ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনার নেতৃত্বে দেশে পরিবর্তন এসেছে এবং পরিবর্তন হচ্ছে : শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ২:১৯
সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, জাতির জনকের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে পরিবর্তন এসেছে এবং পরিবর্তন হচ্ছে। আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে, স্কুল-কলেজে নতুন নতুন চারতলা ভবন হচ্ছে। আমাদের সন্তানরা চারতলা ভবনে গিয়ে লেখাপড়া করবে। দেশে অনেক উন্নয়ন হয়েছে, যা বলে শেষ করা যাবে না। দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
 
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে তিন দিনব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
 
তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। এ লক্ষ্যে কৃষকদের উন্নয়নে তার সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষক ভাইয়েরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
 
এমপি শিবলী সাদিক বলেন, আমরা এই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সে জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। চলমান উন্নয়নে যাতে ব্যতয় না হয় সেদিকে সতর্ক থাকতে সকল সরকারী কর্মকর্তা, সর্বস্থরের মানুষ ও জনগণের নিকট আহব্বান জানান।
 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিবলী সাদিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক, সরকারি যাকাত ফান্ড হতে আর্থিক অনুদানের চেক, কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার ও ফলজ গাছের চারা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এর আগে কৃষি মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে, প্রধান অতিথি শিবলী সাদিক এমপি ফিতা কেটে মেলায় প্রবেশ করেন এবং অতিথিবৃন্দদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ মো: রওশন কবীর, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল।
 
এ সময় অন্যান্যেদের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ