ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মুখ চিনে সরকারি প্রণোদনা দেয়ার অভিযোগ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দামুড়হুাদা কৃষি অফিসারের বিরুদ্ধে প্রান্তিক কৃষকদের সংবাদ সম্মেলন


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১০-৮-২০২২ বিকাল ৫:৩১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও মুখ চিনে সরকারি প্রণোদনা দেয়ার অভিযোগ তুলে বঞ্চিত প্রান্তিক কৃষকরা দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১০ আগস্ট) দুপুর ১টায় দামুড়হুদা প্রেসক্লাবে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রান্তিক কৃষকরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে  বঞ্চিত প্রান্তিক কৃষকরা লিখিত বক্তব্যে বলেন, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ বভিন্ন গ্রামের প্রান্তিক কৃষক । আমরা দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষি ও কৃষক সমাজের উন্নয়নে বর্তমান সরকারের বিনামূল্যে দেয়া বিভিন্ন কৃষি উপকরণের কৃষি প্রদর্শনী চাষসহ প্রণোদনার সুবিধা কোনো প্রকার বরাদ্দ ও সুযোগ-সুবিধা পাই না। কৃষি ও কৃষকের উন্নয়ন-কল্যাণে সরকারের মহতী উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে বলে আমারা কৃষক হিসেবে বুঝতে পেরেছি। আমাদের জানামতে দামুড়হুদা উপজেলার বেশিরভাগ প্রাপ্তিক কৃষক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

তারা আরো বলেন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান তার নিকটাত্মীয় সামসুল ইসলাম মেম্বারকে দামুড়হুদা উপজেলা কৃষক সংগঠন সিআইজির সভাপতি বানিয়ে সরকারের বরাদ্দকৃত কৃষি উপকরণ, প্রণোদনা ও প্রদর্শনী প্লটের বরাদ্দসহ বিভিন্ন কৃষি উপকরণে ব্যাপক অনিয়ম করে আসছেন, যা মাঠপর্যায়ে তদন্ত করলে প্রদর্শনী প্লটে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ধরা পড়বে। কৃষি খাতের উন্নয়নে সরকারের মহতী কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা এ ধরনের কৃষি কর্মকর্তার অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে।

এ এলাকার সরকারি সুবিধাবঞ্চিত কৃষকদের জোর দাবি, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বাস্তবায়িত কৃষি প্রকল্পসমূহ সরজমিন তদন্ত ও প্রকৃত কৃষকরা যাতে সরকারি কৃষি সুবিধা পায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে সম্প্রতি দামুড়হুদা কৃষি অফিসার কর্তৃক সাংবদিক লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও তদন্তপূর্বক শাস্তির দাবি জানাই।

এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুষক জেটের সভাপতি মো. মনোয়ার হোসেন, কৃষক মো. আনিসান তুহিন, মো. শফিকুল ইসলা, মো. মিজানুর রহমান, মো. সাইদুর রহমান, মো. জুনায়েদ হোসেনসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রান্তিক কৃষক ও দামুড়হুদা প্রেসক্লাব ও দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে

সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন

লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ