ইতালি প্রবাসীর প্রতারণার শিকার নারী : স্ত্রীর স্বীকৃতি পেতে আইনি আশ্রয় নিয়েও ঘুরছে দ্বারে দ্বারে
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামের ইতালি প্রবাসী এক যুবকের প্রতারণার শিকার হয়েছেন এক নারী। স্ত্রীর স্বীকৃতি পেতে ইতালি প্রবাসীর বাড়িতে দুদিন অবস্থানে থাকলেও নির্যাতনের শিকার হয়ে থানা পুলিশে করা হয়েছে অভিযোগ। স্ত্রীর স্বীকৃতি ও সুষ্ঠু বিচারের আশায় ঘুরছেন সমাজপ্রতিদের দ্বারে দ্বারে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপির গবরগাড়া গ্রামে স্ত্রীর স্বীকৃতি চেয়ে ইতালি প্রবাসী আলমগীরের বাড়িতে দুদিন ধরে অবস্থান নিয়ে অনশন করছেন এক নারী। তিনি একই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল করিম ব্যাপারীর মেয়ে। অবশেষে অনশন ভেঙে থানা পুলিশে অভিযুক্ত ইতালি প্রবাসী আলমঙ্গীর হোসেনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া পশ্চিমপাড়ার আব্দুল করিম ব্যাপারীর মেয়ে সাগরিকার (২৪) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের পশ্চিমপাড়ার হারেজ আলীর ছেলে ইতালি প্রবাসী আলমগীর হোসেনের (৩২)। এ প্রেমের সম্পর্কের একপর্যায়ে আলমগীর হোসেন ইতালি থাকা অবস্থায় বিয়ের সিন্ধান্ত নেন। সে সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৯ মে ভিডিও কলের মাধ্যমে ৫০ লাখ টাকা দেনমোহরে সরকারি কাজীর মাধ্যমে তাদের বিয়ে হয়। এরই একপর্যায়ে সাগরিকা জানতে পারেন আলমগীরকে বিয়ে দেয়ার জন্য কনে দেখাশোনার পাশাপাশি বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। এ কথা জানতে পেরে গত ২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমগীরের বিবাহিত স্ত্রীর দাবি নিয়ে তার বাড়ি গিয়ে ওঠেন। সাগরিকার এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ে আলমগীরের পরিবার। এতে তেলেবেগুনে জ্বলে উঠে সাগরিকাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সকল অপমান ও লাঞ্ছনা সহ্য করে স্ত্রীর মর্যাদা পেতে রাত হতে সাগরিকা অবস্থান নেন আলমগীর বাড়িতে। সেই থেকে রাত গড়িয়ে পরদিন বিকেল পর্যন্ত অবস্থানের একপর্যায় আইনের আশ্রয় নিতে দর্শনা থানায় উপস্থিত হন এবং আলমগীরসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরো জানা যায়, আমি একজন বিবাহিত নারী। আমি স্বামীর সংসারে থাকাকালীন মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে একই গ্রামের মাঝপাড়ার হারেজ মিয়ার ছেলে ইতালি প্রবাসী আলমগীরের সাথে। তাদের মধ্যে মোবাইল ফোনে কথোপকথোনের একপর্যায়ে রূপ নেয় প্রেমের সম্পর্কের। এ প্রেমের সম্পর্কের স্বপ্ন বাস্তবায়নে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং স্বামী-সংসার ছেড়ে তাকে বিয়ের করতে আশ্বস্ত করে। যেমন কথা তেমন কাজ। আমি স্বামীকে তালাক দিয়ে তাকে মোবাইল ফোনে ভিডিও কলে শরিয়াহ মোতাবেক ৫০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করি। তাদের বিয়ে হলেও সে বাড়ি না আসা পর্যন্ত তা গোপন রাখার জন্য শর্ত দেয়া হয়। কিন্তু সে শর্তানুযায়ী এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখাশোনা করা ও বিয়ের প্রস্তুতি চলছিল। এমন কথা কানে এলে আমি গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে আলমগীরের অনুপস্থিতে তার বাড়ি উঠি। এরপর ঘটনা আলমগীরের পরিবারকে জানালে তারা তেলেবেগুনে জ্বলে উঠে আমাকে বাড়ি থেকে বের করতে টানা-হেঁচড়াসহ মারধরের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি সকল অপমান ও মারধর উপেক্ষার পর সারারাত ধরে তার বাড়িতে অবস্থান নিয়ে পরদিন বিকেল পর্যন্ত স্ত্রীর মর্যাদা পেতে অবস্থানে অনড় ছিলাম। এমতাবস্থায় বিকেলের দিকে আলমগীরের ভাই সেলিম (২৭), পিতা হারেজ মিয়া (৬২), মা জাহানারা বেগম (৫৫) এবং বোন ফাতেমা খাতুন (২৬) মারধরসহ টেনে-হিঁচড়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় সন্ধ্যায় দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আলমগীরের পিতা হারেজ মিয়া বলেন, আমরা কেউ জানি না আলমগীরের সঙ্গে তার বিয়ে হয়েছে। হঠাৎ করে বৃহস্পতিবার সন্ধ্যার পর আমার ছেলে ইতালি প্রবাসী আলমগীরের স্ত্রীর দাবি নিয়ে বাড়িতে ওঠে। এ কথা শোনার পর যেন মাথায় বাজ পড়ে। তবে সাগরিকার কথার সত্যতা জানা হয়নি আমার ছেলের কাছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু ছেলে বিদেশে থাকায় কোনো সমাধান আমরা করতে পারিনি। তবে সামাজিকভাবে সমাধানের জন্য বলা হয়েছে। এ বিষয়ে আগামী রোববার দর্শনা থানার বসে সামাজিকভাবে মীমাংসার জন্য দুপক্ষ বসবে বলে জানা গেছে।
এমএসএম / জামান
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন
লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল