যাতায়াতের সড়কের বেহাল দশা, গুচ্ছগ্রামে থাকছে না মানুষ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিস্তা নদীর তীরে অবস্থিত গুচ্ছগ্রামে থাকছে না বরাদ্দ পাওয়া পরিবারগুলো। দীর্ঘদিনের চলাচলের একমাত্র সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার হয়ে চলে যাচ্ছেন এখানকার বাসিন্দারা।
সরকারের ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ওই ইউনিয়নের তিস্তা নদী অববাহিকার বড়বাড়ি এলাকায় ২০১৮ সালে গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ে ক্লাইমেট ভিকটিমস্ রিহ্যাবিলিটেশন প্রজেক্ট (সিভিআরপি) প্রকল্পের আওতায় তিন ধাপে ১৩০টি বসতবাড়ি নির্মাণ করা হয়। বাড়িগুলোতে ভূমিহীন, গৃহহীন, নদীভাঙনের শিকার দরিদ্র পরিবারকে খাস জমিতে পুনর্বাসনের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়। নির্মাণের পর থেকে এ গুচ্ছগ্রামে পুনর্বাসিত পরিবারগুলো যাতায়াতের সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছে।
গুচ্ছগ্রামটিতে পানির জন্য টিউবওয়েল, বৈদ্যুতিক সংযোগ, উন্নত চুলা এবং ঋণ সুবিধা থাকলেও প্রায় পঞ্চাশটি বসতবাড়ির পরিবার জীবন-জীবিকার চাহিদায় অন্যত্র চলে গেছে। দীর্ঘদিনের চলাচলের একমাত্র সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার হয়ে চলে যাচ্ছেন এখানকার বাসিন্দারা। বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে এখানকার বাসিন্দাদের নির্ঘুম রাত পোহাতে হয়।
বসবাসকারীদের মতে, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও তিস্তা নদীর বন্যায় বসতবাড়িগুলোর মাটি ধসে যায়। এতে বেশিরভাগ বাড়ির ঘরগুলোর মেঝের অর্ধাংশ ভেঙে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দহগ্রামের নয়ারহাটগামী পাকা রাস্তা হতে গুচ্ছগ্রাম যাওয়ার প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি বৃষ্টি, বন্যা, খরা/শুষ্ক সব মৌসুমে চলাচলের অনুপযোগী। বর্তমানে বৃষ্টি আর বন্যায় সড়কটির ৮-১০ জায়গায় ভেঙে গেছে। সড়কে কালভার্টটিও ভেঙে গেছে, সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় বেশ কষ্টে চলাচল করেন বাসিন্দারা।
গুচ্ছগ্রামটিতে বসবাসরত পরিবারসমূহ দরিদ্র ও দিনমজুর কাজের সন্ধানে যাওয়া-আসায় প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। দীর্ঘদিনেও একমাত্র চলাচলের সড়টির সংস্কার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন বসবাসরত বাসিন্দারা। এখানে বসবাসরত পরিবারগুলোর সন্তানরা হেঁটে দূরের বিদ্যালয় ও মাদ্রাসায় পড়ালেখা করে।
অপরদিকে তিস্তা নদী প্রতি বছর বন্যায় ভাঙতে ভাঙতে গুচ্ছগ্রামের একদম কাছে চলে এসেছে। নদীর হাত থেকে গুচ্ছগ্রামটিকে রক্ষায় বাঁধ না দিলে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে এটি। নানা সমস্যার কারণে গুচ্ছগ্রামের বসতবাড়ি ছেড়ে যাচ্ছে এখানকার বেশিরভাগ পরিবার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সালে দহগ্রাম-১ গুচ্ছগ্রাম নির্মিত হয়। তিন ধাপে এখানে ১৩০টি বসতঘর নির্মাণ করে পর্যায়ক্রমে ভুমিহীন, গৃহহীন, নদীভাঙনের শিকার দরিদ্র পরিবারসমূহকে বরাদ্দ দেয়া হয়। গুচ্ছগ্রামটি তিস্তা নদীতীরবর্তী ও এখানকার মাটি অধিকাংশ বালুবিশিষ্ট হওয়ায় গুচ্ছগ্রামের ঘরগুলো এবং সড়কটিতে মাটি থাকে না। প্রতি বছর সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। বরাদ্দ পাওয়াসাপেক্ষে কাজ করা হয়।
গুচ্ছগ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ও চান মিয়া বলেন, সরকার আমাদের বসতবাড়ি ও ঘর দিয়েছে, আমাদের বিশাল উপকার হয়েছে। শুরু থেকে গুচ্ছগ্রামে আসা-যাওয়ার রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। বর্ষা ও খরা সব মৌসুমে সমস্যা। রাস্তাটি পাকা করে দিলে আমাদের আসা-যাওয়ার কষ্ট থাকবে না। প্রতি বছর তিস্তা নদীর ভাঙনে কাছ ঘেঁষেছে গুচ্ছগ্রাম। বন্যায় নদীর পানি বাড়লে যে কোনো সময় গুচ্ছগ্রাম নদীতে চলে যাবে। আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, প্রকৃতপক্ষে গুচ্ছগ্রামটির বাসিন্দারা সড়টির কারণে দুর্ভোগে রয়েছেন। অনেকে চলে যাচ্ছেন। রাস্তাটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সংশ্লষ্ট মহলের প্রতি অনুরোধ, সড়কটি যেন দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হয়।’
এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজির হোসেনের বলেন, আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আমি বিষয়টি অবগত নই। বিষয়টি এখন জানলাম। ওই ইউনিয়নের চেয়ারম্যান যদি বিষয়টি জানান তাহলে কথা বলে সড়কটি মেরামতের চেষ্টা করব।
এমএসএম / জামান
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক
কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
Link Copied