ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৬-১০-২০২৫ বিকাল ৭:৯

বেনাপোল কাস্টম হাউসে দুদকের হাতে ঘুসের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ আটক হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এর আগে যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমীন বাদী হয়ে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী ঘুস উত্তলোনকারী হাসিবুর রহমানের নামে দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৭৪এর ৫(২)ধারায় শাস্তি যোগ্য অপরাধ করায় মামলা রুজু করেন।
দুদকের তদন্ত কার্যের প্রাথমিক তথ্য বিবরনীতে বলা হয়েছে ১ নং আসামী শামীমা আক্তার নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি কর্তৃক আমদানিকৃত মালামাল/পণ্য সিঅ্যান্ডএফ এজেন্ট ও দালালের সাথে পরপষ্পর যোগসাজসে শুল্কায়নে অবৈধ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুস গ্রহন করে। এবং ২ নং আসামী হাসিব উক্ত কাজে সহায়তা করে উভয়ে দন্ডবিধির ১৬১/১৬২/১৬৩/ ১৬৪/ ১৬৫( ক )/১০৯ ধারার অপরাধ সংঘটিত করেছে।
তদন্ত কর্মকর্তারা জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা অফিসের নির্দেশে গত ৭ অক্টোবর সকালে একটি আভিযানিক দল বেনাপোল কাস্টমসে অভিযান চালায়। আমাদের কাছে গোপন তথ্য ছিল কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা কাস্টমস হাউসের গেটের সামনে থেকে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ এনজিওকর্মী হাসিবুর রহমানকে আটক করি। টাকা কার জানতে চাইলে তিনি বলেন, এ টাকা রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ম্যাডামের। পরে কাস্টমস হাউসে রাজস্ব কর্মকর্তা শামীমাকে জিজ্ঞাসাবাদে তিনি ঘুসের টাকা বলে স্বীকার করে। দুদক এখন যাচাই করছে এ চক্রের সঙ্গে কাস্টমস হাউসের আরও কেউ জড়িত কিনা।
গত ১২ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন আটক হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। যশোর সিনিয়র স্পেশাল জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেন।
রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও তার টাকা উত্তোলনকারী হাসিব গ্রেফতারের পর একে একে বেরীয়ে আসছে দুর্নীতিগ্রস্থ একাধিক কর্মকর্তার ঘুস বানিজ্যের ফিরিস্তি। জানা যায় দুদকের অভিযানের দিন ৬নং গ্রুপের সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিনের সবুজ সংকেতেই সিনিয়র অফিসার শামীমা আক্তারের ঘুসের টাকা গ্রহণ করেন এনজিওকর্মী হাসিব। শুল্কায়নে ফাইল প্রতি অন থার্ড সিস্টেমে ঘুস নিতো এই কর্মকর্তারা।
এদিকে দুদকের জালে রাজস্ব কর্মকর্তা ধরা খেলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে তার প্রধান সহকারী সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দীন। অবৈধ ঘুস আদায়ে আমদানিকারক প্রতিনিধিদের হয়রানি করা এবং চাহিদা মত রাজস্ব ফাঁকির ঘুসের টাকা পেলে সিদ্ধহস্ত ফাইলে স্বাক্ষর করত সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন আর শামীমা আক্তারকে ভাগের টাকা বুঝিয়ে দিত। 
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,শামীমা আকতারের সঙ্গে যৌথ ঘুস বানিজ্যে ফাইলে সাক্ষরের মাধ্যমে পণ্য শুল্ক ফাঁকি দিয়েই অসাধু আমদানীকারকরা বন্দর হতে পণ্য খালাস নিতেন। এক বছরের অধিক সময় ধরে একই স্টেশনে অবস্থান করে অবৈধ ঘুসের টাকায় জ্ঞাত আয় বর্হিভূত নামে বেনামে অঢেল অর্থ সম্পদ ও অর্থবিত্তের মালিক বনেছেন তারা। 
অনুসন্ধানে জানা গেছে, গত ৫ আগস্ট পরবর্তীতে বেনাপোল বন্দর ও কাস্টমসের কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তার যোগসাজসে গড়ে উঠা শুল্ক ফাঁকির সিন্ডিকেট বহাল তবিয়তে শুল্কফাঁকিতে লিপ্ত ছিল। দুদকের অভিযুক্ত বিদায়ী সাবেক কমিশনার মোঃ কামরুজ্জামানসহ কাস্টমসের দুর্নীতিবাজ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে অর্থের বিনিময়ে সখ্যতা গড়ে সিন্ডিকেটের মাধ্যমে দেদারসে শুল্ক ফাঁকি দিয়েছে। সাবেক সহকারি কমিশনারের আনুগত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দীনকে দিয়ে শুল্কায়ন গ্রুপ-৬ শাখায় দায়িত্বে সিঅ্যান্ডএফের সাথে পূর্ব চুক্তি অনুযায়ী কনসাইনমেন্ট প্রতি লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যে করেছে এই চক্রটি। দুদকের অভিযানে আটক হওয়া ২ লাখ ৭৬ হাজার টাকা একটি ফাইলের অন থার্ড ঘুসের টাকা।
এবিষয়ে বেনাপোল কাস্টমসের শুল্কায়ন গ্রুপ-৬ এর রাজস্ব সহকারী রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দীনের ব্যক্তিগত নাম্বারে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। বক্তব্যের বিষয় হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া হলে তিনি সিন করেন। তবে কোনো জবাব দেননি।

Aminur / Aminur

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা