বঙ্গবন্ধুর মাজারে বাংলাদেশ সম্পাদক ফোরামের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’ বুধবার (১০ আগস্ট সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সম্পাদকবৃন্দ বুধবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রওনা হয়ে দুপুর ১২টায় টুঙ্গিপাড়া পৌঁছলে প্রেসক্লাব গোপালগঞ্জেরর সদস্য আহম্মদ আলী খান, মাহমুুদুর রহমান, শামীম, মিরাজ, হাফিজুর ও সৈকত তাদের অভার্থনা জানান।
এ সময় সম্পাদক ফোরামের আহ্বায়ক দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, উপদেষ্টা দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ পোস্ট সম্পাদক শরীফ সাহাব উদ্দিন, দৈনিক সকালের সময়ের সম্পাদক মো. নূর হাকিম, দৈনিক আমাদের অর্থনীতির প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, নির্বাহী পরিষদ সদস্য- দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, দৈনিক মানব কণ্ঠ সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, দৈনিক আলোর সম্পাদক মাহফুজুর রহমান খান বাবু, দৈনিক জনতা সম্পাদক মো. আহসান উল্লাহ, দৈনিক আমার বার্তা সম্পাদক জসীম উদ্দিন, ডেইলি সিটিজেন টাইম সম্পাদক নাজমুল হাসান তৌফিক, শেয়ারবিজ সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক গণমুক্তি সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, দৈনিক সংবাদ সারাবেলা সম্পাদক আব্দুল মজিদ, দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ জামাল, দৈনিক অগ্রসর সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, দৈনিক বাণিজ্য প্রতিদিন সম্পাদক একেএম রাশেদ শাহারিয়ার পলাশ, বাংলাদেশ কণ্ঠ সম্পাদক ফারুক খান, একুশে সংবাদ সম্পাদক হেদায়েতউল্লাহ মানিক, দি ডেইলি কান্ট্রি টুডে সম্পাদক হেমায়েত হোসেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক আয়ান শর্মা, ময়মনসিংহের দৈনিক স্বদেশ খবর সম্পাদক জগদীশ সরকার, সিলেটের দৈনিক মিরর সম্পাদক নূর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি।
শোকাবাহ আগস্টের দশম দিনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দ বাঙালি ও বাংলাদেশি জাতিসত্তার প্রধান রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, এই আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শুধু শোকবহ নয়, আগস্ট মাস বাঙালির ইতিহাসে সবচেয় বড় কলঙ্কজনক। পিতা মুজিব আমাদের কাছে মৃত্যুঞ্জয়ী মুজিব।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং নেতৃবৃন্দকে নিয়ে মাজার, জাদুঘরসহ বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেন।
এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'
