ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বাউবিতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-৬-২০২২ বিকাল ৬:৫
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ‘তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন ও দিকনির্দেশনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
 
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বুদ্ধিমত্তার প্রভাবে আমাদের জীবন যাত্রা এবং ধ্যান ধারনা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। আমাদের চ্যালেন্স এখন বড় হয়ে গেছে, মোবাইল ফোনের কারণে সারা বিশ্ব এখন হাতের মুঠোয়।  তিনি আরো বলেন, বাক স্বাধীনতা, সংবিধান সম্মত অধিকার। প্রত্যেক নাগরিকেরই অবাধ তথ্য জানার মৌলিক অধিকার রয়েছে। তবে দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে তথ্য ব্যবহার করতে হবে। যেখানে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে সেখানে আইন সংশোধনের জন্য তথ্য কমিশনের প্রতি আহবান জানান।
 
কর্মশালায় উপ-উপাচার্য (শিক্ষা) ও তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু । মূখ্য রিসোর্স পার্সন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান এবং রিসোর্স পার্সন  হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী । 
 
তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন ও দিকনির্দেশনা” শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন মূখ্য রিসোর্স পার্সন অধ্যাপক ড. গোলাম রহমান ।
 
মুখ্য রিসোর্স পার্সন অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, স্যোসাল মিডিয়ার মাধ্যমে আমরা পর্যাপ্ত তথ্য পাচ্ছি, তবে সব তথ্যই তথ্য না হওয়ায় কিছু তর্ক-বিতর্ক থেকে গেলেও আমরা তথ্য পাচ্ছি। সব তথ্য ট্রেকিং সিস্টেম এর মধ্যে চলে যাওয়ায় এখন তথ্য  হাতের নাগালে রয়েছে। তথ্য শেয়ারের মাধ্যমে সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। তবে তথ্য শেয়ারে মানুষের কিছু ভীতিও রয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে জনগন নিজের অবস্থান থেকে সব কিছু নজরদারি করতে পারে। কোন অনিয়ম দুনীতি ঘটলে তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগনের সোচ্ছার হওয়ার সুযোগ রয়েছে।
 
ড. রহমান পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন দিক, ধারা, উপ-ধারা আইনের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি দীর্ঘ দিনের ও পুরানো তথ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিটি অফিসের সংরক্ষনের তাগিদ দেন। 
 
কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. এএইচএম আনিসুর রহমান আখন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এএসএম নোমান আলম ও কম্পিউটার বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ। এই কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিনের প্রতিনিধি, বিভাগীয় প্রধান/প্রতিনিধি, সকল আঞ্চলিক পরিচালকগণ, সেল প্রধানগণ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালায় ৪৭ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত