খুলনা মহানগরীতে নিয়ন বাতির ট্রাফিক সিগন্যাল স্থাপনের সিদ্ধান্ত কেসিসির

খুলনা সিটি কর্পোরেশনের ১৬তম সাধারণ সভা গতকাল মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিলেট ও সুনামগঞ্জসহ বন্যাকবলিত এলাকায় এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে কান্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে পদ্মা সেতুর বাস্তবায়ন গোটা জাতিকে আনন্দে উদ্বেলিত করেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন-অগ্রযাত্রায় দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়েছেন।
তিনি বলেন, পদ্মা সেতুর মত মেগা প্রকল্প বাস্তবায়িত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আজ আনন্দিত ও গর্বিত। প্রধানমন্ত্রীর মেধা, যোগ্যতা ও একাগ্রতার কারণে বৃহৎ এ প্রকল্পে সাফল্য অর্জন সম্ভব হয়েছে। নবনির্মিত পদ্মা সেতু শুধুমাত্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নয়, সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, তা যথাসময়েই পূরণ হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার জন্য দোয়া করতে সিটি মেয়র দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় নগরীতে ওয়েস্ট টু এনার্জি প্লান্ট স্থাপনের মাধ্যমে পচনশীল দ্রব্যসহ বিভিন্ন ধরনের বর্জ্যকে সম্পদে পরিণত করা, নগরীর বিভিন্ন স্থানে নিয়ন বাতির ট্রাফিক সিগন্যাল স্থাপন করা, ৩১নং ওয়ার্ড এলাকায় নবনির্মিত সড়কটি আধুনিক খুলনা গড়ার রূপকার সিটি মেয়রের নামে ‘মেয়র তালুকদার আব্দুল খালেক সড়ক’ নামে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় ঈদুল আজহার প্রাক্কালে সরকার কর্তৃক নগরীর সকল ওয়ার্ডে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
ট্রাফিক বিশৃঙ্খলা রোধে খুলনা মহানগরীতে ট্রাফিক সিগন্যাল লাইট ব্যবহার করার সিদ্ধান্ত হয়। ট্রাফিক সিগন্যাল লাইটের সাহায্যে মানুষকে চলাচলে সতর্ক করা সম্ভব হবে। জানজট নিরসন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
এমএসএম / জামান

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
