সাতক্ষীরায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু
সাতক্ষীরায় চতুর্থ দফার সাত দিনের লকডাউনের ষষ্ঠ দিন চলছে। এদিকে সাতক্ষীরায় সংক্রমণ হার কিছুটা কমলেও বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৮৬ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮৫ জন।
বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮১৬ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৮৫ জন। এদের মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ। দুজন আইসিইউতে আছেন। সাতক্ষীরার বেসরকারি হাসপাতালসমূহে ভর্তি ১৫৪ জনের মধ্যে ১৭ জন পজিটিভ। বাকিরা তাদের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৪০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় দুজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরায় মেডিকেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। করোনায় মৃত ব্যক্তির বাসা সাতক্ষীরা সদরে। অন্যদিকে খুলনা গাজী মেডিকেলে সাতক্ষীরার একজন করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যবরণ করেছেন ৭০ জন।
এদিকে, চতুর্থ দফা চলমান লকডাউনের ষষ্ঠ দিনও (২৭তম দিন) চলছে হেলাফেলাভাবে। লকডাউনের নামে সড়কে যেন তামাশা চলছে। ভারী যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট-বাজারগুলোতেও ভিড় লক্ষণীয়। তবে বেলা ১১টার পর সব দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেড মানছে না কেউ। লকডাউনের মধ্যে মানুষ নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন। ফলে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে শহরের ইজিবাইক, রিকসা, ভ্যান ও মোটরসাইকেলে লোক চলাচল করছে চোখে পড়ার মতো। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
এদিকে সাতক্ষীরায় নাপা, নাপা রেপিড, নাপা এক্সটেন ও নাপা এক্সট্রা- এ ঔষধগুলো পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার।
এমএসএম / জামান
কুলাউড়ায় রাস্তায় রাখা ধানের কারণে দুর্ঘটনায় দুই ভাই নিহত
জস্থলীতে গণজোয়ারের সিক্ত ২৯৯ আসন বিএনপি মনোনীত এমপি প্রাথী : প্রধান অতিথি :এ্যাড দীপেন দেওয়ান
কুড়িগ্রামে এনটিভির শীতবস্ত্র পেল শীতার্তরা
কুমিল্লায় জাতীয় ভ্যাট দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানার নবাগত ওসি আছলাম আলীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
সরিষাবাড়িতে বেগম রোকেয়া দিবস ও দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
রায়গঞ্জে অবৈধ টপসয়েল উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুকুর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ!
কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে বিসিআইসি কর্তৃক অনুমোদিত দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু