বানভাসি মানুষের পাশে বিশ্ব জাকের মঞ্জিল
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে দরবারের কর্মী গ্রুপ-ছাত্র সিলেটের সুনামগঞ্জ জেলায় বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে।
সুনামগঞ্জের তাহিরপুর, বাদাঘাট, নীলাদ্রি ও টাঙ্গুয়ার হাওর এলাকায় পানিবন্দি জনগণের মাঝে রান্না করা খাবারসহ শুকনা খাবার, চিঁড়া, মুড়ি, মিনারেল ওয়াটার, ওষুধ, খাবার স্যালাইন, গ্যাস লাইটার, টর্চলাইট, মোমবাতি ও বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষার্থে কার্বোলিক এসিড তুলে দেয়া হয়।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র সিলেট বিভাগের কর্মী প্রধান মো. আশিকুর রহমান রুমেল জানান, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব যিনি আটরশির পীর নামে অধিক পরিচিত, তার আদর্শে বিশ্বাসী এই সংগঠনটি মানবতার কল্যাণে সব সময় কাজ করে থাকে।
তিনি বলেন, ১৯৮৮ ও ১৯৯৮ সালের প্রলয়ংকরী বন্যার সময়ে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) সারাদেশের বন্যাদুর্গত মানুষের সাহায্যে দরবার শরীফ থেকে বিপুল পরিমাণ চাল, ডালসহ বিভিন্ন উপকর দিয়ে মানবতার সেবা করেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে আটরশি দরবার শরীফের পরিচালক ও বিশ্বওলীর স্থলাভিষিক্ত তার বড় ছাহেবজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব ও খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের বড় পৌত্র যিনি মিয়া ভাইজানের একমাত্র মুখপাত্র ও দরবার শরীফের পরবর্তী কর্ণধার খাজা হযরত বড় চাচামিয়া মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে দরবার শরীফের পক্ষে বানভাসি জনগণের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম কাজিম খান উপস্থিত থেকে ছাত্রদের নেতৃত্ব দেন। কাজিম খান জানান, শুধু সিলেটেই নয়, কুড়িগ্রামের বন্যাদুর্গত এলাকায়ও তাদের সাহায্য কার্যক্রম চলছে। আরেকটি ইউনিট সেখানে একই নিয়মে বন্যার্তদের পাশে সাহায্য-সহযোগিতা নিয়ে পৌঁছে গেছে।
তিনি উল্লেখ করেন, তাদের এই সংগঠনটির অন্যতম কর্মসূচি হলো বিশ্বওলীর আদর্শে সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ করে আধ্যাত্মিক শিক্ষায় অনুপ্রাণিত করা। পাশাপাশি মানবতার সেবা করে মহান করুণাময় আল্লাহর নৈকট্য অর্জন করা।
এমএসএম / জামান
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!