সক্রিয় রূপগঞ্জ বিএনপি, সন্তুষ্ট নেতাকর্মীরা
সারাদেশের ন্যায় রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের পর থেকে রূপগঞ্জ থানা বিএনপি সক্রিয় হয়ে উঠেছে। মাঠে থেকে মিছিল ও সভা-সমাবেশ করছেন নেতাকর্মীরা। দলের এ অবস্থায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
রূপগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস আগে কেন্দ্র রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠনের ঘোষণা দেয়। এরপর থেকে নড়েচড়ে বসেন ত্যাগী নেতাকর্মীরা। কমিটি গঠনের খবরের পর থেকেই ত্যাগী নেতাকর্মীরা মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম শুরু করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার (১৩ জুন) রূপগঞ্জ থানার ৮টি ইউনিয়নের বিএনপির মূল দলের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে তরুণ ও ত্যাগী নেতাকর্মীদের নাম উঠে এসছে। এতে উজ্জীবিত হয়ে উঠেছে রূপগঞ্জ বিএনপি।
ঘোষিত আহবায়ক কমিটি ইতোমধ্যে পরপর তিনটি মিটিং, নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন বিক্ষোভ সমাবেশে যোগদান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালন, তেলের দাম বৃদ্ধিতে কেন্দ্রীয় সমাবেশে নয়া পল্টনে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান সর্বশেষ ১৫ আগষ্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনের মধ্যদিয়ে রূপগঞ্জ বিএনপিকে সক্রিয় করে তোলেছেন নতুন এই কমিটির নেতাকর্মীরা। এবং বিএনপির ত্রাণ তহবিলে রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ৫ লাখ টাকা তুলে দেন নেতাকর্মীরা। এতে করে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী। কাউন্সিল মিটিংয়ে সুন্দর ও সচ্ছল কমিটি করার জন্য থানা কমিটির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুকে ধন্যবাদ জানান ইউনিয়নের নেতাকর্মীরা।
ঘোষিত দাউদপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যাড. হেলাল উদ্দিন সরকারকে তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সকল দলীয় মামলা দেখ বলের দায়িত্ব পালন করে আসছেন।
এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম ভূঁইয়াকে। রূপগঞ্জ ইউনিয়নে সভাপতি বাবুল ভেন্ডার, সাধারণ সম্পাদক জিন্নত আলী। কায়েতপাড়া ইউনিয়নে সভাপতি হাজী সেলিম, সাধারণ সম্পাদক অ্যাড. গোলজার চেয়ারম্যান।
চনপাড়া ইউনিয়নে সভাপতি হারুণ মিজি, সাধারণ সম্পাদক এমএ হালিমকে। ভূলতা ইউনিয়নে সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে। মুড়াপাড়া ইউনিয়নে সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন গোলাকান্দাইল ইউনিয়নে সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মতিন চেয়ারম্যান। এছাড়া ভোলাব ইউনিয়নে সভাপতি অ্যাড. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মনির হোসেন মেম্বারকে।
উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে আমরা ইউনিয়ন কমিটিগুলো সবার সাথে সমন্বয় করে আপডেট করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছি। যারা যোগ্য ও ত্যাগী এবং আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন, তাদেরই নেতৃত্বে আনা হয়েছে। এতে রূপগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূলের প্রাণ ফিরে এসেছে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী ২২ আগষ্ট থেকে নেতাকর্মীদের মাঠে রাখতে নেতাকর্মীদের নিয়ে মিটিং করেছি। কেন্দ্রের যে কোনো দিকনির্দেশনা বাস্তবায়ন করতে প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা সক্রিয় আছে বলে তিনি মনে করেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উপজেলা বিএনপির কাউন্সিল হবে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার
বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু
Link Copied