ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ভোক্তা ও রাষ্ট্রের সাথে প্রতারণা করছে চট্টগ্রামের নামিদামি ২৬ বেকারি


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ২:২

কারো নেই বিএসটিআইর অনুমোদন, পরিবেশের ছাড়পত্র আবার কারো অনুমোদন থাকলেও ভেজাল পণ্য উৎপাদন করছে অনবরত। চট্টগ্রামের এমন নামিদামি বেকারিগুলো রাষ্ট্র ও ভোক্তার সাথে প্রতারণা করে চলছে যুগের পর যুগ। মাঝে মাঝে ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে ধরা পরে অর্থদণ্ড হলেও এটাকে লঘুদণ্ড হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা ফলে এসব অনিয়ম রোধ করা যাচ্ছে না। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ভোক্তারা প্রতারিত হয়ে ঠকছেন দিনের পর দিন। বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও পণ্যের মোড়কের গায়ে ব্যবহার করা হয় ভুয়া নিবন্ধন নাম্বার। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন মাস পযর্ন্ত এক বছরে এমন ২৬টি বেকারির তথ্য পাওয়া গেছে। এসব অপরাধের ফলে গত এক বছরে চট্টগ্রামের নামিদামি ২৫ বেকারি প্রতিষ্ঠানকে ১৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানাসহ আনোয়ারার গণি সওদাগর ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের জন্য সিলগালা করে দিয়েছে বিএসটিআই। এসব পণ্যের অধিকাংশই মানহীন ও ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি করা হয় বলে জানা গেছে। বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। 

অনুমোদনহীন পণ্যের জন্য জরিমানা গুনতে হয়েছে এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বায়েজিদ ক্যান্টসমেন্ট এলাকার বনফুল অ্যান্ড কোং-এর বিস্কুট, বাকলিয়া এলাকার ফুলকলি ফুড ইন্ডা. লি.-এর  বান ও রসমালাই, হাজারি গলির মিঠাই সুইটস অ্যান্ড বেইক-এর ক্রিম বান, ফ্লেভারস প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সের নিমকি ও চিড়া ভাজা, মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডা. লিমিটেডের চুটকি, বান ও বিস্কুট, মেরিডিয়ান ফুড লিমিটেডের সস ও নুডুলস, ডুলসে সুইটস অ্যান্ড বেকারির পাউরুটি ও বিস্কুট, বিএসপি ফুড অ্যঅন্ড প্রোডাক্টসের ভেজিটেবল ঘি, আনোয়ারার গণি সওদাগর ফুড অ্যান্ড বেভারেজের চিপস ও চনাচুর, রূপসা ফুড প্রোডাক্টসের বিস্কুট, রয়েল বাংলা সুইটসের চিপস ও চনাচুর, পতেঙ্গার ওভেন ফ্রেশের কেক, প্যারামাউন্ট ফুড প্রোডাক্টসের বিস্কুট, আগ্রাবাদ তামান্না বেকারির বিস্কুট, আনোয়ারা উপজেলার নিউ ঢাকা বেকারির পাউরুটি, পটিয়া উপজেলার দোহা ফুডের বিস্কুট, মিরসারাই উপজেলার নিউ আল আমিন বেকারি অ্যান্ড কনফেকশনারির পাউরুটি ও বিস্কুট, নিউ মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানার পাউরুটি ও বিস্কুট, হাটহাজারীর নিউ বি বাড়িয়া বেকারির পাউরুটি, বিস্কুট ও কেক, জিমি ফুডের পাউরুটি ও কেক, বাকলিয়ার হোসেন ফুড অ্যান্ড কোম্পানির কেক ও চুটকি, পাহাড়তলীর তাসনিম এন্টারপ্রাইজের ভিনেগার, হালিশহরের নিউ মডেল ফুডের বিস্কুট, ওয়াসা মোড়ের জুইবারা সুইটস অ্যান্ড বেকারির পাউরুটি, এনায়েত বাজার তোফা ফুডের পাউরুটিসহ আরো দুটি প্রতিষ্ঠানের বিস্কুট, বান ও রসমালাই।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন দৈনিক সকালের সময়কে বলেন, চট্টগ্রামের অধিকাংশ বেকারির অনুমোদন নেই। কিছু প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও তারা অনুমোদনের বাইরে অতিরিক্ত সংখ্যক পণ্য উৎপাদন করে থাকে। মানহীন ও অনুমোদনহীন পণ্য কিনে একদিকে ক্রেতা যেমন আর্থিক ও স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারও রাজস্ববঞ্চিত হচ্ছে। আবার এসব পণ্য বাজারে সয়লাভের কারণে প্রকৃত খাদ্য উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিএসটিআইয়ের একাধিক কর্মকর্তা এসব অপকর্মের সাথে জড়িত। তারা যেগুলো অভিযান করে সেগুলো লোক দেখানো। আবার কিছু ক্ষেত্রে নির্ধারিত কোটা দিতে গড়িমসি করলেও তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যাতে সরকার বোঝে বিএসটিআইয়ের কর্মকর্তারা অনেক দায়িত্বশীল। 

এমএসএম / জামান

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন