ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

সীমান্তবর্তী বাঘা করোনার উচ্চ ঝুঁকিতে, ভয়ে ট্রেস্ট করাছেন না অনেকে


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:১২
রাজশাহীর বাঘায় বাড়ছে জ্বরের প্রাদুর্ভাব। উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে পরিবারের সবাই। এরমধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। আশঙ্কাজনক হারে জ্বরের রোগী বেড়ে যাওয়ায় জনসাধারণের মাঝে করোনাভীতি ছড়িয়ে পড়ছে। বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যাও। করোনা আক্রান্তের ভয়ে অনেকে ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে গোপনে নিজের মতো করে ওষুধ কিনে চিকিৎসা নিচ্ছেন।
 
মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় শত শত মানুষের প্রাণ গেলেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন সাধারণ মানুষ। ভারতীয় সীমান্তবর্তী বাঘা উপজেলায় ঘরে ঘরে সর্দি-কাশি ঢুকে গেলেও ভয়ে করোনা টেস্ট করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে না এই এলাকার সাধারণ জনগণ। 
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম নিজ অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে পালস অক্সিমিটার এবং অক্সিজেন থেকে শুরু করে করোনা পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাসহ যন্ত্রাংশ দান করেছেন জনসাধারণের জন্য। এখন স্বাস্থ্য কেন্দ্রে সকল প্রকার সুযোগ-সুবিধা থাকলেও করোনার আতংকে সেবা নিতে আসছে না অনেকে। এতে  উদ্বিগ্ন চিকিৎসকরাসহ সমাজের সচেতন মহল।
 
এক অনুসন্ধানে জানা গেছে, এই মুহূর্তে সারাদেশে করোনার যে পরিস্থিতি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ভারতীয় সীমান্তবর্তী রাজশাহী অঞ্চল। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, নঁওগা, নাটোর এবং চারঘাট, বাঘায় এর ভয়াবহতা লক্ষ্য করা গেছে সবচেয়ে বেশি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহীতে একদিনে গত (২৯ জুন) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ২৫ জন।
 
এদিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গছে, গত বছরের ৬ এপ্রিল থেকে এ পর্যন্ত বাঘায় করোনা পরীক্ষা করা হয়েছে দেড় হাজার মানুষের। এরমধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জনে। এদের মধ্যে অনেকেই মারা গেছেন আবার কেউ কেউ করোনায় আক্রান্ত হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বাঘায় গত ৭ দিনে ৩৯৫ জনের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ধরা পড়েছে ১০৫ জনের। আবার অনেকেই উপসর্গ বোঝার পরও নমুনা পরীক্ষা করছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে উৎকণ্ঠা প্রকাশ করেছেন খোদ চিকিৎসকসহ সমাজের সচেতন মহল।
 
তাদের মতে, করোনা পরীক্ষার জন্য জনসচেতনতা খুবই প্রয়োজন। একজন মানুষের শারীরিক অবস্থা বুঝে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করা উচিত। কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। ফলে মহামারী করোনায় প্রতিদিন রাজশাহী অঞ্চলসহ দেশব্যাপী আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ।
 
ডাক্তারদের মতে, এটি এখন বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম, যার কালো থাবায় আজ টালমাটাল সারা পৃথিবী। মহামারী এই করোনার কাছে ধনী-গরিব, ছোট-বড় সবাই যেন অপরাধী। সবাইকে আক্রমণ করছে এই রোগ, যার ছোবল থেকে রক্ষা পাচ্ছে না দুগ্ধজাত শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতা।
 
জনগনকে সচেতন করতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য প্রতিনিয়ত মাইকিংসহ নিয়মিত টহল দিচ্ছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। তবে ভারতীয় সীমান্তবর্তী বাঘা উপজেলা হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি এবং গলাব্যথা নিয়ে অনেকে বাড়িতে বসে চিকিৎসা নিলেও তারা স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা করতে আগ্রহী হচ্ছেন না।
 
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ বলেন, তুলনামূলকভাবে এখানে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি জনসাধারণকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরিধান করাসহ প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে না আসার নির্দেশ দিচ্ছেন।
 
তিনি আরো বলেন, রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা (চারঘাট-বাঘা) থেকে নির্বাচিত সাংসদ সদস্য বর্তমান সরকারের পররাষ্ট্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম নিজেস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় জিনিসপত্রসহ রোগীদের জন্য ৩০টি পালস অক্সিমিটার দিয়েছেন। এই যন্ত্রটির কাজ হলো রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা। এছাড়াও জরুরি রোগীদের জন্য তিনি ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
 
তার মতে, করোনা রোগীদের চিকিৎসার জন্য বর্তমানে বাঘা উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সে সব ধরনের ব্যবস্থা আছে। এখন শুধু প্রয়োজন এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য জনসচেতনতা।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা