ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:৮

সাতক্ষীরায় চতুর্থ দফার সাত দিনের লকডাউনের ষষ্ঠ দিন চলছে। এদিকে সাতক্ষীরায় সংক্রমণ হার কিছুটা কমলেও বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৮৬ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮৫ জন।

বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮১৬ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৮৫ জন। এদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ। দুজন আইসিইউতে আছেন। সাতক্ষীরার বেসরকারি হাসপাতালসমূহে ভর্তি ১৫৪ জনের মধ্যে ১৭ জন পজিটিভ। বাকিরা তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৪০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় দুজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরায় মেডিকেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। করোনায় মৃত ব্যক্তির ব‍াসা সাতক্ষীরা সদরে। অন্যদিকে খুলনা গাজী মেডিকেলে সাতক্ষীরার একজন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যবরণ করেছেন ৭০ জন।

এদিকে, চতুর্থ দফা চলমান লকডাউনের ষষ্ঠ দিনও (২৭তম দিন) চলছে হেলাফেলাভাবে। লকডাউনের নামে সড়কে যেন তামাশা চলছে। ভারী যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট-বাজারগুলোতেও ভিড় লক্ষণীয়। তবে বেলা ১১টার পর সব দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেড মানছে না কেউ। লকডাউনের মধ্যে মানুষ নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন। ফলে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে শহরের ইজিবাইক, রিকসা, ভ্যান ও মোটরসাইকেলে লোক চলাচল করছে চোখে পড়ার মতো। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এদিকে সাতক্ষীরায় নাপা, নাপা রেপিড, নাপা এক্সটেন ও নাপা এক্সট্রা- এ ঔষধগুলো পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার।

এমএসএম / জামান

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও

ঝিনাইদহে ভাঙা রাস্তা মেরামতে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের বিশেষ উদ্যোগ