সাভারে সাংবাদিক সোহেল রানাকে প্রকাশ্যে হত্যাচেষ্টা
সাভারের আশুলিয়ায় এক ইউপি সদস্য পুলিশের হাতে গ্রেফতারের সংবাদ ও সাংবাদিকদের প্রতি সাভার উপজেলা চেয়ারম্যানের হুমকির সংবাদ প্রকাশের জেরে সোহেল রানা (২৬) নামে এক সাংবাদিককে বেধড়ক মারধর করে প্রকাশ্যে হত্যাচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত ওই সাংবাদিক দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক।
রোববার (১৪ আগস্ট) দুপরে সাভার উপজেলা পরিষদে এ ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে ওই সাংবাদিক দৌড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ইউএনওর কার্যালয় থেকে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, হামলার শিকার সাংবাদিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা জানান, রোববার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে সাভার উপজেলা পরিষদে যাই। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই ২০-২৫ জন দুর্বৃত্ত আমার ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আমাকে ছুরি দিয়ে হত্যাচেষ্টা করলে আমি তাদের হাত থেকে রক্ষার জন্য দৌড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আশ্রয় নেই। এ সময় হামলাকারীরা সাভার উপজেলা চেয়ারম্যানের বাসভবনের ভেতরে অবস্থান নেয়।
তিনি আরো জানান, সম্প্রতি সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে মা-মেয়েকে শ্লীলতাহানির ঘটনায় পাথালিয়ার ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। ওই ঘটনার সংবাদ প্রকাশ করা হলে ইউপি সদস্যের ভাই আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল আলম শামীম ও তার অনুসারীরা আমাকে ফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় রোবার সকালে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব কর্তৃক চার সাংবাদিককে হত্যার হুমকির সংবাদ প্রকাশ করেন তিনি।
তিনি আরো জানান, গ্রেফতার শফিউল আলম সোহাগ রোবার দুপুরে জামিনে বের হওয়ার পরই সোহাগ ও তার ভাই শামীমের অনুসারীরাই আমার ওপর হামলা চালিয়েছে। এছাড়াও উপজেলা চেয়ারম্যান রাজীবও জড়িত থাকতে পারেন। কারণ হত্যাচেষ্টার পর হামলাকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আশ্রয় নেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং ওই সংবাদকর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিষয়টি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের ভেতরে সংবাদকর্মীর ওপর হামলা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ব্যাপার। অতীতে দেশের কোনো উপজেলা পরিষদে এমন ঘটনা ঘটার কোনো তথ্য নেই। বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
এমএসএম / জামান
We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল
মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন
রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড
শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২
ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন
ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা
নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ
জমি বিরোধের জেরে টুঙ্গিপাড়ায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট
গজারিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১