ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মান‌বিক মানুষ হওয়ার আহবান পু‌লিশ কর্মকর্তার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৫:১২

ঢাকার সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাকারিয়াস দাস সু-কর্মে সাফল্য অর্জন করেছেন। তার নামটি সাভার বাসি সহ সর্বমহলে ব্যাপক সাড়া ফেলেছে।কথায় নয় মানবিক মূল্যবোধ সম্পন্ন মহৎ কাজের মাধ্যমে স্তরে স্তরে মানবিকতার অনন্য উদাহরণ গড়েছেন তিনি । যা ইতিমধ্যে মিডিয়ার কল্যাণে সকলেই জানেন।

আরও মানবিক কাজের পরিকল্পনা রয়েছে এই মহৎ মানুষটির। তা জেনে সচেতন নাগরিক সমাজ মহান সৃষ্টিকর্তার কাছে এই পুলিশ কর্মকর্তার দীর্ঘায়ু কামনা করেছেন। প্রশাসনিক কাজের পাশাপাশি মানবিক কর্মে নিয়োজিত থেকে দৃষ্টান্ত স্থাপনকারী পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাসের কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি দৈনিক সকা‌লের সময়‌কে বলেন, স্বার্থ বা লোভ কখনোই একটি জাতিকে কল্যাণ এনে দিতে পারে না। মানুষ হয়ে পৃথিবীতে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। সৃ‌ষ্টিকর্তার এই অপরূপ সৌন্দয‌্য এবং মানু‌ষের দ্বারা সৃ‌ষ্টি কৃ‌ত্তিম সৌন্দয‌্য এই দু‌টো উপ‌ভোগ করার অ‌ধিকার শুধু মানু‌ষের জ‌ন্যে। কিন্তু মানু‌ষের সুন্দর মননশীলতাই সৌন্দয‌্য উপ‌ভোগ করার প্রকৃত স্বাদ পে‌তে পা‌রে। কারন মানুষই সৃষ্টির সেরা জীব।

তিনি বলেন, পৃথিবীতে মানুষের এত মূল্য থাকা সত্ত্বেও মানুষ তার স্বাভাবিক আচরণের বিপরীতে গিয়ে মাঝেমধ্যে মানুষ মানু‌ষের সা‌থে বৈরী আচরণ করে। ফলে সৃষ্টি হয় ব্যক্তির সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব, ব্যক্তির সঙ্গে পরিবার, সমাজ, দেশ এবং বৃহদার্থে গোটা মানব সমাজের দ্বন্দ্ব। এক পর্যায়ে তৈরি হয় ভয়ংকর যুদ্ধক্ষেত্র, সৃষ্টি হয় গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, বিশ্বযুদ্ধের মতো বড় বড় মরণঘাতী ঘটনা। প্রাণ হারায় নিরীহ সাধারণ মানুষ। মানুষের আর্তচিৎকারে যেন ভেঙে পড়ে আকাশ, গোটা পৃথিবীটা যেন ছেয়ে যায় অন্ধকারে। মানুষ হারায় তার নিজস্ব স্বকীয়তা। যুদ্ধ নামক মরণঘাতী সর্বনাশা এই কলঙ্কই জীবন‌কে ক‌রে তো‌লে বিকলাঙ্গ। পৃথিবীটা যেন হারিয়ে ফেলে তার সৌন্দর্যের ঐশ্বর্য। মানুষের বসবাসের জন্য পৃথিবীটা হয়ে যায় আগু‌নের স্পু‌লিঙ্গ।

মাকারিয়াস দাস আরও বলেন, পৃথিবীর মধ্যে এই পরিবেশ সৃষ্টির জন্য আমরা মানুষই দায়ী! কিন্তু কেন? পর্যালোচনা করলেই দেখা যায়, সমাজ ও দেশের মধ্যে যে অনিয়ম, দুর্নীতি, অরাজকতা, ধর্ষণ, মারামারিসহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটে, তার নেপথ্যে লুকা‌য়িত থা‌কে স্বার্থ এবং লোভ।
কিছু দুস্কৃ‌তিকা‌রি লোক মি‌জে‌দের স্বার্থকে প্রাধান‌্য দি‌য়ে সত‌্য এবং বাস্তবতা‌কে পি‌ছে ফে‌লে রে‌খে মিথ‌্যা এবং অহ‌মিকার প‌থে নি‌জে‌কে প্রতি‌ষ্ঠিত করার মান‌ষিকতা নি‌য়ে প‌রিক‌ল্পিতভা‌বে যুবসমাজ‌কে মাদ‌কের রা‌জ্যে ডু‌বি‌য়ে রা‌খে। যার ফলশ্রু‌তি‌তে সমা‌জে হাহাকার বিরাজ ক‌রে। কোথাও যেন শা‌ন্তি মি‌লেনা। শা‌ন্তি মিলা‌তে নি‌জের মন‌কেই প‌রিচ্ছন্ন করা জরুরী।
মানবিক এই পুলিশ কর্মকর্তা বলেন, তাই আসুন আত্মকেন্দ্রিক মনোভাব পরিহার করি, সকলের জন্য নিজেকে নিয়োজিত করি। আমরা মানবিক মানুষ চাই, যারা সমাজকে আলোকিত করবে। মানুষের কল্যাণে মানুষই নি‌য়ো‌জিত থাক‌বে।

এমএসএম / এমএসএম

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল

মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২

ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন

ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা

নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ

জমি বিরোধের জেরে টুঙ্গিপাড়ায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট

গজারিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ