ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাড়ছে যানজটসহ দূর্ঘটনা

তজুমদ্দিনে ব্যাটারিচালিত অটোরিকসা-ইজিবাইক গিলে খাচ্ছে বিদ্যুৎ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১২:৫৪
ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে যততত্র ভাবে রাস্তার মধ্যে অটো রিক্সা পার্কিং করা এবং অদক্ষ ড্রাইভার কর্তৃক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা পাশপাশি স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ পথচারীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। স্থানীয়রা এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
 
মানুষের কাছে প্রথমদিকে অটোরিক্সাগুলো স্বীকৃতি পেলেও বর্তমানে এগুলোই কাল হয়ে দাঁড়িয়েছে। উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারসহ বিভিন্ন হাট-বাজার, মহাসড়ক, অভ্যান্তরীণ সড়ক ও সংযোগ সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল ক্রমেই বেড়ে যাওয়ার কারণে এবং পাশাপাশি হাট-বাজারগুলোতে ফুটপাথে কিছু দোকান বসায় যানজটের কারণে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে দুর্ঘটনা। লাইসেন্সবিহীন চলছে ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত এসব অটোরিকসা। প্রশাসনের সামনেই চলছে এসব লাইসেন্সবিহীন অটোরিকসা। 
 
সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার আশপাশের এলাকাগুলোতে প্রায় ৮ থেকে ৯'শ অটোরিক্সা চলাচল করে। ইউনিয়ন পরিষদ থেকে নেই কোন রেজিস্ট্রেশন। এসব ইজিবাইক ও রিকসা-ভ্যানের ব্যাটারি চার্জ এবং রাখার জন্য গড়ে উঠেছে  গ্যারেজ, গ্যারেজে চার্জসহ একটি রিকসা রাখতে ৬০ টাকা ও চার্জসহ একটি ইজিবাইক রাখতে ১২০ টাকা দিতে হয়। এসব আটোরিকসা ও ইজিবাইক লাইসেন্স তো দূরের কথা, কোনো দক্ষ চালকও নেই। যত্রতত্র পার্কিং  ছাড়াই ওভারটেকিংসহ প্রতিযোগিতা করতে গিয়ে ঘটায় বড় ধরনের দুর্ঘটনা। এসব ব্যাটারিচালিত অটোরিসার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে অনেকেই। তারপরও প্রশাসনের পক্ষ থেকে তেমন জোরালো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
 
তজুমদ্দিন উপজেলার হাট শশীগঞ্জ, দক্ষিণ খাসের হাট, মুচিবাড়ীর কোনা, ডাওরী বাজার, ফকিরহাট, সংযোগ সড়ক এবং উপজেলার মেইন রোডগুলোতে অটোরিকসার অবাধ চলাচলে প্রতিনিয়তই জ্যামের সৃষ্টি হয়। রিকসাগুলো ব্যাটারি চালিত হওয়ায় এগুলো চার্জ করতে অনেক বিদ্যুৎ খরচ হয়। ফলে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বেড়ে যাচ্ছে।
 
অন্যদিকে রিকসাগুলোতে দক্ষ চালক না থাকা এবং অপ্রাপ্তবয়স্কদের দিয়ে রিকসা চালানোর কারণে রিকসা দুর্ঘটনা কয়েকগুণ বেড়ে গেছে। ঘন ঘন দুর্ঘটনার ফলে যাত্রীদের মনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ব্যাটারিচালিত এসব অটোরিকসা অবিলম্বে বন্ধ করে লাইসেন্স প্রদানের মাধ্যমে দক্ষ চালক দ্বারা সীমিত আকারে শুধুমাত্র সংযোগ সড়কে রিকসা চালানোর দাবি করেন সাধারণ মানুষ।
 
তজুমদ্দিন পল্লী বিদুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম ইয়াছিন মাহমুদ বলেন, একটা অটোরিকসা বা ভ্যানে একবার চার্জ দিতে ৩ ইউনিট ও ইজিবাইক ৮ ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। অধিকাংশ গ্যারেজে বিদ্যুতের মিটার আছে। তাই বিদ্যুৎ চুরির সম্ভবনা নেই। তবে এসব রিকসা ও ইজিবাইকের কারণে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ পড়ছে। 
 
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম বলেন, বর্তমানে অটোরিকসা এবং ইজিবাইকগুলোতে দক্ষ চালক না থাকায় ও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে রিকসা চালানোর কারণে রিকসা দুর্ঘটনা কয়েকগুণ বেড়ে গেছে। এ ধরনের যানবাহনগুলোকে অভিযান পরিচালনা করার উপর থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। যদি আসে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা