ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ১২:০
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক তার নির্বাচনী এলাকার করোনায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ জুন) বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
 
এ সময় জনতার উদ্দেশে শিবলী সাদিক এমপি বলেন, গ্রামে গ্রামে জ্বর ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকার চারটি উপজেলাতেই ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ করছি, আপনারা দয়া করে টেস্ট করান। ইতোমধ্যে আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি সব করোনা রোগীর নাম ও ফোন নম্বর আমার কাছে পাঠানোর জন্য। আমার নির্বাচনী এলাকার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানাচ্ছি, আপনারা দয়া করে প্রত্যেক দিন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের নাম ও মোবাইল ফোন নম্বর আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আমি নিজে তাদের খোঁজখবর রাখতে চাই।
 
তিনি ‍আরো বলেন, আপনাদের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, আপনাদের চিকিৎসা কোথায় কিভাবে হবে তার দায়িত্ব আমি নেব। শুধু আপনারা আমাকে জানান, আপনাদের কার পক্ষে করোনার চিকিৎসা করার সক্ষমতা নেই এবং যারা অসুবিধায় আছেন, কষ্টে আছেন, তারা দয়া করে এই তথ্যটা দেন।
 
তিনি সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষা করতে আসেন, যদি না আসেন তাহলে আমরা আরো বেশি সংক্রমিত হব। আমরা কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি, যেটা আমরা করোনার শুরুর দিকে আশঙ্কা করেছিলাম। সাহসিকতার সঙ্গে এই পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে।
 
তিনি আরো বলেন, সংসদ চলার কারণে আমি ঢাকায় ছিলাম, গতকাল এসেছি। ইনশা আল্লাহ আগামীকাল থেকে প্রত্যেকটা এলাকায় আরো ব্যাপকভাবে আমার বিচরণ থাকবে। সবাইকে নিজের নিরাপত্তাটুকু নিজেকে বজায় রাখতে হবে। সংক্রমিত হলে কার অ্যান্টিবডি কতটুকু আছে তা আমরা জানি না। কে আমরা করোনা থেকে মুক্ত হব এটাও জানি না। অন্তত আমাদের বৃদ্ধ বাবা-মার কথা মনে রেখে, তাদের সুস্থতার কথা মনে রেখে নিরাপদে থাকুন।

এমএসএম / জামান

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি

কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ