ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কোরবানির ঈদ : হাটে পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতা সংকট, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২২ বিকাল ৫:৩৯
কোরবানির ঈদকে সামনে রেখে হাটগুলোতে পর্যাপ্ত গরু-ছাগল উঠলেও এখন পর্যন্ত বিক্রি জমে ওঠেনি। বাজারে একদিকে ক্রেতার ভিড় নেই, অন্যদিকে যারা আসছেন তারাও পছন্দের গরু-ছাগলের দাম পরখ করে চলে যাচ্ছেন। এরমধ্যে আবার ক্রেতারা কোরবানির পশুর অতিমূল্য হাঁকানোর অভিযোগও করেছেন। সরেজমিন রোববার (৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম গোবিন্দাসী গরুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।
 
এদিকে, হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে পশু থাকলেও রয়েছে ক্রেতা সংকট। ফলে বেপারিরা এখনো বাজার পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তা বুঝে উঠতে পারছেন না। অধিকাংশ বেপারিই বাজারে নিয়ে আসা পশু বিক্রি করতে পারবেন কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এতে হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন ছোট-বড় গরু বেপারি এবং মৌসুমি ব্যবসায়ীরা। হাটে নিয়ে আসা ছোট-বড় গরুর খামারিরাও লোকসানের কথা জানিয়েছেন। অপরদিকে, ক্রেতারা বলছেন- গতবারের তুলনায় এ বছর কোরবানির পশুর দাম অনেক বেশি চাচ্ছে।
 
সিরাজগঞ্জ থেকে আসা গরু ব্যবসায়ী রহিম মণ্ডল বলেন, প্রতিটি গরু ১ লাখ ২০ টাকার উপরে কিনে হাটে তুলেছেন। তারমধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র একটি গরু বিক্রি করতে পেরেছেন। বাকিগুলো ক্রেতারা দেখেই চলে যাচ্ছেন।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পাথাইলকান্দি থেকে আসা স্থানীয় গরু ব্যবসায়ী কাদের মোল্লা বলেন, গরুর দরদাম করে চলে যাচ্ছেন ক্রেতারা। কিন্তু কিনছেন না। ৮৫ হাজার টাকার গরুর দাম বলছে ৭০ হাজার টাকা। এতে লোকসানের আশঙ্কা করছি।
 
স্থানীয় ক্রেতা করিম হোসেন, মহর আলী, মজিবরসহ অনেকেই বলেন, গতবারের তুলনায় হাটে গরু প্রচুর পরিমাণে উঠেছে। কিন্তু দাম অনেক বেশি চাচ্ছেন। ফলে কোরবানির পশু কিনতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। 
 
হাসান মাহমুদ নামে এক ক্রেতা বলেন, বেচাকেনা পুরোপুরি শুরু হয়নি। কিন্তু এখন যে দাম চাওয়া হচ্ছে, তা গত বছরের তুলনায় বেশি। বিক্রেতারাও বাজার বোঝার চেষ্টা করছেন।
 
অপরদিকে হাট ঘুরে দেখা গেছে, হাটে ক্রেতারা দলবদ্ধ হয়ে গরু দেখছেন এবং দর কষাকষি করছেন। আবার অনেকে পছন্দে হলেই বেশি দামেই গরু কিনছেন।
 
ছাগলের বেপারি তারা মিয়া বলেন, গরুর কেনাবেচা নেই বললেই চলে। ছাগল দুই-চারটি বিক্রি হচ্ছে। কোরবানির চাপ এখনো পড়েনি হাটে। 
 
এদিকে, যেহেতু ঈদের এখনো বেশ কয়েক বাকি রয়েছে, তাই দেখেশুনে কিনবেন বলেও জানান ক্রেতারা। 
 
গোবিন্দাসী হাটের ইজারদার জাহিদুল ইসলাম খোকা জানিয়েছেন, হাটে পর্যাপ্ত কোরবানির পশু উঠেছে। তবে কোরবানির পশু তেমন বেচাকেনা হচ্ছে না। 
 
হাটের আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন, হাটের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নজর রাখছেন পুলিশ সদস্যরা।

এমএসএম / জামান

শালিখায় খুচরা সার বিক্রিতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ

চিতলমারীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় বোরো বীজ বিতরণ

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জামায়াতের আমির বদল, নতুন আমির আজিজুর রহমান সরকার স্বপন

স্বচ্ছতা ও নিরপেক্ষতায় অটল মাধবপুর রিপোর্টার্স ইউনিটি

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১,আহত ৪

সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেলেন জামায়াত নেতারা

সাতকানিয়া আংশিক ও চন্দনাইশ: মাথা ব্যাথার কারণ কি এবার সাবেক চেয়ারম্যান জসিম?

ড. মোশাররফ ফাউন্ডেশন কতৃক এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা