ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১:৩৫

টানা বৃষ্টিপাত আর উজানি ঢলে ইতোমধ্যেই সিলেটের সবকটি অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। শহর থেকে গ্রাম, সব জায়গা পানিতে টইটম্বুর। মানুষ ঘর ছেড়ে উঠেছে নিরাপদ আশ্রয়ে। পানিবন্দি থেকে জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মনে আশার সঞ্চার হচ্ছে।

সরেজমিন রোববার (১৯ জুন) দেখা যায়, রাতে বৃষ্টি না হওয়ায় সকাল থেকে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। কিছু জায়গায় পানি ২ থেকে ৩ ইঞ্চি কমেছে আবার কোথাও এক থেকে দেড় ফুট কমেছে।

নগরীর লালাদীঘির পাড় এলাকার আজির মিয়া বলেন, গতকাল শনিবার থেকে পানি অনেক কমেছে। আমার ঘরে কোমরসমান পানি ছিল। আজ সকাল থেকে পানিহাঁটু পর্যন্ত এসেছে। দ্রুত কমে গেলে স্বস্তি পাব।

সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ের সবুর আহমদ বলেন, পানি যদিও আস্তে আস্তে নামছে, তারপরও প্রায় এক ফুট অবধি কমে গেছে। যদি বৃষ্টিপাত না হয়, তবে পানি কমবে। সবকিছু স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিলেটের কুয়ারপার এলাকার বাসিন্দা আবুল হাসনাত হাসিল বলেন, আমার ঘর থেকে পানি নেমে গেছে। গতকাল প্রায় ১ ফুট পানি ছিল। আজ সকাল থেকে নেই। এখনো ধোয়ামোছার কাজ শুরু করিনি। যদি আবার পানি প্রবেশ করে, সেজন্য।

এদিকে আজ রোববার সকাল থেকে সিলেটের আকাশ কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। তুলনামূলক বৃষ্টিপাতও কম হচ্ছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তবে বন্যার পানি কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে দুপুর সোয়া ১২টায় সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যা আমরা রেকর্ড করতে পারিনি। বৃষ্টির পরিমাণ নিম্ন পর্যায়ে থাকলে তা রেকর্ড করা সম্ভব হয় না। এটি একটি ভালো লক্ষণ। এর আগে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩০৪ মিলিমিটার।

তিনি আরো বলেন, দিনের কিছু সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ অবস্থা চলতে থাকলে আশা করা যায় আগামীকাল থেকে আকাশে মেঘের পরিমাণ কমে আসবে। বৃষ্টিপাতও তুলনামূলক কমে যাবে। সেই সঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমএসএম / জামান

কোনাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু, দুইজন নিখোঁজ

কাউনিয়ায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের পাশে থাকবে বিএনপিঃ এমদাদুল হক ভরসা

৫ দফা দাবিতে বারহাট্টায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ডাসারে জরাজীর্ণ সড়ক : শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি

মোহনগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, এই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঝিনাইদহ পৌর বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর আশীর্বাদে আপ্লুত এমপি প্রার্থী নিশাদ

রাজশাহী-ঢাকা রুটে আজও বন্ধ রয়েছে বাস সার্ভিস

নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ

চতুর্থ বারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার হালিম, ভাঙলেন নিজের রেকর্ড