ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে দুটি প্যানেলে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:১৯

যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ উপলক্ষে রোববার (২১ আগস্ট) দুটি প্যানেলের ২৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাাচন কমিশনার এ মনোনয়নপত্র বিক্রি করেন।

নির্বাচন কমিশন জানায়, কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ২টি প্যানেলে বিভিন্ন পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, গ্রন্থাগার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ৮ প্রার্থী রয়েছেন। শুধুমাত্র গ্রন্থাগার সম্পাদক পদে একটি মনোনয়নপত্র বিক্রি হওয়ায় ওই পদের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

প্যানেলের ঘোষণা অনুযায়ী সংস্কারপন্থী প্যানেলে সভাপতি পদে আজিজুর রহমান, সহ-সভাপতি পদে হাজী রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে ওয়াজেদ খান ডবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে রুহুল আমিন বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে সোহেল পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুশান্ত কুমার মল্লিক, সদস্য পদে কেএম কবির হোসেন, তন্ময় মিত্র বাপি ও আলমগীর হোসেন মিনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এছাড়াও অপর প্যানেলে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান, সহ-সভাপতি পদে মোতাহার হোসাইন ও আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে আব্দুস সাত্তার মোল্লা, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, শাহীনুর রহমান ও মেহেদি হাসান জাহিদ  মনোনয়নপত্র কিনেছেন। এই প্যানেলে সামছুর রহমান ও রাবেয়া ইকবাল সকলের মনোনয়নপত্র ক্রয় করেন। 

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদান ২৪ আগস্ট। বাছাই ২৫ আগস্ট ও মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ আগস্ট। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ২৭ আগস্ট। নির্বাচনের তারিখ ১১ সেপ্টেম্বর।

মোট ৫৮ ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পরপর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে