ফটিকছড়িতে অসহনীয় লোডশেডিং

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতের লোডশেডিং ও ভেলকিবাজি অসহনীয় পর্যায় পৌঁছেছে। ফলে তীব্র দাবদাহ ও বিদ্যুতের অভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এছাড়া ১৮টি চা বাগান, পোল্ট্রি ফার্ম, মিল করখানা ও ব্যবসা-বাণিজ্যে ধস নামছে বিদ্যুতের অভাবে। নির্দিষ্ট সময় ঘোষণাপূর্বক লোডশেডিং করার কথা থাকলেও ফটিকছড়িতে তা মানা হচ্ছে না বলে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
এদিকে, লোডশেডিংয়ের কারণে তীব্র দাবদাহে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে ছোট বাচ্চা ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। লেখাপড়ায়ও মন বসাতে পারছে না শিক্ষার্থীরা। শুধু দিনের বেলায় নয়, গভীর রাতেও চলছে বিদ্যুতের ভেলকিবাজি ও লোডশেডিং। সব মিলিয়ে জনজীবনে নাভিশ্বাস অবস্থা।
ফটিকছড়ি জোনাল অফিস সূত্রে জানা যায়, ফটিকছড়িতে ১ লাখ ৬৩হাজার মিটার হোল্ডারের জন্য ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও এখন মিলছে চাহিদার অর্ধেক অর্থাৎ মাত্র ২০ মেগাওয়াট।
শিক্ষার্থী বায়জিদ বলেন, পড়তে বসলেই বিদ্যুৎ থাকে না, গরম ও অন্ধকারে পড়াতে আর মন বসে না।
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমাদের কাজ বিদ্যুতের ওপর নির্ভরশীল, বিদ্যুতের যে অবস্থা তাতে কাজকর্ম ছেড়ে দিতে ইচ্ছা হচ্ছে।
নাজিম উদ্দিন বলেন, দিনের বেলায় যেমন রাতের বেলায়ও বিদ্যুতের ভেলকিবাজি এবং লোডশেডিং তেমন। শান্তিমতোভাবে ঘুমাতে পারছি না। চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এই মাসের ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত ফটিকছড়িতে অবস্থান করেছিলেন। উনি যতদিন ফটিকছড়িতে ছিলেন ততদিন বিদ্যুতের লোডশেডিং ছিল সহনীয় পর্যায়ে। মানুষ একটু স্বস্তির নিশ্বাস ফেলেছে।
সংগঠক কামরুল ইসলাম বলেন, ফটিকছড়িতে এমপি যতদিন বিদ্যুৎ ততদিন। এমপি সাহেব গত মঙ্গলবার ফটিকছড়ি থেকে বিদায় নেয়ার পর আবার শুরু হয়েছে বিদ্যুতের সেই ভেলকিবাজি। দিনের ১৫-১৬ ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ। এমনকি বন্ধের দিনেও একই অবস্থা।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন ফটিকছড়ি জোনাল অফিসের ডিজিএম আব্দুস সালাম বলেন, ফটিতছড়িতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং সৃষ্টি হচ্ছে। এছাড়া সম্প্রতি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস ও তেলের সংকট থাকায় বিদ্যুতের উৎপাদন কম হচ্ছে। তাই আমাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি না। সারাদেশে একই অবস্থা বলা যায়।
এমএসএম / জামান

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালী
Link Copied