কমিটি গঠনকে কেন্দ্র করে রাজপথে সক্রিয় রূপগঞ্জ বিএনপি

সারাদেশের ন্যায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের পর থেকে রূপগঞ্জ থানা বিএনপি সক্রিয় হয়ে উঠেছে। মাঠে থেকে মিছিল ও সভা-সমাবেশ করছেন নেতাকর্মীরা। দলের এ অবস্থায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
রূপগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক দিন আগে। দ্বিবার্ষিক কিংবা ত্রিবার্ষিক কমিটিগুলোর মেয়াদ কয়েক বছর আগে শেষ হয়ে গেলেও নানা কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি। এতে তরুণ ও ত্যাগী কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করতে থাকে। আন্দোলন-সংগ্রামে এসব তরুণ ও ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। গত কয়েক মাস আগে কেন্দ্র রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠনের ঘোষণা দেয়। এরপর থেকে নড়েচড়ে বসেন ত্যাগছী নেতাকর্মীরা। কমিটি গঠনের খবরের পর থেকেই ত্যাগী নেতাকর্মীরা মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম শুরু করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার (১৩ জুন) রূপগঞ্জ থানার ৮টি ইউনিয়নের বিএনপির মূল দলের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে তরুণ ও ত্যাগী নেতাকর্মীদের নাম উঠে এসছে। এতে উজ্জীবিত হয়ে উঠেছে রূপগঞ্জ বিএনপি।
ঘোষিত দাউদপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যাড. হেলাল উদ্দিন সরকারকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম ভূঁইয়াকে। রূপগঞ্জ ইউনিয়নে সভাপতি বাবুল ভেন্ডার, সাধারণ সম্পাদক জিন্নত আলী। কায়েতপাড়া ইউনিয়নে সভাপতি হাজী সেলিম, সাধারণ সম্পাদক অ্যাড. গোলজার চেয়ারম্যান।
চনপাড়া ইউনিয়নে সভাপতি হারুণ মিজি, সাধারণ সম্পাদক এমএ হালিমকে। ভূলতা ইউনিয়নে সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে। মুড়াপাড়া ইউনিয়নে সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন গোলাকান্দাইল ইউনিয়নে সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মতিন চেয়ারম্যান। এছাড়া ভোলাব ইউনিয়নে সভাপতি অ্যাড. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মনির হোসেন মেম্বারকে।
উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে আমরা ইউনিয়ন কমিটিগুলো সবার সাথে সমন্বয় করে আপডেট করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছি। যারা যোগ্য ও ত্যাগী এবং আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন, তাদেরই নেতৃত্বে আনা হয়েছে। এতে রূপগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূলের প্রাণ ফিরে আসবে বলে তিনি মনে করেন।
এমএসএম / জামান

ডাসারে জরাজীর্ণ সড়ক : শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি

মোহনগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, এই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঝিনাইদহ পৌর বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর আশীর্বাদে আপ্লুত এমপি প্রার্থী নিশাদ

রাজশাহী-ঢাকা রুটে আজও বন্ধ রয়েছে বাস সার্ভিস

নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ

চতুর্থ বারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার হালিম, ভাঙলেন নিজের রেকর্ড

এনজিওকে ঋণ বিতরণের সঙ্গে শিল্প-কারখানা স্থাপনে বাধ্যতামূলক করা হোক

নবীনগরকে আধুনিক রূপে গড়তে চান বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন

শেষ সময়ে জমজমাট বারহাট্টার পূজার কেনাকাটা
