ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

কেশবপুরে ফুলকুড়ি খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১১:৪৯

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নেপাকাটি গ্রামে ফুলকুড়ি খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ জুলাই) বিকেলে নেপাকাটি ফুলকুড়ি খেলাঘর আসরের আয়োজন নেপাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৭ সদস্যবিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। 

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ ও সকল শহীদের আত্মার মাগফিরাত কমনা এবং সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করেন।

নেপাকাটি গ্রামের মো. ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং নবগঠিত সংগঠনের সাধারণ সম্পাদক ইউনুস গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ, মধ্যকুল নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি এবং কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও রঙ্গন খেলাঘর আসরের উপদেষ্টা পরেশ চন্দ্র দেবনাথ, কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ প্রমুখ। 

এ সময় অলিয়ার রহমানকে সভাপতি ও ইউনুস গোলদারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ঠ ফুলকুড়ি খেলাঘর আসরের কমিটি ঘোষণা করেন কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী। বক্তব্য রাখেন- নবগঠিত ফুলকুড়ি খেলাঘর আসরের কোমলমতি শিশু শিক্ষার্থী হাসিবুর রহমান, ইমন হোসেন, মাসুদুর রহমান রানা, সোহাগ হোসেন, তামিম হোসেন, শাওন প্রমুখ।

নবগঠিত ফুলকুড়ি খেলাঘর আসরের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাহফুজ হোসেন, আসাদুজ্জাম ও জি,এম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, অর্থ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, সহ-অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক বায়জিদ হোসেন হৃদয়, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাস্টার আলী রেজা, পাঠাগার সম্পাদক রবিউল ইসলাম, চারুকলা বিষয়ক সম্পাদক জাফর কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক বায়েজিদ বোস্তামী, সমাজ কল্যান সহকারী সম্পাদক আলাউদ্দিন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, নাবগঠিত কমিটির সভাপতি অলিয়ার রহমান।

বক্তরা বলেন, এ সংগঠনের মাধ্যমে নেপাকাটি এলাকার শিশুরা খেলাধূলা, গান, কবিতা আবৃতি, অভিনয়, চিত্রাঙ্কনসহ সংস্কৃতিকমনা হয়ে উঠতে পারবে। ফলে এ এলাকার কোমলমতি শিশুরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে। 
 
সম্মেলন শেষে ফুলকুড়ি খেলাঘর আসরের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। 

এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে