তানোরে খাল খননে এলজিইডির ৪৪ লাখ টাকা জলে

রাজশাহীর তানোরে বিভিন্ন সমিতির নামে এলজিইডি অফিস খাল পুনঃখননের পুরো টাকায় খালভর্তি জলে ফেলেছেন বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। খাল খনন শুরুর কয়েক দিন পর ভারি বর্ষণে পানিভর্তি হয়ে পড়ে খাল। আর ওই খাল খননে বিল উত্তোলনে এক্সেন অফিস থেকে পরিদর্শনে এসে ক্ষুব্ধ হন কর্মকর্তা। পরে ওই কর্মকর্তাকে ভুলভাল বুঝিয়ে বিল উত্তোলনে মরিয়া হয়ে উঠেছেন উপজেলার কলমা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বলে নিশ্চিত হওয়া গেছে।
সম্প্রতি ওই কর্মকর্তা সংশ্লিষ্ট খাল রিদর্শনে গিয়ে রাস্তার ওপর গাড়ি রেখে অসন্তোষ প্রকাশ করে চলে যান। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন কৃষক এমন তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, উপজেলার হাতিশাইল-ঘৃতকাঞ্চন খাল পুনঃখননের শুরুতে সংশ্লিষ্ট ঠিকাদার একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেন। সেখানে লেখা হয় প্রকল্পের নাম। চলতি ২০২১-২২ অর্থবছরের টেকসই ক্ষুদ্রকর পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় (এসপি নং- ২২০২৪) উপ- প্রকল্পের ৪৪৫ কিলোমিটার খাল পুনঃখনন। এতে এলসি নং- ০১ দেখানো হয়। একেক ঠিকাদারের চুক্তিমূল্য ৪ লাখ ৮৭ হাজার ৯৭৪ টাকা বরাদ্দ ধরা হয়। এভাবে ৯ জন ঠিকাদার দেখানো হয়। ওই প্রকল্পের সভাপতির নাম সোলাইমান ও সাধারণ সম্পাদকের নাম মাইনুল হক। এতে সহযোগিতায় নাম দেখানো হয় । আর কাজ আরম্ভের তারিখ দেয়া হয় চলতি বছরের ২০ মার্চ। শেষ করার তারিখ ৩০ এপ্রিল।
স্থানীয়রা জানান, খাল পুনঃখননের কয়েক দিন পর থেকে ভারি বৃষ্টিপাত হয়। ওই বৃষ্টির পানিতে পুরো খাল ভরে যায়। খুব বেশি হলে ১ থেকে দেড় কিলোমিটার খাল খনন করা হয়। তাও আবার যেনতেনভাবে। বৃষ্টির পানিতে ওই খাল দীর্ঘদিন ধরে ভরে রয়েছে। উপজেলার কামারগাঁ ইউপির লবাতলা ব্রিজ থেকে শুরু হয় খাল পুনঃখনন। কিছুদূর যেতেই কৃষিজমিতে নতুন পুকুর খনন করা হয়েছে। ফলে তেমনভাবে খনন হয়নি পুকুরও। সভাপতি নামে সোলাইমান থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করছেন ওই আওয়ামী লীগ নেতা উপজেলার দরগাডাঙ্গা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম।
তিনি গত সোমবার উপজেলা এলজিইডি অফিস থেকে বিল উত্তোলনের জন্য প্রয়োজনীয় ফাইলপত্র নিয়ে রাজশাহী অফিসে যান। এরই মধ্যে জেলা এক্সেন অফিসের সহকারী ইঞ্জিনিয়ার সরেজমিন গত মঙ্গলবার খাল পরিদর্শনে আসেন। পরে বিকেলের দিকে খাল পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ নেতা নুরুলের ওপর চড়াও হয়ে কর্মকর্তারা নুরুলকে ধমক দেন।
এ ব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান শুরুর দিকে বলেছিলেন, নয়টি সমিতির মাধ্যমে খাল পুনঃখনন করা হচ্ছে। সকল সমিতির সাইনবোর্ড লাগিয়ে সঠিকভাবে কাজ করতে হবে। ওই সময় এমন কথা বললেও সম্প্রতি তিনি জানান, আমি সরজমিন ঘটনাস্থলে যাইনি। খাল পুনঃখনন না হলে বিল বন্ধ করা হবে।
নয়টি সমিতির সাইনবোর্ড না থাকার বিষয়ে অবহিত করা হলে তিনি সকালের সময়কে জানান, প্রত্যেক সমিতির সাইনবোর্ড লাগানোর কথা। কাজের মেয়াদ শেষ, সমস্যা নেই। পানি নামলে খনন করা হবে এবং অর্থ রেখে পরে কাজ করা যাবে বলে জানান তিনি।
বেশ কয়েকজন কৃষক সকালের সময়কে জানান, এর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ওই খাল খনন ও ক্রসড্যাম নির্মাণ করা হয়েছিল। তবে তা কোনো কাজে আসেনি। এবার তো আরো কাজে আসার নয়। কারণ, খালের ধার দিয়ে কৃষিজমিতে পুকুর খনন করা হয়েছে। এটা স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষের এক অলৌকিক তছরুপের প্রকল্প।
তারা আরো জানান, সাইনবোর্ডে বরাদ্দ ছিল ৪ লাখ ৮৭ হাজার ৯৭৪ টাকা। এত কম বরাদ্দে খাল পুনঃখনন কিভাবে সম্ভব? এ বিষয়ে প্রকৌশলীকে অবহিত করা হলে তিনি জানান, ওই সমিতি ছাড়াও আরো ৮টি সমিতি মিলে প্রায় ৪৪ লাখ টাকার প্রকল্প। উপকারভোগী কৃষকের সংখ্যা ১ হাজারের মতো। সব কাজ তো সঠিক হয় না, এটা সবাই জানে। দেশের প্রতিটি কাজে অনিয়ম আর দুর্নীতিতে ভরা বলে এড়িয়ে যান তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক ব্যক্তি জানান, এই খালে চরম দুর্নীতি করা হয়েছে। এ ধরনের প্রকল্পের বিল এক্সেন অফিস থেকে হয়। অবশ্য মূল রিপোর্ট দেয়া হয় এখান থেকে, বিল হলে সমিতির ১২টা বাজিয়ে ছাড়তাম বলে জানান তিনি।
এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন
Link Copied