মানবিক মানুষ হওয়ার আহবান পুলিশ কর্মকর্তার
ঢাকার সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাকারিয়াস দাস সু-কর্মে সাফল্য অর্জন করেছেন। তার নামটি সাভার বাসি সহ সর্বমহলে ব্যাপক সাড়া ফেলেছে।কথায় নয় মানবিক মূল্যবোধ সম্পন্ন মহৎ কাজের মাধ্যমে স্তরে স্তরে মানবিকতার অনন্য উদাহরণ গড়েছেন তিনি । যা ইতিমধ্যে মিডিয়ার কল্যাণে সকলেই জানেন।
আরও মানবিক কাজের পরিকল্পনা রয়েছে এই মহৎ মানুষটির। তা জেনে সচেতন নাগরিক সমাজ মহান সৃষ্টিকর্তার কাছে এই পুলিশ কর্মকর্তার দীর্ঘায়ু কামনা করেছেন। প্রশাসনিক কাজের পাশাপাশি মানবিক কর্মে নিয়োজিত থেকে দৃষ্টান্ত স্থাপনকারী পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাসের কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময়কে বলেন, স্বার্থ বা লোভ কখনোই একটি জাতিকে কল্যাণ এনে দিতে পারে না। মানুষ হয়ে পৃথিবীতে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দয্য এবং মানুষের দ্বারা সৃষ্টি কৃত্তিম সৌন্দয্য এই দুটো উপভোগ করার অধিকার শুধু মানুষের জন্যে। কিন্তু মানুষের সুন্দর মননশীলতাই সৌন্দয্য উপভোগ করার প্রকৃত স্বাদ পেতে পারে। কারন মানুষই সৃষ্টির সেরা জীব।
তিনি বলেন, পৃথিবীতে মানুষের এত মূল্য থাকা সত্ত্বেও মানুষ তার স্বাভাবিক আচরণের বিপরীতে গিয়ে মাঝেমধ্যে মানুষ মানুষের সাথে বৈরী আচরণ করে। ফলে সৃষ্টি হয় ব্যক্তির সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব, ব্যক্তির সঙ্গে পরিবার, সমাজ, দেশ এবং বৃহদার্থে গোটা মানব সমাজের দ্বন্দ্ব। এক পর্যায়ে তৈরি হয় ভয়ংকর যুদ্ধক্ষেত্র, সৃষ্টি হয় গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, বিশ্বযুদ্ধের মতো বড় বড় মরণঘাতী ঘটনা। প্রাণ হারায় নিরীহ সাধারণ মানুষ। মানুষের আর্তচিৎকারে যেন ভেঙে পড়ে আকাশ, গোটা পৃথিবীটা যেন ছেয়ে যায় অন্ধকারে। মানুষ হারায় তার নিজস্ব স্বকীয়তা। যুদ্ধ নামক মরণঘাতী সর্বনাশা এই কলঙ্কই জীবনকে করে তোলে বিকলাঙ্গ। পৃথিবীটা যেন হারিয়ে ফেলে তার সৌন্দর্যের ঐশ্বর্য। মানুষের বসবাসের জন্য পৃথিবীটা হয়ে যায় আগুনের স্পুলিঙ্গ।
মাকারিয়াস দাস আরও বলেন, পৃথিবীর মধ্যে এই পরিবেশ সৃষ্টির জন্য আমরা মানুষই দায়ী! কিন্তু কেন? পর্যালোচনা করলেই দেখা যায়, সমাজ ও দেশের মধ্যে যে অনিয়ম, দুর্নীতি, অরাজকতা, ধর্ষণ, মারামারিসহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটে, তার নেপথ্যে লুকায়িত থাকে স্বার্থ এবং লোভ।
কিছু দুস্কৃতিকারি লোক মিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সত্য এবং বাস্তবতাকে পিছে ফেলে রেখে মিথ্যা এবং অহমিকার পথে নিজেকে প্রতিষ্ঠিত করার মানষিকতা নিয়ে পরিকল্পিতভাবে যুবসমাজকে মাদকের রাজ্যে ডুবিয়ে রাখে। যার ফলশ্রুতিতে সমাজে হাহাকার বিরাজ করে। কোথাও যেন শান্তি মিলেনা। শান্তি মিলাতে নিজের মনকেই পরিচ্ছন্ন করা জরুরী।
মানবিক এই পুলিশ কর্মকর্তা বলেন, তাই আসুন আত্মকেন্দ্রিক মনোভাব পরিহার করি, সকলের জন্য নিজেকে নিয়োজিত করি। আমরা মানবিক মানুষ চাই, যারা সমাজকে আলোকিত করবে। মানুষের কল্যাণে মানুষই নিয়োজিত থাকবে।
এমএসএম / এমএসএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা
ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক