ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ঝুঁকিনিয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপার: ফুটওভার ব্রিজ দাবি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ১:২৪

 চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত সাদেক মাস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়, সাদেক মাস্তান (রাঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাদেক মাস্তান (রাঃ) কিন্ডারগার্টেন স্কুল ও বাইতুল মামুর ইসলামি নূরানী মাদ্রাসাসহ প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তা পার হচ্ছে ঝুঁকি নিয়ে। প্রায় সময় দ্রুতগামী যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। সড়কে জেব্রাক্রসিং থাকলেও গাড়ির গতিরোধ না করেই বেপরোয়া ভাব থাকে চালকদের।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সপ্তাহে দুইদিন স্থায়ী হাটের সাধারণ মানুষ রাস্তা পরাপার হয় অত্যন্ত ঝুঁকি নিয়ে। তাছাড়া বিদ্যালয়গুলোর বিপরীতে রয়েছে মসজিদ, স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের মহাসড়ক পার হয়ে মজদিদে যেতে হয় ঝুঁকি নিয়ে। বিদ্যালয় ছুটির পর একজন দপ্তরি সড়ক পার হতে শিক্ষার্থীদের সহায়তা করলেও তা পর্যাপ্ত নয়, একটু অমনোযোগী বা অসতর্ক হলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এই বিষয়ে স্কুলের দপ্তরির দায়িত্বে থাকা সাকিব বলেন, স্কুল ছুটির পর আমি শিক্ষার্থীদের রাস্তা পার করে দেই কিন্তুু অনেক সময় আমার পক্ষে তাদের নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীরা আসার সময় তো আর আমি একজন একজন করে পার করতে পারি না তাই সবসময় দূর্ঘটনার একটা ভীতি থেকে যায়। 

সাদেক মাস্তান ( রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর আহম্মদ বলেন, আমাদের প্রায় ৯শ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭০ শতাংশ রাস্তার পশ্চিম পাশে থেকে আসা-যাওয়া করে এদের নিরাপওার বিষয়ে আমরা উদ্বিগ্ন। তাই এখানে একটি ফুটওভার ব্রিজ স্থাপন অতি জরুরী। ২০১৭ সালে আসমা নামের এক শিক্ষার্থী এখানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। আরো অনেকে আহত হয়েছে। এতো সর্তকতার মধ্যেও দুর্ঘটনা রোধকরা যাচ্ছে না। 
 
সাদেক মাস্তান (রাঃ) কিন্ডারগার্টে ইস্কুলের প্রধান শিক্ষীকা জেনিফা আক্তার বলেন, নিরাপদ রাস্তা পারাপারে একটি ফুটওভার ব্রীজ খুব দরকার, রাস্তা পার হওয়ার ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায়না।

 উপজেলার বারআউলিয়া অংশে চার লেনের মাঝখানে একটি প্রাইমারী ও উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। একই চিত্র দেখা যায় ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার, মাদরাসা-এ-মুহাম্মদিয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদরাসা, সীতাকুণ্ড উত্তরবাইপাস টেকনিক্যাল স্কুল শিক্ষার্থীরা লাল পতাকা দেখিয়ে রাস্তা পারাপার করেন। এতে পোহাতে হয় সীমাহীন দূর্ভোগ। এমন দুর্ভোগ থেকে পরিত্রাণ চায় সীতাকুণ্ডের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। 

দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আক্তার বলে, বিদ্যালয়ে আসা-যাওয়াতে অনেক সম্যাসা হয়। দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকি, দ্রুতগতির গাড়ি ছাত্র-ছাত্রীদের দেখেও থামতে চায় না। এতে দৌড়ে পার হতে গেলেই দুর্ঘটনা ঘটে।

অভিভাবক মো. সেলিম বলেন, প্রতিদিন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা অনেক দুশ্চিন্তার ভুগী। ছোট ছোট বাচ্চা, ঢাকা- চট্টগ্রামের মতো মহাসড়ক পার হয়ে স্কুলে যাওয়া-আসা খুব রিস্ক। এটি আমাদের দুশ্চিন্তার কারণ। 

সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওরার্ড কাউন্সিল দিদারুল আলম এ্যাপেলো বলেন রাস্তার উত্তর পাশে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পশ্চিম পাশে মুরাদপুরের অসংখ্য জনসাধারণের পারাপার খুবই ঝুঁকিপূর্ণ, কিছুদিন পরপর দূর্ঘটনা ঘটে। ফুটওভার ব্রিজ আমাদের গণদাবি, জনপ্রতিনিধী হিসাবে উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই একটি ফুটওভার ব্রিজের দাবি জানাচ্ছি। 

এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে শিক্ষার্থীর সুবিধার্থে ফুটওভার ব্রিজ প্রয়োজন। তবে ব্রীজ স্থাপনের বিষয়টি সম্পূর্ণ সড়ক ও জনপথ বিভাগের। এখানে উপজেলা প্রশাসনের কিছু করার নেই । 

সড়ক ও জনপথ চট্রগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রোকন উদ্দীন খালেদ দৈনিক সকালের সময়কে বলেন, সড়ক ও সেতু মন্ত্রীর বরাবর স্থানীয় সাংসদের মাধ্যমে ডিও লেটার ( সরকারী বিষয়ে বেসরকারী ভাবে লিখিত পত্র) দিলে এক্ষেত্রে মন্ত্রী সরেজমিনে তদন্ত করার নির্দেশ দেন। তদন্তের ভিত্তিতে প্রয়োজন অনুসারে ব্রিজ নির্মান করা হয় । ইতিমধ্যে আমরা এমন আবেদনের প্রেক্ষিতে সীতাকুণ্ড তৈরিয়াইল বাজারে শিক্ষার্থী ও সাধারন মানুষের জন্য একটি ফুটওভারব্রিজ নির্মান করেছি।

এমএসএম / জামান

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)