দিঘলিয়াসহ ২৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসিসহ গণভবন থেকে ভার্চুয়ালি বৃহস্পতিবার(২৮ জুলাই) নব নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি ২০১৪ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনকালে চলমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ৪০ টি উপজেলায় ৪০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১ টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্প ২৪/১১/২০১৫ ইং তারিখে একনেক কর্তৃক অনুমোদিত হয়।
বর্তমানে প্রকল্পটি ১ হাজার ৬’শ ৬৭ কোটি ৭ লক্ষ ৯২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৪০ টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে নির্মিত ২৪ টি উপজেলায় ২৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উদ্বোধন করলেন। অবশিষ্ট ১৬ টির নির্মাণ কাজও অতি দ্রুত সম্পন্ন হবে।
পঞ্চবার্ষিকি পরিকল্পনায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দক্ষতা ভিত্তিক বৈদেশিক কর্মসংস্থানের জন্য ২০২৫ সালের মধ্যে প্রত্যেক উপজেলায় ১টি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের নির্দেশনা রয়েছে।জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে বর্তমানে চলমান ৭০ টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরে ৫৫ টি ট্রেডের পাশাপাশি প্রাক-বহির্গমন ও গৃহকর্মী পেশাসহ প্রায় ৫ লক্ষ ৪৩ হাজার ৮৬৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে ৪০ টিটিসি ও ১ টি আইএমটি স্থাপিত হলে মোট ১০৪ টি টিটিসি এবং ৭ টি আইএমটিসিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এবং মোট প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বছরে ৯ লক্ষে উন্নীত হবে।
ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্ধারিত এসডিজি লক্ষ্যমাত্রা ১০ দশমিক ৭ এর আওতায় কম খরচে নিরাপদ অভিবাসন এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ কর্মী প্রেরণ ৪৩% হতে ৫০% এ উন্নীত হবে। দক্ষ কর্মীগণ বৈদেশিক কর্মসংস্থানে উচ্চ পদমর্যাদায় অধিক বেতনে চাকুরীর সুযোগ পাবেন, যা চলমান রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, আর্থ- সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, খুলনা গণপূর্ত -১ এর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, জেলা কর্মসংস্থান অফিসার, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড.মসিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান, দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ প্রমুখ।
এমএসএম / এমএসএম
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি
ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন