ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:৮

সাতক্ষীরায় চতুর্থ দফার সাত দিনের লকডাউনের ষষ্ঠ দিন চলছে। এদিকে সাতক্ষীরায় সংক্রমণ হার কিছুটা কমলেও বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৮৬ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮৫ জন।

বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮১৬ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৮৫ জন। এদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ। দুজন আইসিইউতে আছেন। সাতক্ষীরার বেসরকারি হাসপাতালসমূহে ভর্তি ১৫৪ জনের মধ্যে ১৭ জন পজিটিভ। বাকিরা তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৪০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় দুজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরায় মেডিকেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। করোনায় মৃত ব্যক্তির ব‍াসা সাতক্ষীরা সদরে। অন্যদিকে খুলনা গাজী মেডিকেলে সাতক্ষীরার একজন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যবরণ করেছেন ৭০ জন।

এদিকে, চতুর্থ দফা চলমান লকডাউনের ষষ্ঠ দিনও (২৭তম দিন) চলছে হেলাফেলাভাবে। লকডাউনের নামে সড়কে যেন তামাশা চলছে। ভারী যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট-বাজারগুলোতেও ভিড় লক্ষণীয়। তবে বেলা ১১টার পর সব দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেড মানছে না কেউ। লকডাউনের মধ্যে মানুষ নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন। ফলে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে শহরের ইজিবাইক, রিকসা, ভ্যান ও মোটরসাইকেলে লোক চলাচল করছে চোখে পড়ার মতো। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এদিকে সাতক্ষীরায় নাপা, নাপা রেপিড, নাপা এক্সটেন ও নাপা এক্সট্রা- এ ঔষধগুলো পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত