ব্যক্তিগত গাড়ি রাখার ঝামেলার বদলে বেছে নিন ঝামেলামুক্ত রাইড

ব্যক্তিগত গাড়ি রাখার বিলাসিতা অনেকের পক্ষেই দেখানো সম্ভব হয় না। ব্যক্তিগত গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ট্যাক্স, ফিটনেস, চালক ও পেট্রোলসহ বিভিন্ন খাতে প্রচুর খরচ হয়। এতে জীবনে যোগ হয় বাড়তি ঝামেলা। তাছাড়া, প্রতি বছর যানবাহনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানজট ও ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অফিস হোক বা পারিবারিক কোনো অনুষ্ঠান হোক, প্রয়োজনের সময় আমাদের উপস্থিত থাকতেই হয়। এই সময় আমাদের যাতে দুর্ভোগে পড়তে না হয়, তা নিশ্চিত করছে উবার বাংলাদেশ। লাখো মানুষ প্রতিদিন বিভিন্ন কারণে উবার ব্যবহার করেন। এই সার্ভিস আমাদের জীবনকে আরও সহজ ও উন্নত করেছে। আপনি একা ভ্রমণ করুন বা দল বেঁধে, উবারের নানা রকম সার্ভিসের মধ্য থেকে আপনার পছন্দমতোটি বেছে নিন। এর ফলে যাতায়াত এখন আরও নিরাপদ, আরও সহজ।
বর্তমানে বাংলাদেশের ২০টি শহরে উবারের কার্যক্রম চলমান রয়েছে। ৫০ লক্ষের বেশি মানুষকে আয়ের সুযোগ করে দিয়েছে কোম্পানিটি। জীবন এমনিতেই অনেক জটিল, তাই যাতায়াত সংক্রান্ত চাপ এড়াতে উবার আছে আপনার পাশে। আপনার দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন মেটাতে উবারের আছে নানা ধরনের সার্ভিস, যেমন উবার মটো, উবার সিএনজি, উবার এক্স, উবার প্রিমিয়ার, উবার এক্সএল, উবার রেন্টাল, উবার রেন্টাল এক্সএল, উবার ইন্টারসিটি এবং উবার ইন্টারসিটি এক্সএল। আপনার পছন্দের সার্ভিসটি বেছে নিন, গন্তব্য নির্ধারণ করুন, এরপর স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ভাড়া দেখানো হবে। এর ফলে আপনাকে ভাড়া নিয়ে দর কষাকষিও করতে হবে না।
রাস্তায় আসা-যাওয়া করতে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হতো ব্যাংক কর্মচারী সাদিয়া করিম চৌধুরীকে। এখন উবার তার জীবনের একটা অংশ হয়ে গেছে। তিনি বলেন, “উবার আমার জীবন অনেক সহজ করে তুলেছে। আমার চলাফেরা করতে এখন আর কোনো সমস্যা হয় না। যেকোনো সময়, যেকোনো দরকারে বের হতে হলে উবারই আমার ভরসা। প্রতিদিন উবার মটো করে আমি অফিসে যাই। উবার ইন্টারসিটি চড়ে এই ঈদে আমি বাড়ি গেছি। পরিবারের সবাই মিলে কক্সবাজার বেড়াতে যাওয়ার জন্য আমি বেছে নিয়েছিলাম উবার রেন্টাল এক্সএল। আঙ্গুলের একটা ট্যাপের মাধ্যমেই আমি গাড়ি পেয়ে যাচ্ছি, তাই গাড়ি কেনাটাকে আমার একটা বাড়তি ঝামেলা বলে মনে হয়।”
সাদিয়ার মতো লাখ লাখ মানুষ উবার ব্যবহার করেন, যা তাদের জীবনকে সহজ করে তুলেছে। উবার ব্যবহার করে আপনি যেখানে খুশি যেতে পারেন। ঝামেলামুক্ত ও নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে উবার আপনার জন্য সেরা সমাধান।
সাদিক পলাশ / সাদিক পলাশ

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে

আধ্যাত্মিকর যাত্রা পথে সুফি মেডিটেশন এর গুরুত্ব

খাজা ওসমান ফারুকীর কুরআন দর্শন

খাজা ওসমান ফারুকীর সুফি তত্ত্বের নিদর্শন

'আরএনএস রাজিম একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার গল্প'

প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন আজ
