ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

করোনা রোগীর বেড সংকটে পাংশা হাসপাতাল


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৮-৬-২০২১ বিকাল ৭:১৭

রাজবাড়ীর পাংশায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় করোনা রোগীর বেড সংকটে পড়েছে হাসপাতালের আইসোলেশন বিভাগ।  ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগীদের জন্য ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলায় ২১ জন করোনা রোগী আছেন এই হাসপাতালে। ফলে আইসোলেশন বিভাগে রোগীর বেড সংকট দেখা দিয়েছে।

পাংশায় সর্বমোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১০৪ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ৭ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৯৭ জন। বাড়িতে থাকা রোগীদের উপজেলা করোনা ডেডিকেটেড মেডিকেল অফিসার সৌরভ দেবনাথ ও বিজয় সরকারের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

সোমবার (২৮ জুন) পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসনাত আল মতিন বলেন, বর্তমানে সারাদেশের ন্যায় পাংশায়ও করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় কোরোনা রোগীর বেড সংকটে পড়েছি। এর পাশাপাশি চিকিৎসা উপকরণ সংকট থাকায় করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আমাদের। তবে এ সংকট কাটিয়ে উঠতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

এ করোনার বিস্তার ঠেকাতে ও কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান অদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির প্রমুখ। এছাড়াও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সকল সদস্যসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, কঠোর লকডাউন বাস্তবায়নে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বেরিকেড, জরুরি সেবা নিশ্চিত, অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত এবং করোনা রোগীদের জন্য হাসপাতালের আইসোলেশন বেড বৃদ্ধি করাসহ জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যপক প্রচার-প্রচারণা করা এবং আজ থেকে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর ভূমিকায় থাকবে প্রশাসন।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত