ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বানভাসি মানুষের পাশে বিশ্ব জাকের মঞ্জিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ৪:৪৫

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে দরবারের কর্মী গ্রুপ-ছাত্র সিলেটের সুনামগঞ্জ জেলায় বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে।

সুনামগঞ্জের তাহিরপুর, বাদাঘাট, নীলাদ্রি ও টাঙ্গুয়ার হাওর এলাকায় পানিবন্দি জনগণের মাঝে রান্না করা খাবারসহ শুকনা খাবার, চিঁড়া, মুড়ি, মিনারেল ওয়াটার, ওষুধ, খাবার স্যালাইন, গ্যাস লাইটার, টর্চলাইট, মোমবাতি ও বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষার্থে কার্বোলিক এসিড তুলে দেয়া হয়। 

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র সিলেট বিভাগের কর্মী প্রধান মো. আশিকুর রহমান রুমেল জানান, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব যিনি আটরশির পীর নামে অধিক পরিচিত, তার আদর্শে বিশ্বাসী এই সংগঠনটি মানবতার কল্যাণে সব সময় কাজ করে থাকে। 

তিনি বলেন, ১৯৮৮ ও ১৯৯৮ সালের প্রলয়ংকরী বন্যার সময়ে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) সারাদেশের বন্যাদুর্গত মানুষের সাহায্যে দরবার শরীফ থেকে বিপুল পরিমাণ চাল, ডালসহ বিভিন্ন উপকর দিয়ে মানবতার সেবা করেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে আটরশি দরবার শরীফের পরিচালক ও বিশ্বওলীর স্থলাভিষিক্ত তার বড় ছাহেবজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব ও খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের বড় পৌত্র যিনি মিয়া ভাইজানের একমাত্র মুখপাত্র ও দরবার শরীফের পরবর্তী কর্ণধার খাজা হযরত বড় চাচামিয়া মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে দরবার শরীফের পক্ষে বানভাসি জনগণের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম কাজিম খান উপস্থিত থেকে ছাত্রদের নেতৃত্ব দেন। কাজিম খান জানান, শুধু সিলেটেই নয়, কুড়িগ্রামের বন্যাদুর্গত এলাকায়ও তাদের সাহায্য কার্যক্রম চলছে। আরেকটি ইউনিট সেখানে একই নিয়মে বন্যার্তদের পাশে সাহায্য-সহযোগিতা নিয়ে পৌঁছে গেছে। 

তিনি উল্লেখ করেন, তাদের এই সংগঠনটির অন্যতম কর্মসূচি হলো বিশ্বওলীর আদর্শে সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ করে আধ্যাত্মিক শিক্ষায় অনুপ্রাণিত করা। পাশাপাশি মানবতার সেবা করে মহান করুণাময় আল্লাহর নৈকট্য অর্জন করা।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন