ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

লোহাগাড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ৩:৫

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়। ১৯৬৩ সালে তৎকালীন পদুয়ার ইউপি চেয়ারম্যান কালিশংকর দাশ প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যালয়টি। এই বিদ্যালয়ে বর্তমানে দুই হাজারের অধিক ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে টিনের ছাউনিযুক্ত মাটির দেয়ালে নির্মিত ভবনটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। কখন ভেঙে পড়বে তা বলা যায় না। কিন্তু একটি নতুন ভবনের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এই টিনের ঘরে শত শত কোমলমতি শিক্ষার্থীকে পাঠদান করছেন শিক্ষকরা। এমনকি ভবনের বাইরেও ক্লাস নিচ্ছেন তারা।

গতকাল সরজমিন পরিদর্শনকালে দেখা যায়, দেয়ালের বিভিন্ন অংশে ছোট-বড় অনেক ফাটল সৃষ্টি হয়েছে। চালের টিন ও ছাউনি ফুটো হয়ে বৃষ্টির পানি ছিটকে পড়ে শিক্ষার্থীদের গায়ে। ভবনের এমন পরিস্থিতির কারণে অনেক সময় পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষের মধ্যে দেয়াল থেকে মাটি ঝরে পড়ছে শিক্ষার্থীদের গায়ে। ভবনটি ভেঙে যে কোনো সময় ঘটতে পারে ছোট-বড় দুর্ঘটনা। মাটির তৈরি জরাজীর্ণ ভবনটি এখন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন একটি ভবনের জোর দাবি তাদের।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ করিম বলেন, তিনি গত করোনাকালীন সময়ের পর সভাপতির দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর থেক বর্তমানে বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নত হতে চলছে এবং বিদ্যালয়ের চারদিকে সিসি টিভি ক্যামরার আওতায় এনে পরিবেশ শৃঙ্খলার মধ্যে ফিরে এসেছে। তবে একটি নতুন ভবন হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক কমে যাবে এবং শিক্ষার্থীরা নির্ভয়ে লেখাপড়া করতে পারবে।

তিনি আরো বলেন, স্থানীয় সাংসদ ড. আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর আন্তরিক প্রচেষ্ঠায় লোহাগাড়া-সাতকানিয়ার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন আধুনিক ভবন নির্মাণ হচ্ছে। তারই ধারাবাহিকতায় পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ে একটি নতুন ভবনের জন্য এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

শিক্ষার্থীরা বলেন তারা নির্ভয়ে ক্লাস করতে পারছে না। ঝুুঁকিপূর্ণ মাটির দেয়ালে নির্মিত পুরোনো ভবন ধসে পড়ায় ভয়ে ও বর্ষাকালে বৃষ্টিতে তাদের লেখাপড়ায় মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবী বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হউক।

 লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শীঘ্রই নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এমএসএম / জামান

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত