ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাভারের আমিনবাজার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৫:৩১

গত সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাভার উপজেলার আমিনবাজার বাসস্ট্যান্ডসংলগ্ন অনলাইন ফিলিং স্টেশনের পাশে আমিন বাজার ইউনিয়নের অধীনস্থ হিজলা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলী মিস্ত্রি প্রকাশ আফসার আলীর জমি দখল করে বেড়া নির্মাণ করতে থাকেন আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদের বাহিনী।

সে সময় তাদের কাজে বাধা দি‌লে চেয়ারম‌্যান রকিব আহমেদের সন্ত্রাসী বাহিনী আলী মিস্ত্রি ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি প্রদান করে। সে সময় তারা নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে কল দেন। কল পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের এএসআই লিন্টু মোল্লা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন।

প্রসঙ্গত, সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নের সালেহপুর মৌজার (আর এস) রেকর্ডের ১১২ নং দাগের ১১৩ শতাংশ  জমির মালিক আমির হোসেন গং এর নিকট হতে বিগত ২২/০৬/৮১, ২১/০৮/৮২ ও ১২/০৬/৮৩ ইং তারিখে ৫৬১৪, ৫৬০০, ৪৯৯৬ এবং ৩৬৫৭ নং দলিলে ৭৫.৩৩ শতাংশ জমি ক্রয় করে নামজারি সম্পন্ন করেন ঐ এলাকার হিজলা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলী মিস্ত্রি প্রকাশ আফসার আলী এর নামে। যাহার নামজারি নথি নং ১৬৮৯১/০৬ ও ২৬৭৩৯/১০-১১। ক্রয় সুত্রে ঐ জমির মালিক হিসাবে ভোগ দখল করে আসছিলো মো. আলী মিস্ত্রি।

একই দাগের বাকি ৩৭.৬৬ শতাংশ জমি সেসময় ক্রয় করেন আমিন বাজার ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামের মৃত বসির উদ্দিন কন্ট্রাকটরের ছেলে মৃত মফিজ উদ্দিন। এর দীর্ঘ কয়েক বছর পর  ঐ জমির মালিক মৃত মফিজ উদ্দিন এর ছেলে রকিব আহমেদ জমির সিমানা প্রাচীর জোর করে নির্মান করে দখল করে নেই কিছু অংশ। দখলকৃত সেই জমি নিজের দাবি করে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, আমিনবাজার রাজস্ব সার্কেল সাভার, ঢাকা এর আদালতে মো. রকিব আহমেদ গং বাদী হয়ে মো. আলী মিস্ত্রি গং কে বিবাদী করে ২৪/০৫/২০১৬ ইং তারিখে একটি মিস কেইস দায়ের করেন যাহার নং ৭৫৩/২০১১।

উক্ত মিস কেইসের রায়ের আদেশে বলা হয়, এমতবস্থায় The State Acquisition and Tenancy Act, 1995 এর ১৫০ ধারা মোতাবেক দোতরফা সূত্রে আদেশ হয় যে, সালেহপুর মৌজার নালিশি আর, এস-৪৮ নং খতিয়ানের ১১২ নং দাগে বাদীর আবেদন সঠিক না থাকায় মোকদ্দমাটি না মঞ্জুর করে নথিজাত করা হলো।

এরপর মো. আলী মিস্ত্রি গং বাদী হয়ে মো. রকিব আহমেদ গং কে বিবাদী করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত (০৪) বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয় ঢাকা এর আদালতে ০৯/০৮/২০১৭ ইং তারিখে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় একটি পিটিশন দায়ের করে, যাহার মামলা নং ১৭১/২০১৭ ও স্মারক নং ২৫৪। উক্ত দায়েরকৃত মামলাটি ১৬/০৩/২০ ইং তারিখে শুনানির জন্য ধার্য করেছিল আদালত। কিন্ত এর পরেও ঐ জমি নিজের দাবি করে আবারো রকিব আহমেদ গং বাদী হয়ে মো. আলী মিস্ত্রি কে বিবাদী করে  ২৬/০২/১৮ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় আমিনবাজার রাজস্ব সার্কেল সাভার ঢাকা এর আদালতে আরেকটি মিস কেইস দায়ের করে, যাহার নং ১৬১/২০১৭, ১৫/০৩/১৮ ইং তারিখে  অত্র মিস কেইসের শুনানির আদেশে বলা হয় যে, বাদীপক্ষ একই তফসিল ভুক্ত জমি নিয়ে ইতিপূর্বে অত্র আদালতে ৭৫৩/১১ নং মোকাদ্দমা দায়ের করে এবং অত্র আদালত বাদীপক্ষের আবেদন সঠিক না থাকায় তা নামঞ্জুর করে নথিজাত করেন। একই তফশিলভুক্ত জমি নিয়ে বারংবার বিবিধ মোকদ্দমা দায়ের করা আইনসঙ্গত না হওয়ায় বাদীর আবেদন না মঞ্জুর করে নথিজাত করা হলো।

এর ২ বছর পর ১৬/০৩/২০ ইং তারিখে মো. আলী মিস্ত্রি গং বাদী হয়ে মো. রকিব আহমেদ গং কে বিবাদী করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত (০৪) বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয় ঢাকা এর  আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় দায়েরকৃত  মামলার শুনানী হয়। উক্ত শুনানীর আদেশে বলা হয় যে আবেদনকারীর বক্তব্য দখল বিষয়ক প্রতিবেদন এবং ২ জন স্বাক্ষীর প্রদত্ত সাক্ষ্য পর্যালোচনায় নালিশী সম্পত্তিতে তার দখল প্রমাণিত হয়েছে। অন্যদিকে ২য় পক্ষ ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকায় নালিশি সম্পত্তিতে তার স্বত্ব নেই মর্মে  প্রতীয়মান হয়।

সার্বিক বিবেচনায় ১ম পক্ষকে নালিশী সম্পত্তির বাস্তব দখলদার সাব্যস্ত করা হলো এবং ১ম পক্ষকে শান্তিপূর্ন ভোগ দখলে কোন প্রকার বাধা প্রদানে বিবাদীগনকে বিরত থাক‌তে বলা হলো মর্মে মামলা নথিজাত করা হলো। পর পর ২বার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, আমিনবাজার রাজস্ব সার্কেল সাভার, ঢাকা এর আদালতে ও ১বার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত (০৪) বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা এর আদালতে মামলায় হেরে যাওয়ার পরেও কোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক দখলকৃত ঐ সম্পত্তি ছেড়ে না দিয়ে  সম্পতির বাকি অংশটুকুও দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন রকিব আহমেদ। রকিব আহমেদ বর্তমান সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, রকিব আহমেদ  চেয়ারম্যান  নির্বাচিত  হওয়ার পর থেকেই আলী মিস্ত্রি এর জমি দখল করার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। এঘটনায় ১৬/০৮/২২ ইং তারিখে মো. আলী মিস্ত্রি সাভার মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন যাহার নং ১২৬৫।এছাড়াও এবিষয়ে সাভার মডেল থানায় বিভিন্ন সময়ে একাধিক বার সাধারন ডায়েরি করেছে ভুক্তভোগী আলীমিস্ত্রি যাহার নং ২০/১১/১৯ ইং তারিখে ১০৪৯ জিডি, ০১/১২/২০২১ তারিখে ৫০ নং জিডি, ০২/০৬/২০২২ তারিখে ১১৪ নং জিডি।এ বিষয়ে ভুক্তভোগী আলী মিস্ত্রি জানান আদালতের রায়ে সুবিচার পেলেও রকিব আহমেদ প্রাভাবশালী হওয়ায়, সরেজমিনে জোরপূর্বক জমি দখল ঠেকাতে একাধিকবার থানায়  সাধারন ডায়েরি করেও মিলেনি সুফল। এবিষয়ে বর্তমানে আইন প্রশাসন ও সরকারের দৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে উক্ত সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা (এএসআই) মো. আব্দুস ছালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গতকাল আমিনবাজার পুলিশ ক্যাম্প থেকে বদলি হয়ে চলে এসেছি, আমি এব্যাপারে কিছু বলতে পারবো না, এরপর আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর রশিদ এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যাই নাই।

এ বিষয়ে বর্তমান আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদের কা‌ছে মু‌ঠো‌ফো‌নে জান‌তে চাইলে তিনি বিষয়‌টি অ‌স্বীকার ক‌রে ব‌লেন, তারা একটা জাল দ‌লিল তৈরি ক‌রে সম্পত্তি দখল করার চেষ্টা কর‌ছে। ‌ওই জাল দ‌লি‌লের বিরু‌দ্ধে এক‌টি মামলা দা‌য়েরও করা হ‌য়ে‌ছে।

তি‌নি আ‌রো ব‌লেন, আলী মি‌স্ত্রী নামক ব‌্যক্তি‌টি স্থানীয় বিএন‌পি নেতা ক‌ফিল উ‌দ্দি‌নের এ‌জেন্ট এবং আ‌মি বর্তমান আ‌মিনবাজার ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের আওয়ামী লীগ ম‌নোনীত চেয়ারম‌্যান হওয়ায়  রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসাবশত আমার সুনাম নষ্ট করার জ‌ন‌্য এক‌টি কুচ‌ক্রী মহল ষড়যন্ত্র ক‌রে অপপ্রচার চালা‌চ্ছে।

এমএসএম / জামান

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র‍্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন