ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

১৫ টাকার পানি ৫০ টাকা, যাত্রীদের অসহায়ত্বের সুযোগে খাবারেও নৈরাজ্য


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২২ বিকাল ৬:৪

ঈদুল আজহার ছুটির দিন থেকেই টাঙ্গাইল-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অসাধু মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ন্য কিছুতেই কমছে না। অসহনীয় গরম ও তীব্র যানজটে আটকে পড়া যাত্রীদের কাছে একটি বোতলজাত আধা লিটার পানির দাম ১৫ টাকা থাকলেও তা বিক্রি করছে ৪০-৫০ টাকায়। আবার প্লাস্টিকের প্যাকেটে একটি ডিম ও কয়েক মুঠো ভাত বিক্রি করছে ৮০-১০০ টাকা।

প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করে কর্মস্থলে যাওয়ার পথে মহাসড়কে যানজটের কবলে পড়ে দুর্ভোগ পৌঁহাতে হয় উত্তরবঙ্গ থেকে আসা ঢাকামুখী মানুষদের। আর অসাধু মৌসুমি ব্যবসায়ীরা যাত্রীদের অসহায়ত্বের সুযোগে কয়েকগুণ অতিরিক্ত দামে পণ্য বিক্রিতে মেতে উঠেছে। 

সরেজমিন শনিবার (১৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু রেলস্টেশন ও টোলপ্লাজা এলাকাজুড়ে ঘুরে দেখা যায়, স্থানীয় অসংখ্য মৌসুমি পানি ও খাবার ব্যবসায়ী যানজটে আটকে থাকা যাত্রীদের কাছে অতিরিক্ত দামে পানি বিক্রি করছে, আবার খাবারেও অতিরিক্ত দাম নিচ্ছে।

এদিকে, কিছু অসাধু ব্যক্তি টিউবওয়েলের পানি বোতলজাত করে ফ্রিজে রেখে পানি ঠাণ্ডা করে অবাধে বিক্রি করছে এমন চিত্রও লক্ষ্য করা যায়। এসব ব্যক্তি গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখলে পালিয়ে যায়। পরে আবার তারা পুনরায় ওই টিউবওয়েলের পানি বিক্রি শুরু করে।

যানজটে আটকে থাকা পোশাককর্মী রোজিনা বেগমের সাথে কথা হলে তিনি জানান, সেতু পূর্ব টোলপ্লাজা পার হয়ে খোলা পিকআপে প্রায় ৩০ মিনিট আটকেছিলাম। এ সময় তীব্র গরমে কোলের শিশুটি তৃষ্ণায় ছটফট করছিল। পরে স্থানীয় এক লোকের কাছ থেকে ১৫ টাকার পানি ৫০ টাকায় কিনেছি।

তার সাথে থাকা পোশাককর্মী রুবিয়া বেগম বলেন, ঈদে বাড়ির ফেরার পথেও অনেক কষ্ট করতে হয়েছে। ঢাকা ফেরার পথেও একই অবস্থা। একদিকে অতিরিক্ত গরমে অতিষ্ঠ জীবন, আরেকদিকে যানজট। এরমধ্যে তীব্র দাবদাহে গলা শুকিয়ে কাঠ হচ্ছে। এখানে পানি বিক্রির নামে দিনে-দুপুরে ডাকাতি করছে আমাদের থেকে। 

রিকসাচালক রহমান মিয়া বলেন, নাটোর থেকে কর্মস্থল ঢাকা যাচ্ছিলাম। পথিমধ্যে আমাদের বাসটি সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর পৌঁছলে বিকল হয়ে যায়। বাসটি মেরামতের কাজ চলছে। সন্তানদের নিয়ে রেললাইনের পাশে বসে রয়েছি। এখানে এক ব্যবসায়ীর কাছ থেকে খাবার কিনতে গিয়ে পড়ি বিপাকে। ৩০ টাকার খাবার নিচ্ছে ১০০ টাকা।

স্থানীয় মৌসুমি ব্যবসায়ী শফিক ও কাদের বলেন, ঈদে মোকামে পানির সংকট। সেখান থেকে বেশি দামে পানি কিনে আনতে হয়েছে। তাই আমরা অতিরিক্ত দামে পানি বিক্রি করছি। সব জিনিসের দাম বেশি হওয়ায় খাবারের দামও বেশি নেয়া হচ্ছে।

টিউবওয়েলের পানি বোতলজাত করে বিক্রির বিষয়টি স্বীকার করে তারা আরো বলেন, কিছু কিছু ব্যক্তি এমনটা করছে। 

এসব মৌসুমি ব্যবসায়ী শুধু পানি ও খাবার বিক্রি করেই দিনে ৬-৮ হাজার টাকা আয় করছে। মহাসড়কে পানি ও খাবারের পাশাপাশি আমরা, বাদাম, ঝাল চানাচুর, কলা, রুটি, শসা, পেঁয়ারাও বিক্রি করছে। এতে স্থানীয়রা লাভবান হচ্ছে অনেকটা। এসব পণ্য বিক্রিতে অংশ নিচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও।

অতিরিক্ত দামে পণ্য বিক্রি ব্যাপারে মহাসড়কে দায়িত্বে থাকা বঙ্গবন্ধু সেতু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জিলকদ জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমরা পুলিশ সদস্যরা হিমশিম খাচ্ছি। পানি ও খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিক্রির বিষয়ে তদারকি করার সুযোগ থাকে না।

জামান / জামান

নওগাঁয় টোলমুক্ত ফুলকপির হাট

কোনাবাড়ীতে উচ্ছেদকৃত জমি পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ঈশ্বরদীর ইতিহাসে রেলওয়ের প্রথম গণশুনানী অনুষ্ঠিত

মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাঁশখালীর গণ্ডামারা আশরাফ আলী সড়কের বেহাল দশা, কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

শিবচর এক্সপ্রেসওয়েতে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই: তথ্য প্রযুক্তির সহায়তায় তিন সদস্যের ডাকাত চক্র গ্রেফতার

কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমবেশ অনুষ্ঠিত

শতকোটি টাকার দুর্নীতির বিষয়ে যা বললেন নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন

তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি

বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

হাতিয়ায় স্প্রে পার্টির প্রধান শামীম অস্ত্র সহ গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় সুপারী জব্দ

শালিখায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান