়ামী লীগের পক্ষে নৌকার নির্বাচন করাই কি আমার অপরাধ? আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের হস্তক্ষেপ কামনা করি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে নৌকা প্রতীকের লোকজনকে নানাভাবে নাজেহাল ও হয়রানি করছে বর্তমান চেয়ারম্যান সেলিম মণ্ডলের ভাইসহ তার সাঙ্গপাঙ্গরা। আমরা নৌকা প্রতীকের নির্বাচন করায় আমাদের ওপর অত্যাচার করছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ সময় মামুন হোসেন মাদবর বলেন, আমার চাচাতো ভাইয়ের নির্বাচন করেছিলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এটাই আমার অপরাধ। তারা নির্বাচিত হয়ে আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। আমাদের ওপর নানা জুলুম ও অত্যাচার শুরু করেছে। আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, ব্যবসা-বাণিজ্য করতে দিচ্ছে না। আমাকে বারংবার প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। গতকাল গাড়িতে পেলে তারা আমাকে মেরেই ফেলত। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ সময় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল
মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন
রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড
শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২
ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন
ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা
নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ
জমি বিরোধের জেরে টুঙ্গিপাড়ায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট
গজারিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
Link Copied