ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

দিপু ভূইয়ার ব্যবসায়ীক অফিসে হামলা-ভাংচুর, উত্তেজনা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৬:১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় বিএনপির কার্যকরী পরিষদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর অফিস ও তার মালিকানাধীন মার্কেটের বণিক সমিতির অফিসে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে, বিএনপির দাবি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও যুবমহিলালীগের নেতাকমর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।  বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার ভুলতা এলাকায় ঘটে এ ঘটনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুলতা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
 
প্রত্যক্ষদশর্শীরা ও মার্কেটের দোকানের কর্মচারীরা বলেন, শুনেছি রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ভুলতা এলাকায় বিক্ষোভ মিছিল বের করবে। এমন খবরে উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও মহিলালীগের নেতাকর্মীরা ভুলতা এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিকাল ৩ টার দিকে একদল নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে বণিক সমিতির অফিস ও দিপু ভূঁইয়ার অফিসে অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। 
 
নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ভোলা ছাত্রদলের সহসভাপতি নুরুল আমিন হত্যার বিচারের দাবীতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ভুলতা এলাকায় বিক্ষোভ করার কথা ছিলো। সংঘর্ষের আশঙ্কায় পরে সেই কর্মসূচি বাতিল করা হয়। সম্ভবত এ খবরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, নাজমুল হাসান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, যুবলীগ নেতা আলামিন ও উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পালের নেতৃত্বে  নেতাকর্মীরা ভুলতা এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির কার্যকরী পরিষদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর অফিসে হামলা ও ভাংচুর চালায়। পরে তার মালিকানাধীন গাউসিয়া মার্কেটের ব্যবসায়ি সমিতির অফিস ভাংচুর করে।  
 
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক খোকন বলেন, গাউছিয়া মার্কেট এশিয়ার সর্ববৃহৎ  মার্কেট এটা ব্যবসায়ীক স্থান এটা কোনো রাজনৈতিক জায়গা নয় তাই এখানে ছাত্রলীগ, যুবলীগের অতর্কিত  হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এর সুষ্ঠ বিচার চাই। রূপগঞ্জ উপজেলার সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু বলেন, কোন কারণ ছাড়াই বিএনপি নেতা দিপু ভূঁইয়ার অফিসে ও তার মালিকানাধীন মার্কেটের বণিক সমিতির অফিসে ছাত্রলীগ, যুবলীগ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার নিন্দা ও বিচার কামনা করছি।  
 
থানা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ কিছুই জানেনা। এটা বিএনপির নিজেদের কোন্দলের ঘটনায় ঘটেছে বলে শুনেছি। মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল বলেন, অসম্ভব এটা আমাদের কোন নেতাকর্মীরা করেনি। বরং বিএনপির নেতাকর্মীরা নিজেরা এটা করেছে আওয়ামীলীগের উপড় দোষ চাপানোর জন্য।  
 
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, ভাই আমার জানা নেই। কোন অভিযোগ পাইনি। খবর নিতেছি। ভুলতা ফাঁড়িন ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দায়ের করিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন