ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় গাড়ি-চালক আটকে থাকায় রাজস্ব আয় হতে বঞ্চিত সরকার


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৬:৩৮
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের মাঠে দীর্ঘদিন হতে ভারতীয় পণ্যবাহী ট্রাক আটকে থাকার প্রতিবাদে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ট্রাকচালকরা বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে পণ্য পরিবহনে ধর্মঘট ডাকেন। এতে গত দুদিন ধরে বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি এবং কোনো ট্রাক নেননি। এতে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকায় রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আমদানি-রপ্তানি চালু করতে উভয় দেশের ব্যবসায়ী, কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ শূন্যরেখায় বৈঠক করেছে। 
 
জানা যায়, বাংলাদেশি ব্যবসায়ী/আমদানিকারকদের চাহিদাপত্র (এলসি) অনুযায়ী ভারতের চ্যাংরাবান্ধা থেকে দেড় শতাধিক গাড়ি খাদ্যশস্য (ভুট্টা, গম) নিয়ে প্রবেশ করে। ঈদুল আজহার আগে ৩-৪ জুলাই ট্রাকগুলো আসে বলে জানান একাধিক ট্রাকচালক। আসার পর থেকে বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারক, ব্যবসায়ী, কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের (সিঅ্যান্ডএফ) সাথে যোগাযোগ করেন গাড়ির চালক এবং ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা।
 
ভারতীয় ব্যবসায়ী ও গাড়ির চালকদের অভিযোগ, বাংলাদেশি আমদানিকারক/ব্যবসায়ীরা পণ্য খালাস করার কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় দিনের পর দিন পণ্যবোঝাই ট্রাক নিয়ে বুড়িমারী স্থলবন্দরের মাঠে/ইয়ার্ডে আটকে থাকেন চালকরা। এতে ভারতীয় এসব চালক খাওয়া, থাকা, পোশাক, প্রাকৃতিক চাহিদা নিয়ে মারাত্মক সমস্যায় পড়েন। বেশ কয়েকজন চালক অসুস্থ হয়ে পড়েন। এসব সমস্যার কথা ওপারে (ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর) ট্রাকচালকদের সংগঠন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে জানালে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদের জানালেও পণ্য খালাস হচ্ছে, হবে জানিয়ে সময় পার করায় ওই দেশের (ভারতের) ট্রাক চালক ওনার্স অ্যাসোসিয়েশন গতকাল শনিবার (২৩ জুলাই) থেকে সকল পণ্য পরিবহনে ধর্মঘট ডাকে এবং বুড়িমারী স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি/পরিবহন বন্ধ রাখে। এতে অচল হয়ে পড়ে বুড়িমারী স্থলবন্দর।
 
অচলাবস্থা নিরসনে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বুড়িমারী-চ্যাংরাবান্ধা শূণ্য রেখায় দুই ঘন্টাব্যাপী বৈঠক করে। এ সময় বুড়িমারী স্থলবন্দরের কিছু ব্যবসায়ী ও প্রতিনিধি যোগ দেয়। বৈঠকে ভারতের চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনের কোলকাতা কাস্টমস্ সুপারিনটেনডেন্ট তপন মন্ডল, পংকজ কুমার, সঞ্জয় বিশ্বকর্মা, চ্যাংরাবান্ধা কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের (সিঅ্যান্ডএফ) সাধারণ সম্পাদক ইদু সওদাগর, যুগ্ন সম্পাদক উত্তম সরকার, ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ, ব্যবসায়ী বিকাশ সাহা ভাটু, সঞ্জয় কানু ও বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান, স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন, ব্যবসায়ী রেকায়েত হোসেন লাবু, শাহিনুর রহমান, আব্দুল হাকিম, সুজন আলম প্রমুখ।
 
ভারতের চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনের আমদানি ও রপ্তানিকারক বিকাশ সাহা ভাটু বলেন, ‘প্রায়   ২০-২৫ দিন থেকে ১২৮ টি গাড়ি পণ্য নিয়ে বুড়িমারীতে আটকে আছে। বুড়িমারী স্থলবন্দরের কিছু ব্যবসায়ীকে খুঁজেও পাওয়া যায়না। আপনাদের সমস্যা সমাধানে আমাদেরকে ডকুমেন্ট দিলে আমরা ভারতীয় উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে এনবিআরের নিকট যাবো। আমরা আমদানি-রপ্তানির পক্ষে যদি ব্যবসা হয় তাহলে আমরা সবাই ভালো থাকব।’   
 
ভারতের চ্যাংরাবান্ধা থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালক  কমিজ উদ্দিন বলেন, ‘আমরা ঈদের ৩-৪ দিন আগে পণ্য নিয়ে এসেছি। এখন পযর্ন্ত  এখানেই পড়ে আছি। কেউ কোনো খবর নেয় না। এখানে খেতে, ঘুমাতে, গোসল করতে খুব সমস্যা  কষ্টে আছি। এখানকার ব্যবসায়ী ও আমদানিকারকদের জানালে তাঁরা বলে খালি করা হবে, কিন্তু হয়না। এভাবে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছি।’ 
 
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ‘ভারতীয় পণ্য নিয়ে আসা গাড়ি গুলো খালি না করায় ভারতীয় ট্রাক চালক ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে রাখে। এতে সরকারের কয়েক কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। আমরা স্ব উদ্যোগে আলোচনার ব্যবস্থা করেছি। আলোচনা করা হয়েছে বিকেলে তাঁদের বৈঠক রয়েছে। এখনও চালু হয়নি।

এমএসএম / জামান

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন