ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাভারে সাংবাদিক সোহেল রানাকে প্রকাশ্যে হত্যাচেষ্টা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১২:৩২

সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্য পুলিশের হাতে গ্রেফতারের সংবাদ ও সাংবাদিকদের প্রতি সাভার উপজেলা চেয়ারম্যানের হুমকির সংবাদ প্রকাশের জেরে সোহেল রানা (২৬) নামে এক সাংবাদিককে বেধড়ক মারধর করে প্রকাশ্যে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত ওই সাংবাদিক দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক। 

রোববার (১৪ আগস্ট) দুপরে সাভার উপজেলা পরিষদে এ ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ওই সাংবাদিক দৌড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ইউএনওর কার্যালয় থেকে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, হামলার শিকার সাংবাদিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা জানান, রোববার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে সাভার উপজেলা পরিষদে যাই। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই ২০-২৫ জন দুর্বৃত্ত আমার ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আমাকে ছুরি দিয়ে হত্যাচেষ্টা করলে আমি তাদের হাত থেকে রক্ষার জন্য দৌড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেই। এ সময় হামলাকারীরা সাভার উপজেলা চেয়ারম্যানের বাসভবনের ভেতরে অবস্থান নেয়। 

তিনি আরো জানান, সম্প্রতি সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে মা-মেয়েকে শ্লীলতাহানির ঘটনায় পাথালিয়ার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। ওই ঘটনার সংবাদ প্রকাশ করা হলে ইউপি সদস্যের ভাই আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীম ও তার অনুসারীরা আমাকে ফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় রোবার সকালে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব কর্তৃক চার সাংবাদিককে হত্যার হুমকির সংবাদ প্রকাশ করেন তিনি।  

তিনি আরো জানান, গ্রেফতার শফিউল আলম সোহাগ রোবার দুপুরে জামিনে বের হওয়ার পরই সোহাগ ও তার ভাই শামীমের অনুসারীরাই আমার ওপর হামলা চালিয়েছে। এছাড়াও উপজেলা চেয়ারম্যান রাজীবও জড়িত থাকতে পারেন। কারণ হত্যাচেষ্টার পর হামলাকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আশ্রয় নেয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং ওই সংবাদকর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিষয়টি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম  বলেন, উপজেলা পরিষদের ভেতরে সংবাদকর্মীর ওপর হামলা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ব্যাপার। অতীতে দেশের কোনো উপজেলা পরিষদে এমন ঘটনা ঘটার কোনো তথ্য নেই। বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

এমএসএম / জামান

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন