ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

অবহেলিত ভাকুর্তার উন্নয়ন হাওয়ায় এলাকাবাসীর মুখে প্রশান্তির হাসি


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ৪:৩৩

এক সময়কার অবহেলিত সাভা‌রের ভাকুর্তা ইউ‌নিয়নে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। সাভার উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভাকুর্তা ইউনিয়নে গত কয়েক বছর আগেও রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ছিল অবহেলিত  ও জরাজীর্ণ অবস্থায়। ডিজিটাল প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বার্থে ভাকুর্তা উন্নয়নে জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।

‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এই দিকনির্দেশনা বাস্তবে রূপ দিতে সারাদেশের মতো সাভারেও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন জনস্বার্থে এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে। ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মঞ্জুরুল আলম রাজীবের প্রাণপণ প্রচেষ্টায় ভাকুর্তা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন  অবহেলিত ভাকুর্তা ইউনিয়নের পাড়া-মহল্লায় উন্নয়নের রূপ দিতে সক্ষম হয়েছেন। গত কয়েক বছর আগেও এই ইউনিয়নটি রাজধানীর সন্নিকটে থাকা সত্ত্বেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল।

এলাকাবাসীর একাধিক সূত্রে জানা যায়, হাজী লিয়াকত হোসেন চেয়ারম্যান হওয়ার পরপরই অবহেলিত ভাকুর্তা ইউনিয়নকে উন্নয়নের দ্বারপ্রা‌ন্তে পৌঁছে দিয়েছেন, যা বিগত দিনে কেউ করতে পারেননি। এলাকার উন্নয়ন হওয়ায় সব শ্রেণি-পেশার মানুষের মনে এখন প্রশান্তির হাসি। নবনির্বাচিত ভাকুর্তা ইউপির চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন ইতোমধ্যে আওয়াল মার্কেট হতে কোটালীপাড়া বসিলা ব্রিজ পর্যন্ত দীর্ঘ এ সড়কে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে প্রায় 8 কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়া ভাকুর্তা ইউনিয়নের বাহেরচর, চাইরা, মশুরীখোলা, হিন্দু ভাকুর্তা, বটতলা, কলাবাগান, ভাকুর্তা বাজারপাড়া, ভাকুর্তা ঈদগাহ মাঠ হতে মাদবরপাড়া, সোলাই মার্কেট হতে শিয়ালপাড়াসহ এলাকার অভ্যন্তরে অবহেলিত শাখা রাস্তাগুলোও উন্নয়ন করা হয়েছে।

এছাড়া ওয়াসার গেট হতে জামালিয়া রাস্তা, মোগড়াকান্দা কালভার্ট হতে কুচুলিয়াপাড়া পর্যন্ত দীর্ঘ রাস্তা, অথেন্টিক ইন্টারন্যাশনাল স্কুল হতে সবুজ ধারা সিটি পর্যন্ত সংযোগ রাস্তা, দুধু মার্কেট হতে কলাতিয়াপাড়া সংযোগ রাস্তাসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ ভাকুর্তা ইউনিয়নের সকল জায়গায় উন্নয়ন হয়েছে। এছাড়া শতাধিক রাস্তাঘাটের উন্নয়ন কর্মযজ্ঞ উদ্বোধন হয়েছে। ভাকুর্তা ইউনিয়ন এখন উন্নয়নের ধারায় অগ্রসরমান।

এলাকার অনেকে জানিয়েছেন, আমরা অবহেলিত ভাকুর্তাবাসী বর্তমানে উন্নয়নের আলোয় আলোকিত। এসব উন্নয়নমূলক কাজ নবনির্বাচিত চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেনের চেষ্টায় হয়েছে।

এমএসএম / জামান

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন