হাবিপ্রবিতে কাল থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

দেশের ইতিহাসে ২য় বারের মতো ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শনিবার (৩০ জুলাই) থেকে।
আগামীকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোতে "এ" ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পর্যায়ক্রমে আগামী ১৩ আগস্ট "বি" ইউনিট ও ২০ আগস্ট "সি" ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য গ্রহণ করা হয়েছে বেশ কিছু সেবামূলক উদ্যোগ।
পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য সকাল ৯.৩০, ১০.০০ ও ১০.৩০ টায় সরকারি কলেজ মোড় থেকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাস যাতায়াত করবে। এছাড়াও আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য ক্যাম্পাসের তিনটি স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সুপেয় পানি ও সুরক্ষা সরঞ্জাম এর ব্যবস্থা থাকবে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের বহন করা গাড়ি রাখার জন্য শেখ রাসেল হল মাঠে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। মেয়ে পরীক্ষার্থী ও মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসি তে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ, পঙ্গু ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি এর সমন্বয়ে টিম কাজ করবে। যেখানে স্ট্রেচার ও ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা থাকবে।
এছাড়াও জরুরী স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক কর্মীগণ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এক বার্তায় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এসে প্রবল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমানের সাথে এ ভর্তি পরীক্ষা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। স্বভাবতই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্য বহন করে। আগামীকালের ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানান। পাশাপাশি তিনি জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
এমএসএম / এমএসএম

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025
Link Copied