ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বাড়ছে যানজটসহ দূর্ঘটনা

তজুমদ্দিনে ব্যাটারিচালিত অটোরিকসা-ইজিবাইক গিলে খাচ্ছে বিদ্যুৎ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১২:৫৪
ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে যততত্র ভাবে রাস্তার মধ্যে অটো রিক্সা পার্কিং করা এবং অদক্ষ ড্রাইভার কর্তৃক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা পাশপাশি স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ পথচারীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। স্থানীয়রা এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
 
মানুষের কাছে প্রথমদিকে অটোরিক্সাগুলো স্বীকৃতি পেলেও বর্তমানে এগুলোই কাল হয়ে দাঁড়িয়েছে। উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারসহ বিভিন্ন হাট-বাজার, মহাসড়ক, অভ্যান্তরীণ সড়ক ও সংযোগ সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল ক্রমেই বেড়ে যাওয়ার কারণে এবং পাশাপাশি হাট-বাজারগুলোতে ফুটপাথে কিছু দোকান বসায় যানজটের কারণে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে দুর্ঘটনা। লাইসেন্সবিহীন চলছে ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত এসব অটোরিকসা। প্রশাসনের সামনেই চলছে এসব লাইসেন্সবিহীন অটোরিকসা। 
 
সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার আশপাশের এলাকাগুলোতে প্রায় ৮ থেকে ৯'শ অটোরিক্সা চলাচল করে। ইউনিয়ন পরিষদ থেকে নেই কোন রেজিস্ট্রেশন। এসব ইজিবাইক ও রিকসা-ভ্যানের ব্যাটারি চার্জ এবং রাখার জন্য গড়ে উঠেছে  গ্যারেজ, গ্যারেজে চার্জসহ একটি রিকসা রাখতে ৬০ টাকা ও চার্জসহ একটি ইজিবাইক রাখতে ১২০ টাকা দিতে হয়। এসব আটোরিকসা ও ইজিবাইক লাইসেন্স তো দূরের কথা, কোনো দক্ষ চালকও নেই। যত্রতত্র পার্কিং  ছাড়াই ওভারটেকিংসহ প্রতিযোগিতা করতে গিয়ে ঘটায় বড় ধরনের দুর্ঘটনা। এসব ব্যাটারিচালিত অটোরিসার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে অনেকেই। তারপরও প্রশাসনের পক্ষ থেকে তেমন জোরালো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
 
তজুমদ্দিন উপজেলার হাট শশীগঞ্জ, দক্ষিণ খাসের হাট, মুচিবাড়ীর কোনা, ডাওরী বাজার, ফকিরহাট, সংযোগ সড়ক এবং উপজেলার মেইন রোডগুলোতে অটোরিকসার অবাধ চলাচলে প্রতিনিয়তই জ্যামের সৃষ্টি হয়। রিকসাগুলো ব্যাটারি চালিত হওয়ায় এগুলো চার্জ করতে অনেক বিদ্যুৎ খরচ হয়। ফলে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বেড়ে যাচ্ছে।
 
অন্যদিকে রিকসাগুলোতে দক্ষ চালক না থাকা এবং অপ্রাপ্তবয়স্কদের দিয়ে রিকসা চালানোর কারণে রিকসা দুর্ঘটনা কয়েকগুণ বেড়ে গেছে। ঘন ঘন দুর্ঘটনার ফলে যাত্রীদের মনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ব্যাটারিচালিত এসব অটোরিকসা অবিলম্বে বন্ধ করে লাইসেন্স প্রদানের মাধ্যমে দক্ষ চালক দ্বারা সীমিত আকারে শুধুমাত্র সংযোগ সড়কে রিকসা চালানোর দাবি করেন সাধারণ মানুষ।
 
তজুমদ্দিন পল্লী বিদুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম ইয়াছিন মাহমুদ বলেন, একটা অটোরিকসা বা ভ্যানে একবার চার্জ দিতে ৩ ইউনিট ও ইজিবাইক ৮ ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। অধিকাংশ গ্যারেজে বিদ্যুতের মিটার আছে। তাই বিদ্যুৎ চুরির সম্ভবনা নেই। তবে এসব রিকসা ও ইজিবাইকের কারণে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ পড়ছে। 
 
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম বলেন, বর্তমানে অটোরিকসা এবং ইজিবাইকগুলোতে দক্ষ চালক না থাকায় ও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে রিকসা চালানোর কারণে রিকসা দুর্ঘটনা কয়েকগুণ বেড়ে গেছে। এ ধরনের যানবাহনগুলোকে অভিযান পরিচালনা করার উপর থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। যদি আসে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার