ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

পাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ৩:৫৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (১৩ আগস্ট) সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ০৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। গুচ্ছ পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয়ে একই সাথে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষার মধ্যদিয়ে তিনটি ধাপের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। পাবনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের বিভিন্ন বাহিনী সর্বাত্বক সহযোগিতা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাড়াও সাংবাদিক, সুশীলসমাজ, রোভার স্কাউট, পাবনার বিভিন্ন সামজিক,  সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলাভিত্তিক ছাত্র কল্যাণ সমিতি, ব্যক্তি উদ্যোগ সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক মনিটরিং করেন। উপাচার্য ও উপ-উপাচার্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, বিশ্ববিদ্যালয় পরিবার, পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  সর্বোপরি পাবনাবাসীর আন্তরিক সহেযাগিতায়  সুন্দর পরিবেশে  পিনপতন নীরবতার মধ্যদিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা বিদ্যুৎ বিভাগসহ পরীক্ষা প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জাতীয়ভাবে ২২টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করলাম। প্রথম দিনের মতো আজও পরীক্ষা খুবই সুন্দর, সুশৃঙ্খল, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,ছাত্র-ছাত্রী,প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সাথে জড়িত সকল মহল, নারী পুলিশ, সর্বোপরি পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দুটি পরীক্ষা সুন্দর শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও জানাচ্ছি। আগামী দিনগুলোতেও আমরা ইতিবাচক ধারা অব্যাহত রাখব ইনশাল্লাহ।

এমএসএম / জামান

হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের প্রশিক্ষণ

পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার

ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে করে রোগী বহন, চরম দুর্ভোগ

কুমিল্লায় জামায়াত আমীরের সমাবেশের ব্যাপক আয়োজন, সেই সাথে সময় পরিবর্তন

লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে নিখোঁজ মাদারীপুরের ১০ যুবক

অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো

ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা,

১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ

গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা