ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে স্বামী খুন, স্ত্রী আহত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৫:৩৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৭০ বছরের বৃদ্ধ খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের রেলক্রসিং সংলগ্ন আমিন মিয়া বাড়ির নূরুল আমিন (৭০) নামে এক বৃদ্ধকে দুর্বৃত্তরা খুন করে। তার স্ত্রী কামরুন নাহারকে আহত অবস্থায় সকালে পুলিশের সহযোগিতায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এ বিষয়ে পুলিশ প্রশাসন ও প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার দিন সকালে নাওড়া পাটওয়ারী বাড়ি মসজিদের সভাপতি শামছুল আলমের কাছে নিহতের মেজো মেয়ে কল করে জানান বাবার ফোন বন্ধ রয়েছে। ওই সময় শামছুল আলম বাড়িতে গিয়ে দেখেন প্রধান ফটকে তালা মারা। এ সময় তার সাথে থাকা মাহফুজ আলম নামে এক যুবক ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। ঘটনাস্থলে ভবনের জানালা দিয়ে নিহতের স্ত্রীকে আহত অবস্থায় দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান খবর পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার কথা বললে তারা পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করেন। পুলিশ এসে প্রধান ফটকের তালা ভেঙে আহত কামরুন্নাহারকে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করেন। নিহত নূরুল আমিনকে ভবনের ছাদে পাওয়া যায়। ওই সময় তার মুখে পায়ের মোজা ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। এমনকি তার শরীরের বিভিন্ন স্থানে পোকামাকড় দেখা যায়।

স্থানীয়রা জানান, নিহত নূরুল আমিন নাওড়া পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক। প্রায় ৭-৮ বছর পূর্বে বড়ুরা সমাজসেবা কার্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার স্ত্রী একই কার্যালয়ে কর্মরত থেকে ৬ মাস পূর্বে অবসর গ্রহণ করেন। তিন মেয়ে ও এক ছেলে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করেন। অবিবাহিত ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় ছিলেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু শামছুল আলম বলেন, মেজো মেয়ের কল পেয়ে দ্রুত তার বাড়িতে যাই এবং পুলিশকে জানাই।

ছোট মেয়ে মিলি জানান, ২৯ জুন বাবার সাথে কথা হয়। আমার জন্য ব্যাংক থেকে ৩৫ হাজার টাকা উত্তোলন করেছেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে আর ফোনে পাওয়া যায়নি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ‍এই ঘটনায় কাউকে আটক বা সন্দেহ করা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহরাস্তি সার্কেল) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলের সকল আলামত উদ্ধার করা হয়েছে। আশা করছি দ্রুত খুনিদের সন্ধান পাব।

চাঁদপুর জেলা সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে মাথায় আঘাত ও মুখে মোজা পেয়েছি। ছাদের দরজা খোলা ছিল। ঘটনাস্থল পিবিআই, সিআইডি ও ডিবিসহ সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ তদন্ত করেছেন।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত