বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ঝুঁকিতে ২৫ হাজার মানুষের চলাচল
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। সেতুটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাবনাপাড়া হয়ে প্রবাহিত সানিয়াজান নদীতে নির্মিত হলেও এই একমাত্র পথ হয়ে দহগ্রাম ও কুচলিবাড়ী ইউনিয়নের বাসিন্দারা চলাচল করছেন ঝুঁকি নিয়ে। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, ভারতের কুচবিহার রাজ্যের মেখলিগঞ্জ হয়ে আসা সানিয়াজান নদীটি বাংলাদেশের পানবাড়ী গ্রাম হয়ে প্রবেশ করে। কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামের পাবনাপাড়া এলাকা প্রবাহিত অংশে ১৯৮৭-৮৮ সালে বেইলি ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে নির্মাণ করে সরকার। কিছুদিন আগে একটি কৃষিপণ্যভর্তি ট্রাক সেতুর উপর দিয়ে দহগ্রাম থেকে পাটগ্রাম উপজেলা সদরে নিয়ে যাওয়ার সময় বিকট শব্দে লোহা ও স্টিলের তৈরি বেইলি ব্রিজটির রেলিং পিলারের নাট-বল্টু ছুটে গিয়ে রেলিং ভেঙে পড়ার উপক্রম হয় এবং পাটাতন (ডেকিং) সরে যায়। এ সময় ট্রাকটি মারাত্নক ঝুঁকিপূর্ণ অবস্থায় পণ্য নিয়ে পার হলেও পরবর্তীতে ভারী যানবাহন চলাচলের অনুযোগী হয়ে পড়ে ব্রিজটি।
এ সেতু ও সড়ক পথ দিয়ে ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশি ভূখণ্ড দহগ্রাম এবং নিকটবর্তী কুচলিবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের বিকল্প কোনো সড়ক বা এ নদীর উপর সেতু না থাকায় মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজনসহ অন্যান্য যানবাহন। চলমান বর্ষা মৌসুমে সেতুটি একেবারে চলাচলের অনুপযোগী হলে সাধারণ মানুষের কষ্টের অন্ত থাকবে না বলে এলাকার লোকজন জানান।
দহগ্রাম ইউনিয়নের জনসাধারণের চলাচলে ও পণ্য পরিবহনে বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ সেতুর অপর অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল করছে।
দহগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার মাহাবুল আলম (৩৮) বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কৃষিপণ্য পারাপার করতে পারছেন না তারা। অতিদ্রুত সেতুটি মেরামত করা উচিত। যদি এটি ভেঙে পড়ে তাহলে আমাদের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হবে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, সেতুটি কুচলিবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় সানিয়াজান নদীর উপর নির্মিত হলেও ভারতের অভ্যন্তরে আমাদের দহগ্রাম ইউনিয়নে আসা ও যাওয়ার একমাত্র সড়ক এটি। সেতুটি কিছুদিন আগে নাট-বল্টু ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে প্রতিদিন সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকের কৃষিপণ্যসহ সাধারণ লোকজন বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করছেন। আমরা আতঙ্কের মধ্যে আছি। কখন যে সেতুটি ভেঙে চলাচল বন্ধ হচ্ছে। সেতুটি দুই ইউনিয়নের বাসিন্দারা ব্যবহার করেন। দ্রুত সেতুটির সংস্কার করা প্রয়োজন।
এ ব্যাপারে জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, সেতুটি ভেঙে গেছে শুনেছি। খোঁজ নিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক