দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিসহ দেশের সবকটি চিনিকল এলাকায় আখের মৃল্য বৃদ্ধি
বাংলাদেশ সরকারের চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিসহ দেশের সব কটি চিনিকল এলাকায় ২০২২-২৩ অর্থ বছরে আখের মূল্য পুনঃনির্ধারন অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে। চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু ও করপোরেশন পরিচালক (সিডিআর) আশরাফ আলি স্বাক্ষরিত পত্রে এ খবর নিশ্চিত করেছেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনকে।
জানা গেছে, গত ২৮ জুন মঙ্গলবার চিনিশিল্প করপোরেশনের সহকারী সচিব আফরোজা বেগম পারুল স্বাক্ষরিত পরিপত্র পৌছায় কেরু অ্যান্ড কোম্পানিতে। এ পরিপত্রে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে আখের মূল্য বৃদ্ধির খবরের জরুরি বার্তাটি দর্শনা কেরু চিনিকল এলাকায় এসে পৌঁছালে চিনিকলের কর্মকর্তা কর্মচারী শ্রমিক, আখচাষি ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
মূল্য নির্ধারণী পত্রে জানা গেছে ২০২১-২২ অর্থ বছরে প্রতি কুইন্টাল ছিল ৩শ৫০ টাকা,২০২২-২৩ অর্থ বছরে বাড়িয়ে করা হলো ৪৫০টাকা। অর্থাৎ প্রতি মনে বেড়েছে ৪৫ টাকা। যেখানে গত বছর ছিল প্রতিমন ১শ ৩৫ টাকা, এবার হলো ১৮০টাকা। বহিঃকেন্দ্র গত বছর ছিল প্রতি কুইন্টাল ৩৪৩ দশমিক ৪০টাকা,এবার বেড়ে হয়েছে ৪৪০টাকা। এছাড়া উল্লেখ করা হয়েছে মাড়াই মৌসুমের মাঝামাঝি সময়ে জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে ১৫দিন পরপর ৫বার ৩টাকা করে বাড়ানো হয়ে থাকে, এবার তা বাড়িয়ে ৪টাকা করেছে। এছাড়া ফাউন্ডেশন সিডে ২ টাকা ও সার্টিফাইড সিডে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে।
কেরু অ্যান্ড কোম্পানির অ্যাডিএম শেখ মো. শাহাব উদ্দীন বলেন, আখের দাম বাড়াতে চাষিরা তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। এটা চাষিদের মৌলিক অধিকার চাষিরায় আমাদের মিলের প্রাণ চাষি বাঁচলে মিল বাঁচবে।
কেরু চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আ. হান্নান মন্ডল, সাধারণ সম্পাদক আ. বারি ও সহ সভাপতি ওমর আলি জানান, খুবই আনন্দ ও খুশির খবর,তবে আখের মূল্য ২০০ টাকা করে চিনির মূল্য বাড়ানো হলে মিল ও সরকার এবং চাষি সকলেই লাভবান হতো। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন যোগদান করার পর থেকে চাষিদের সাথে উঠান বৈঠকসহ বিভিন্ন বিষয়ে চাষিদের সাথে আলোচনা করেছেন।এবং তিনি চাষিদের আশ্বাস দিয়েছিলেন আখের দাম যেভাবেই হোক বাড়াবো।তারই ধারাবাহিতাকতায় চিনিশিল্প করপোরেশন বৈঠক করে আখের মৃল্য বৃদ্ধি করে।
তিনি আরও জানান চাষিদের দীর্ঘদিনের দাবি আখের মূল্য বৃদ্ধি করা, করপোরেশন চেয়ারম্যান মহোদয় সেটা করেছেন,আশা করা যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর ইক্ষু রোপন মৌসুমে এলাকার আখচাষিরা অনেক বেশি বেশি আখচাষ করে মুনাফা অর্জন করতে পারবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, কেরু চিনিকল ২০২১-২২ অর্থ বছরে সর্বসাকুল্যে ৫০কোটি টাকার উপরে মুনাফা অর্জন করেছে,যেহেতু এ বছর আখের মূল্য বৃদ্ধি হয়েছে সে হিসেবে আগামী বছর বেশি আখ পাওয়া গেলে মিলটি দ্বিগুণ লাভের মুখ দেখবে বলে জানান।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন দৈনিক সকালের সময় প্রতিনিধিকে বলেন, আমাদের একটি কথা মনে রাখতে হবে, কৃষিপ্রধান দেশে চাষিরাই প্রাণ। যুগ যুগ ধরে চাষিকুল আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করেছেন। কৃষিবান্ধব এ সরকার কৃষকের সকল সুবিধা নিশ্চিত করতে হাতে নিয়েছে আগামীতে চাষিরা নিজ আগ্রহে আখ লাগাবে এবং চাষিদের যত রকম সুযোগ-সুবিধা আছে সেটাও পূরণ করা হবে। এই ভারী চিনি শিল্পটি টিকিয়ে রাখতে যা প্রযোজন সেটাই করা হবে। আগামীতে কেরু অ্যান্ড কোম্পানি লাভের মুখ বেশি দেখবে বলে আশা করেন তিনি।
এমএসএম / জামান
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন
লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল