ভুয়া স্মারকে সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের চেষ্টা
দুর্নীতির মহোৎসব চট্টগ্রাম জেনারেল হাসপাতালে
রোগীদের যথাযথ সেবায় অনিহা ও কেনাটায় অনিয়মের অভিযোগ বহু আগের। এবার জালিয়াতির মাধ্যমে সেই অর্থ আত্মসাত করতে গিয়ে হাতেনাতে ধরা পরার পরেও বহাল রয়েছেন অপকর্মের মূল হোতা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক মো. ফোরকানসহ পুরো সিন্ডিকেট। তবে এই ঘটনায় কারা জড়িত আছে তা খতিয়ে দেখে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
জানা যায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য ২০১৩-১৪ অর্থবছরে ৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকায় আটটি আইসিইউ বেড ও অন্যান্য সামগ্রী কেনায় অনিয়ম হয়। এ ঘটনায় দুদকের দায়ের করা একটি মামলা শুনানি পর্যায়ে রয়েছে। ফলে মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের বিলও আটকে যায়। গত ২৮ জুন ভুয়া স্মারক নম্বর তৈরি করে জালিয়াতির মাধ্যমে সবার অগোচরে চট্টগ্রাম বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয় থেকে ওই বিল ছাড়ানোর চেষ্টা করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক মোহাম্মদ ফোরকান। তবে শেষ পর্যন্ত জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। অবশেষে ৩০ জুন হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি বাদি হয়ে দূর্নীতির মোহাম্মদ ফোরকানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে।
ফোরকানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন নয়। চাকরি জীবনের শুরু থেকেই যেখানেই ছিলেন নানা অনিয়ম দূর্নীতি করেছেন। এসব দূর্নীতির মাধ্যমে তিনি আয় করেছেন কাঁড়ি কাঁড়ি অর্থ। অল্প সময়ে তিনি হয়েছেন বিত্ত বৈভরের মালিক।
চট্টগ্রামের বাশখালী উপজেলার পশ্চিম পুইছুরি গ্রামের মোহাম্মদ মাকছুদুর রহমানের পত্র মোঃ ফোরকান। যাদু করী ফোরকান যেখানে বদলি হয় সেখানে গড়ে তুলে তার রাজত্ব । ২০১০ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স -এ অফিস সহকারী কায কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করে পেয়ে যান সোনার ডিম পাড়া হাঁস। এরপর থেকে ফোরকান শুরু করে টাকার পাহাড় গড়ার নেশা।
বাশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে রোগীদের সাথে দুর্ব্যবহার, টাকা দাবি এবং রোগীর স্বজন ও নারীদের যৌন হয়রানির ও অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করলে তার মাস্তান বাহিনী দিয়ে কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়। পরে ২০১৩ সালে তাকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করে। ২০১৫ সালে পিটিআইএ প্রশিক্ষণরত এক শিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেও সে বেশিদিন টিকেনি। একই বছর তাকে বদলি করা হয় লোহাগাড়া স্বাস্থ্য কমপ্রেক্সে।
সেখান খেকে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বদলি হয়ে আসেন। চাকরিতে যোগদান করে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর নিজ বেতনে। এরপর অদৃশ্য যাদুর জোরে তিনি দায়িত্বপান হিসাবরক্ষণ পদে ( নিজ বেতনে)। এরপর থেকেই খুলে যায় তার ভাগ্যের চাকা। জেনারেল হাসপাতালে তার নানা অনিয়ম ও দূর্নীতির কারণে তাকে ২০১৭ সালে বদলি করা হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে। কিন্তু সুচতুর ফোরকান সর্বোচ্চ তদবিরে সে বদলি আদেশ বাতিল করান।
ফেঁসে যাচ্ছে চতুর ফোরকান:
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকার দুর্নীতির প্রমাণ পাওয়ার পর ৩০ জুন দুর্নীতি দমন কমিশনে (দুদক) অবশেষে অভিযোগ দিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক। এতে আসামি করা হয় হাসপাতালের হিসাবরক্ষক মোহাম্মদ ফোরকানকে।
জানা গেছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৩-১৪ অর্থবছরে ৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকায় আটটি আইসিইউ বেড ও অন্যান্য সামগ্রী কেনা হয়। অনিয়মের অভিযোগে এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। এরপর প্রায় সাড়ে ৫ কোটি টাকার ওই বিলটি আটকে যায়। সাম্প্রতিক সময়ে বিলটি ছাড়ানোর জন্য তৎপর হয়ে ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ হাসপাতালেরই একটি চক্র। এর জের ধরে গত ১৭ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটিও চট্টগ্রামে আসে। তবে চক্রটি তৎপর ছিল এতোকিছুর পরও।
প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফোরকান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি স্মারকের নম্বর জেনারেল হাসপাতালের বিলের কাগজে বসিয়ে ২০১৩-১৪ অর্থবছরের আটকে যাওয়া একটি ৫ কোটি ৩৭ লাখ টাকার বিল পাশ করানোর চেষ্টা করেন। এজন্য তিনি ভুয়া কাগজপত্র তৈরি করেন। সেই ভুয়া বিলে স্বাক্ষরও করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি। পরে তত্ত্বাবধায়কের স্বাক্ষরযুক্ত ভুয়া বিলটি নিয়ে যখন ২৮ জুন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রণ অফিসে যান, সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে বিষয়টি ধরা পড়ে। এরপর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রণ অফিস থেকে ফোরকানকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনা শুনে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ও চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী তাৎক্ষণিক থানায় গিয়ে নিজের জিম্মায় ফোরকানকে ছাড়িয়ে আনেন। পরে পাঁচলাইশ থানা থেকে অভিযোগ দায়েরের জন্য তাদের পাঠানো হয় কোতোয়ালী থানায়। সেখানেও রহস্যজনক গড়িমশি করে অভিযোগটি দায়ের করতে। শেষ খবর পাওয়া পর্যন্ত (শুক্রবার দুপুর ২.৩০ ঘটিকা) থানায় কোন মামলা করা হয়নি।
এব্যপারে জানতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্রধান হিসাব রক্ষক মো. ফোরকান এসব বিষয়ে তিনি কিছুই জানেনা জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে তত্ত্বাবধায়কের সাথে কথা বলার পরামর্শ দেন।
অভিযোগ উঠেছে, সেখ ফজলে রাব্বি ফোরকানকে অভিযোগ থেকে দায়মুক্তি দিতে নানা অপতৎপরতা চালাচ্ছে।
এদিকে অবশেষে দুদকে অভিযোগটি করার পর নড়ে চড়ে বসে ফোরকানের পাপের অংশীদাররাও।
এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন আমরা থানায় কোন মামলা করিনি তবে বিষয়টি নিয়ে দুদকে অভিযোগ করা হয়েছে তারা তদন্ত করবেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিবেন। ভুয়া বিলে যদি চালাকি করে আপনার স্বাক্ষর নিয়ে থাকে তাহলেতো ফৌজদারী অপরাধ করেছে সেক্ষেত্রে থানায় মামলা করেননি কেন জানতে চাইলে তিনি বলেন বিষয়টি এখনো স্পষ্ট নয় তাই তদন্তের প্রয়োজন তদন্ত করেই যথাযথ ব্যবস্থা নিবে সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ
তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল
নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু
গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান
নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা
বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা
দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ