ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করে দমিয়ে রাখা যাবে না


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ১২:১৬

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগানবাজার ইউপির পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান রুস্তম আলী ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। অনেক নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। রাজনীতি করতে গিয়ে ভাই হারিয়েছেন। তাকে অসংখ্য মামলার দিয়ে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। ফটিকছড়ির বাগানবাজারে সাবেক চেয়ারম্যান রুস্তম আলীর সংবর্ধনা অনুষ্ঠানে এসে এসব কথা বলেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম।

গতকাল শনিবার (২ জুলাই) ফটিকছড়ি উপজেলার বাগানবাজারস্থ চিকনছড়া উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য কারামুক্ত রুস্তম আলীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন- চট্ট্রগাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খদিজাতুল আনোয়ার সনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, আবু তালেব, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মেয়র আলহাজ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, বখতেয়ার সাঈদ ইরান, হাসিবুন সোহাদ চৌধুরী, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজউদ্দৌলা, এম শাহনেওয়াজ এবং মো. কাইয়ুম।

বাগানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ছাত্রজীবন থেকে রুস্তম কখনো আদর্শচ্যুত হয়নি। আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী রুস্তম। বঙ্গবন্ধুর কর্মী হিসেবে আছে এবং থাকবে। রুস্তম বৈদ্যুতিক খুঁটি, রুস্তম আছে এবং থাকবে।

সংবর্ধিত অতিথি সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য রুস্তম আলী বলেন, গত ইউপি নির্বাচনের পর বাগানবাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু হয়। বিএনপি ও জামায়াত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে গাঁজা ও ইয়াবা দিয়ে পুলিশে দেয়া হচ্ছে। আজ দোকান ও গাড়ি বন্ধ করে দিয়েছে।

তিনি আরো বলেন, বাগানবাজারে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। আর আমাদের দলীয় সকলের দিকে দৃষ্টি রাখতে হবে। আর কত খেসারত দেব এই অসুস্থ শরীর নিয়ে? মিথ্যা ও হয়রানিমূলক মামলায় প্রতিনিয়ত কোর্টে যেতে হচ্ছে।

তিনি আরো বলেন, যতদিন বেঁচে থাকি ততদিন আওয়ামী লীগ করে যাব।

এমএসএম / জামান

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী