ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাভারে নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৩-৬-২০২২ বিকাল ৬:২২
ঢাকার সাভারে ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীককে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় মামুন হোসেন মাদবরের গাড়ি ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (১৩ জুন) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার মামুন হোসেন মাদবরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। 
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মারকাজুল ইসলাম আকাশ বলেন, আমি বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নেয়া, ভোট চাওয়া আমার দায়িত্ব। ওই নির্বাচনে নৌকার পক্ষে থাকায় আমি ও আমার পরিবারকে নানাভাবে হয়রানি করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করা বর্তমান চেয়ারম্যানের ভাই জুয়েল মণ্ডলসহ তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১২ জুন) দুপুরে আমি মামুন হোসেন মাদবরের গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। খাগান এলাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছলে জুয়েল মণ্ডল বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার ইভা মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল (৩৫), আকরাইন এলাকার নজর আলীর ছেলে সোহেল রানা (৩৫), একই এলাকার তারেকসহ (৩০) অজ্ঞাত ১০-১২ জন আমাদের গাড়ির গতিরোধ করে। এ সময় অভিযুক্তরা মামুন হোসেন মাদবরকে গাড়ির ভেতর খোঁজাখুঁজি করে আর বলে, ‘মামুন কই, ওরে আজ মেরে ফেলব।’ গাড়ির ভেতরে মামুন না থাকায় গাড়ির চালক কবিরকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করতে থাকে। পরে গাড়ির পেছনে ভাংচুর চালিয়ে গাড়ির ব্যাকলাইট ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় স্থানীয়দের সহায়তায় গাড়ির চালককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে রাতে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করি। এরপরেও তারা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। 
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে ছাত্রলীগ করাই কি আমার অপরাধ? আওয়ামী লীগের পক্ষে নৌকার নির্বাচন করাই কি আমার অপরাধ? আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের হস্তক্ষেপ কামনা করি। 
 
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে নৌকা প্রতীকের লোকজনকে নানাভাবে নাজেহাল ও হয়রানি করছে বর্তমান চেয়ারম্যান সেলিম মণ্ডলের ভাইসহ তার সাঙ্গপাঙ্গরা। আমরা নৌকা প্রতীকের নির্বাচন করায় আমাদের ওপর অত্যাচার করছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। 
 
এ সময় মামুন হোসেন মাদবর বলেন, আমার চাচাতো ভাইয়ের নির্বাচন করেছিলাম। তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এটাই আমার অপরাধ। তারা নির্বাচিত হয়ে আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। আমাদের ওপর নানা জুলুম ও অত্যাচার শুরু করেছে। আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, ব্যবসা-বাণিজ্য করতে দিচ্ছে না। আমাকে বারংবার প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। গতকাল গাড়িতে পেলে তারা আমাকে মেরেই ফেলত। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
 
এ সময় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন