ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঈদের আনন্দে যমুনায় বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়, উল্লাসে মাতোয়ারা শিশুরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২২ দুপুর ২:৫৮
যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার ফাঁকে পরিবার-পরিজন ও প্রিয় মানুষকে সাথে নিয়ে ঈদুল আজহার আনন্দকে উপভোগ করতে মেতেছে বিনোদনপ্রেমীরা। এ উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলে দেশের দ্বিতীয় বৃহতম বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যমুনা নদীর তীরবর্তী গরিলাবাড়ী এলাকায় পাথরঘাটে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও সদ্য নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দেখতে ছুটে আসছেন টাঙ্গাইলসহ দেশের নানা প্রান্তের মানুষ। এই বিনোদন কেন্দ্রে সন্ধ্যায় সূর্যাস্ত দেখা মেলায় প্রকৃতির পরিবেশ হয়ে ওঠে মনোরম।
 
শুধু তাই নয়, বঙ্গবন্ধু সেতু ছাড়াও রয়েছে আনন্দ পার্ক, বঙ্গবন্ধু সেতু রিসোর্ট, জাদুঘর, শিশুপার্ক, বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল, বঙ্গবন্ধু সেনানিবাস কফি হাউস ও বিপণিবিতান মার্কেট, সুইমিংপুল, হরিণ দেখার দৃশ্য, বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এবং ঔষধি গাছের বাগান। দর্শনার্থীদের জন্য রয়েছে নৌকা বা ছোট ট্রলার যোগে যমুনা নদী পথে সেতু দেখার ব্যবস্থা।
 
এদিকে, ঈদকে কেন্দ্র করে পাথরঘাটে শতাধিক নৌকা সারিবদ্ধভাবে মাঝিরা সাজিয়ে রেখেছেন দর্শনার্থীদের জন্য। এখানে অসংখ্য কোমল, ফুসকাসহ নানা রকম দোকানপাট গড়ে উঠেছে।
 
ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন সরেজমিন বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের পাথরঘাট এলাকায় ঘুরে দেখা যায়, যমুনার পাড়ে পরিবার-পরিজন নিয়ে সূর্যাস্ত দেখছেন, কেউ তাদের পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন। এখানে নৌকা বা ট্রলার দিয়ে ঘুরতে জনপ্রতি ৩০-৫০ টাকা দিয়ে বঙ্গবন্ধু সেতুকে দেখছেন খুব কাছ থেকে। পাশেই নির্মাণাধীন রেল সেতুর কাজ দেখছেন। অনেকেই শিশুদের জন্য বিভিন্ন খেলনা কিনে দিচ্ছেন। আবার কেউ কেউ কেনাকাটাও করছেন। এতে বিকেলে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
 
সিরাজগঞ্জের বেলকুচি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ঘুরতে আসা লিপা আক্তার, সোমা খাতুন, সুমন হোসেন ও ইমরান খান বলেন, ‘সারা বছর আমরা ব্যস্ত থাকি সংসার নিয়ে। ঈদের দিন অন্যদিনগুলো থেকে আমাদের কাছে বিশেষ একটি দিন। তাই ঈদের আনন্দ পরিবারের সাথে উপভোগ করতে নৌকাযোগে সেতু পূর্বপাড়ে আসছি। এখানে হাজার হাজার মানুষের দেখা যাচ্ছে। সত্যিই খুব ভাল লাগছে এখানে এসে। প্রতি উৎসবেই ঘুরতে আসব এখানে। তাছাড়া এই বিনোদন কেন্দ্র কম খরচে বিভিন্ন স্পটও ঘুরে দেখা যায়।
 
মধুপুর থেকে আসা ইদ্রিস মন্ডল ও সাহানা মন্ডল বলেন, ‘করোনার কারণে গেল ৩ বছর কোন ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি পরিবার নিয়ে। এবার যেহেতু করোনার প্রকোপ কম, তাই ঈদুল আজহা উপলক্ষে ঘুরতে এসেছি। এই প্রথম বঙ্গবন্ধু সেতু সরাসরি দেখতে পেলাম। এখানে এসে খুব ভাল লাগছে। বাচ্চারাও অনেক আনন্দ উল্লাস করছে এখানে আসতে পেরে। এখানে প্রচুর মানুষ। যমুনার তীরে এই জায়গাটি যেহেতু বিনোদন বা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ পেয়েছে তাই সরকারের উচিত আরও উন্নত ব্যবস্থা করাসহ এদিকে নজর দেয়া। এতে করে আরও লোকজনের সমাগত হবে।
 
টাঙ্গাইলের মানবাধিকারকর্মী মাছুদুর রহমান মিলন বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের যমুনা নদীর পাথর ঘাট এলাকাটি দেশের মানুষের কাছে বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। বঙ্গবন্ধু সেতু নির্মাণ হওয়ার পর থেকে এ সেতু দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। বর্তমানে আরেকটি যুক্ত হয়েছে সেটি হলো নির্মাণাধীন রেল সেতু। টাঙ্গাইলে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় বঙ্গবন্ধু সেতু এলাকাকে বেছে নেন বিনোদন প্রেমীরা। তবে, বিনোদন কেন্দ্রের মান তেমনটা উন্নত না।সরকারিভাবে উদ্যোগ নিলে এখানে দেশের বৃহত্তম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এতে করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে সরকার ও স্থানীয় ব্যবসায়ীরা।’
 
টাঙ্গাইলের ট্যুরিস্ট পুলিশেে উপ-পরিদর্শক (এসআই) বঙ্গবন্ধু সেতু পূর্বে দায়িত্বে থাকা প্রধান মো. আতিকুর রহমান বলেন, দর্শনার্থীদের নিরাপত্তায় গত ঈদের মতো এ ঈদেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা সাধারণ দর্শনার্থীসহ রাজনীতিবিদ দেশের বিশিষ্টদের নিরাপত্তার ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সতর্ক রয়েছে। সে লক্ষ্যে আমাদের টুরিস্ট পুলিশ টিমের সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঘুরতে আসা দর্শনার্থীরা এখন পর্যন্ত কোন অপ্রীতিকর বা হয়রানিমূলক অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / জামান

শালিখায় খুচরা সার বিক্রিতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ

চিতলমারীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সরকারি প্রণোদনায় বোরো বীজ বিতরণ

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জামায়াতের আমির বদল, নতুন আমির আজিজুর রহমান সরকার স্বপন

স্বচ্ছতা ও নিরপেক্ষতায় অটল মাধবপুর রিপোর্টার্স ইউনিটি

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১,আহত ৪

সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেলেন জামায়াত নেতারা

সাতকানিয়া আংশিক ও চন্দনাইশ: মাথা ব্যাথার কারণ কি এবার সাবেক চেয়ারম্যান জসিম?

ড. মোশাররফ ফাউন্ডেশন কতৃক এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা