সাতক্ষীরায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

সাতক্ষীরায় চতুর্থ দফার সাত দিনের লকডাউনের ষষ্ঠ দিন চলছে। এদিকে সাতক্ষীরায় সংক্রমণ হার কিছুটা কমলেও বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৮৬ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮৫ জন।
বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮১৬ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৮৫ জন। এদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ। দুজন আইসিইউতে আছেন। সাতক্ষীরার বেসরকারি হাসপাতালসমূহে ভর্তি ১৫৪ জনের মধ্যে ১৭ জন পজিটিভ। বাকিরা তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৪০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় দুজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরায় মেডিকেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। করোনায় মৃত ব্যক্তির বাসা সাতক্ষীরা সদরে। অন্যদিকে খুলনা গাজী মেডিকেলে সাতক্ষীরার একজন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যবরণ করেছেন ৭০ জন।
এদিকে, চতুর্থ দফা চলমান লকডাউনের ষষ্ঠ দিনও (২৭তম দিন) চলছে হেলাফেলাভাবে। লকডাউনের নামে সড়কে যেন তামাশা চলছে। ভারী যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট-বাজারগুলোতেও ভিড় লক্ষণীয়। তবে বেলা ১১টার পর সব দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেড মানছে না কেউ। লকডাউনের মধ্যে মানুষ নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন। ফলে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে শহরের ইজিবাইক, রিকসা, ভ্যান ও মোটরসাইকেলে লোক চলাচল করছে চোখে পড়ার মতো। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
এদিকে সাতক্ষীরায় নাপা, নাপা রেপিড, নাপা এক্সটেন ও নাপা এক্সট্রা- এ ঔষধগুলো পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার।
এমএসএম / জামান

মান্দায় অবৈধ ইট গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় ছাত্র আন্দেলনের সময় দু’ছাত্র হত্যকারী সেই আ.লীগ নেতা সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শ্রীপুরে চার বছরের শিশুর গায়ে সৎ বাবার গরম ছুরির ছ্যাঁকা

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

কবরস্থান থেকে পাথর উত্তোলন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ
