ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রিস প্রবাসী


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ১:৩২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এলাকার প্রভাবশালী আপন ভাইয়ের হামলা ও হুমকি-ধমকিতে প্রাণভয়ে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রিস প্রবাসী কাজী রাজু (কামিল) নামে ভুক্তভোগী এক রেমিট্যান্স যোদ্ধা।  তিনি টুঙ্গিপাড়া থানার কেড়াইল কোপা গ্রামের মৃত তাহের আলী কাজীর ছেলে। এ অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন ভুক্তভোগী কাজী রাজু। বুধবার (১৩ জুলাই ) দুপুরে প্রেসক্লাব টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

কাজী রাজু অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে ও খরিদ মূলে আমার মালিকানাধীন জমির পরিমাণ ৩ শতক। সেখানে আমি বসতবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার লক্ষ্যে কাজ শুরু করছিলাম। এ অবস্থায় আমার ওই সম্পত্তি জবরদখল করতে পরিবার-পরিজনসহ আমাকে উচ্ছেদ করতে প্রভাবশালী আমার আপন ভাই নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত কিছুদিন পূর্বে প্রকাশ্য দিবালোকে আমার আপন ভাই টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী দেলোয়ার হোসেন দিলু, কাজী জামির, কাজী জালাল, তার স্ত্রী চায়না বেগম ও তাদের দলবল দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমি তাদের অস্ত্রের আঘাতে আহত হই। পরে স্থানীয়রা আমাকে বেহুঁশ অবস্থায় নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান এবং আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছি। এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযুক্ত ব্যক্তি কাজী দেলোয়ার হোসেন দিলু ও কাজী জামিরের করা অত্যাচারের বিষয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তোভোগী কাজী রাজু (কামিল)। তিনি বলেন, নিরাপত্তার কারণে আমার পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে রাখতে বাধ্য হয়েছি। এমনকি পবিত্র ঈদুল আজহাও আমি উদযাপন করতে পারিনি।

তিনি আরো বলেন, আমি জীবিকা নির্বাহের তাগিদে গ্রিসে প্রবাস জীবনযাপন করি। কিন্তু এহেন পরিস্থিতিতে আমার পরিবার-পরিজনের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় আমি আমার কর্মস্থল গ্রিসেও যেতে পারছি না। ফলে বর্তমানে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হতাশার জীবনযাপন করছি‌।

এ পরিস্থিতিতে কাজী রাজু পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সম্পত্তি রক্ষাসহ নিরাপত্তা লাভের জন্য প্রধানমন্ত্রীসহ টুঙ্গিপাড়ার স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা চেয়েছেন।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অভিযুক্ত টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী দেলোয়ার হোসেন দিলু প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেন এবং এগুলো বানোয়াট ও মিথ্যা কথা বলে আখ্যায়িত করেন। কথোপকথনের একপর্যায়ে সাংবাদিকদেরও হুমকি দেন টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী দেলোয়ার হোসেন দিলু।

জামান / জামান

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শীতে হলুদে মোড়া ভূরুঙ্গামারী: সরিষা ক্ষেতে রঙিন গ্রামবাংলা

নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি’

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত