হবিগঞ্জে বন্যায় খাদ্য-বিশুদ্ধ পানির তীব্র সংকট
বন্যাকবলিত হবিগঞ্জের আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় নেই বিদ্যুৎও। এ অবস্থায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন আশ্রয় কেন্দ্রে অবস্থান করা বন্যাদুর্গতরা।
জেলা প্রশাসনের দেয়া তথ্যে জানা যায়, জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলার ২২টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৪ হাজার ৫৮১টি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৮ হাজার ৪১০ জন মানুষ। তাদের জন্য এরই মধ্যে সরকার থেকে ৭৬৩ টন চাল, ২০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা, ২ হাজার শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।
জানা গেছে, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের পর এখন নতুন করে বানিয়াচং এবং লাখাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ডুবে গেছে টিউবওয়েল, টয়লেটও। বাড়িঘর ছেড়ে মানুষজন বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। গরু, বাছুর, ছাগলসহ গবাদিপশু নিয়ে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছেন। কাঁথা, বালিশ ভেজা থাকায় অনেককেই কষ্টে রাত কাটাতে হচ্ছে। তাদের খাদ্য সংকটও রয়েছে। লাখাইসহ কয়েকটি উপজেলায় এখনো ত্রাণ বিতরণ শুরু হয়নি। এতে বন্যাদুর্গতরা কষ্টে দিন পার করছেন।
লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পরিবারসহ অবস্থান নিয়েছেন কবির মিয়া। তিনি চানান, চার দিন হয়েছে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছি। কিন্তু এখনো ত্রাণ পাইনি। স্বজনদের নিয়ে কখনো খেয়ে, কখনো না খেয়ে দিন কাটাতে হচ্ছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নেই বিদ্যুৎও।
ইউপি চেয়ারম্যান খোকন গোপ বলেন, বুল্লা ইউনিয়নের ২৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দিদের জন্য ইউনিয়নে পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ উঠতে শুরু করেছেন।
তিনি আরো বলেন, অনেকেই আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। তারা উঁচু এলাকায় অন্যের বাড়িতে গিয়ে উঠছে। কাউকেই এখনো ত্রাণ দেয়া হয়নি। পর্যায়ক্রমে তাদের ত্রাণ দেয়া হবে। এ নিয়ে আলোচনা হয়েছে। বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন বলেন, পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ দেয়া হবে। অতিদুর্গত এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। কাউকেই বাদ দেয়া হবে না। আমরা চাই একজন দুর্গত মানুষকেও যেন অনাহারে বা অন্ধকারে থাকতে না হয়। সবাইকে ত্রাণ দেয়া হবে।
জামান / জামান
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭
গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক
কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের
রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা
কুমিল্লার যানজট সমাধানে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে - কুসিক প্রশাসক
বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট
ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠ চষে বেড়াছেন মির্জা ফখরুলের সহধর্মিণী
চাকইয়ে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও পৌষ মেলা শুরু ১৪ জানুয়ারি
রায়গঞ্জে অবৈধ মাটি কাটা রোধে দুই ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান, দুটি ভেকু জব্দ
টুংগীপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারণা সংক্রান্ত ‘‘রোড শো’’ এর শুভ উদ্বোধন