ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পর্যটনের নতুন সম্ভাবনা তজুমদ্দিনের স্লুইসঘাট এলাকার মেঘনার পাড়


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:২৩

ভোলার তজুমদ্দিন উপজেলা পর্যটনের নতুন সম্ভাবনা স্লুইসঘাট এলাকার  মেঘনার পাড় অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীবিধৌত এক জনপদ। তজুমদ্দিন উপজেলার বুক চিরে প্রবাহিত হয়েছে মেঘনা নদী। এই মেঘনা নদী ছিলো তজুমদ্দিন উপজেলা বাসীর দুঃখ দুর্দশার সমর্থক শব্দ। ২০১০ সালের ২৪ এপ্রিল উপনির্বাচনের মাধ্যমে ভোলা-৩ (লালমোহন -তজুমদ্দিন)  আসনে নুরুন্নবী চৌধুরী শাওন  প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী বাঁধ নির্মাণ করে তজুমদ্দিনের অস্তিত্ব রক্ষা করেন।

গত ১৩ বছরে তজুমদ্দিন উপজেলার অভূতপূর্ব উন্নয়ন সাধনের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। যে মেঘনা নদী তজুমদ্দিন বাসীর কাছে আতঙ্কের নাম ছিলো, আজ তা তজুমদ্দিন বাসীর কাছে আশীর্বাদ হয়ে এসেছে। সময় পেলেই পরিবার পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ছুটে যান আনন্দ ভ্রমণে, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কেউবা দুচোখ মেলে হারিয়ে যেতে চান নদীর বিশালতার মাঝে। মনোরম পরিবেশ, নদীর ঢেউ আর বাহারি ডিজাইনের ব্লকে নির্মিত হয়েছে মেঘনার পাড়। যেন অপরূপ সৌন্দের্যের হাতছানি।

ভৌগলিকভাবে মাত্র ৫টি ইউনিয়ন নিয়ে তজমদ্দিন উপজেলা গঠিত হয়েছে। মানচিত্রের বুক চিরে প্রবাহিত হওয়া নদীর পশ্চিম পাড়ে রয়েছে ৪টি ইউনিয়ন। এর মধ্যে ৩নং চাঁদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের বালিয়া কান্দি থেকে ৬নং দড়িচাঁদপুর গ্রামের মীর বাড়ী পর্যন্ত বেরিবাধ দৃষ্টিনন্দন ব্লক দিয়ে সাজানো হয়েছে। বালিয়া কান্দি থেকে দক্ষিনে মীর বাড়ী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর পাড়টি পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য অনেক সম্ভাবনাময় স্থান। শুধুমাত্র একটি মেরিন ড্রাইভ, খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে সহসাই জনপ্রিয় হয়ে উঠবে এই স্পটটি। পাশাপাশি কর্মসংস্থান হবে বহু লোকের। বিনিয়োগের জন্য এগিয়ে আসবে বহু মানুষ। ইতোমধ্যে তজুমদ্দিনের প্রায় ৬শ’ কোটি টাকার সিসি ব্লক স্থাপনের কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। যে কারণে পাল্টে গেছে নদীর পাড়ের সার্বিক চিত্র।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সারিবদ্ধভাবে ব্লকের উপর সাদা, লাল ও হলুদ রঙের ৩টি করে ব্লক বসিয়ে সাজানো হয়েছে বাহারি রূপে। নানা সৌন্দর্যের কারণে স্থানীয়দের পাশাপাশি পাশ্ববর্তী উপজেলা থেকেও সৌন্দর্য পিপাসু মানুষগুলো তার পরিবার পরিজন নিয়ে বিকাল বেলা বাহারি রঙের ব্লকের বসেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে।  সাজানো ব্লকের উপর বসে মেঘনার বিশাল জলরাশির দিকে দৃষ্টি গেলে আবেশে মন জুড়িয়ে যায়। ঢেউয়ের তোড়ে খেলা করে হরেক রকমের দৃষ্টিনন্দন পাখিরা। শীতল বাতাস এসে ছুঁয়ে যায় কঁচি-কোমল ঘাস। নদী তীরবর্তী এলাকার মো: রাসেল বলেন, মেঘনা পাড়ের এই বৈচিত্রময় দৃশ্য যেকোনো মানুষের মন কাড়ে। দিনের বেলায় এক দৃশ্য , বিকেলে সূর্যাস্তের সময় আরেক দৃশ্য ধারণ হয় মেঘনার পাড়ে। রাতের বেলা জোৎস্না থাকলে নদীর পাড় থেকে উঠে আসতেও মন চাইবে না পর্যটকদের। তিনি আরও বলেন, বালিয়া কান্দি থেকে দক্ষিনে মীর বাড়ী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত এই স্থানটিতে মেঘনা পাড়ে মেরিন ড্রাইভ করা হলে খুবই চমৎকার হবে। কারণ এসব এলাকায় প্রবেশ করার জন্য বহু সংযুক্ত সড়ক এখন পাকা হয়েছে এবং এখানে অনেক নারিকেল  ও সুপারির বাগান রয়েছে। এসব দৃশ্যও খুবই মনোরম। সরকারি কিংবা বেসরকারি সংস্থা যারা এগিয়ে আসবে পর্যটন এলাকা গড়ে তোলার জন্য অবশ্যই লাভজনক হবে। একইসঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিসহ অনেক মানুষের কর্মসংস্থান হবে। উপজেলার স্লুইসঘাট এলাকার সমাজকর্মী মনির হোসেন বলেন, মেঘনার পাড়ের মৎস্য আড়তগুলোতে বছরে কম-বেশি ইলিশসহ নদীর বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। পর্যটন এলাকা গড়ে তুললে আগত ভ্রমণপিপাসুরা তাজা মাছের স্বাদ নিতে পারবে। এখন শুধুমাত্র পরিকল্পনা করে এগিয়ে আসা প্রয়োজন।

তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন গুঁড়তে এসে বলেন,প্রাকৃতিক সৌন্দর্য ও আগামীর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র তজুমদ্দিনের মেঘনার পাড়ে ভালোবাসার টানে ছুটে আসি সৌন্দর্য উপভোগ করতে। দ্বীপ বন্ধু আলহাজ্ব  নূরুন্নবী চৌধুরী শাওন এমপি  মহোদয়ের প্রচেষ্টায় এ অঞ্চলের মানুষগুলো ভাঙনের ভয়াল থাবা থেকে যেমন রক্ষা পেয়েছে তেমনি ব্লকের সৌন্দর্যে মুগ্ধ এখানে গুঁড়তে আসা পর্যটকরা।

তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার বলেন, তজুমদ্দিন স্লুইসঘাট এলাকা পর্যটনকেন্দ্র করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং সে আলোকে কাজ করছি। মাননীয় সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বদলে গেছে নদীর পাড়ের মানুষের ভাগ্য। যেখানে মানুষের ভিটেমাটি হারনোর ভয় ছিল প্রতিনিয়ত, সেই নদীর পাড় এখন এক অপরূপ প্রাকৃতিক পর্যটন স্পটের পাশাপাশি মানুষের অবকাশ যাপনের উত্তম স্থানে পরিনত হয়েছে। মেঘনার পাড়ে পর্যটনকেন্দ্র গড়ে উঠলে দেশের যেকোনো স্থানের মানুষ এখানে এসে খুবই চমৎকার সময় কাটাতে পারবে।

এমএসএম / জামান

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত