ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

পাটগ্রামে যুবককে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৩:৫৮
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পুরাতন ট্রাক টার্মিনালে চুরির অভিযোগে মঞ্জুর হোসেন (২৫) নামে এক যুবককে রশ্মি দিয়ে বেধে বেধড়ক মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। গত বুধবার বিকালে ৫ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিতে দেখা যায় কিশোরকে বাঁশের লাঠি দিয়ে মারধর করছে ২-৩ জন যুবক, পাশে দাঁড়িয়ে কিছু লোক এ ঘটনা দেখছে। 
 
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত মঙলবার (২৩ আগস্ট) দুপুরে ওই টার্মিনালের স্থলবন্দরের একটি ট্রাকে উঠে চালকের ম্যানি ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার সময় হাতেনাতে আটক করে ট্রাকের চালক ও সহকারী চালকেরা। এরপর তাঁকে ট্রাকে রাখা রশ্মি দিয়ে বেধে ফেলা হয়। পরে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। শরীরের বিভিন্নখানে কিল, ঘুষি মারতে থাকে। তবে স্থানীয়দের দাবি ট্রাক থেকে প্রায়ই টাকা ও মোবাইল ফোন চুরি হয়। এতে চালক ও সহকারী চালকেরা ক্ষিপ্ত হয়ে উঠে। মঞ্জুর হোসেনের বাড়ি উপজেলার পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের রেলস্টেশনপাড়া এলাকায় তাঁর বাবার নাম মৃত সামছুর হক। বিবাহিত মঞ্জু উপজেলার বিভিন্ন স্থানে চুরি করার রেকর্ড রয়েছে তাঁর। চলতি মাসে (আগস্ট/২২) উপজেলার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের পানি তোলার মটর, মাইকের ব্যাটারী ও মাউথপিচ চুরি করে। এতে মসজিদ কমিটি থানায় অভিযোগ দেয়। পুলিশ মঞ্জুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গত ২১ আগস্ট জামিনে বেড়িয়ে আসে সে (মঞ্জুর)। ট্রাক চালকদের মারপিটের ঘটনায় মঞ্জুর হোসেন বাদী হয়ে ২৪ আগস্ট পাটগ্রাম থানায় এজাহার দেয়। এতে মঞ্জুর উল্লেখ করে বুড়িমারী ইউনিয়নের পুরাতন ট্রাক স্ট্যান্ডে একটি ওয়ার্কশপ দোকানের সামনে তাঁকে দেখে চোর বলে গালিগালাজ করে ওই ইউনিয়নের ঘুন্টি এলাকার বিবাদী মোকছেদুল ইসলাম ও তেলপাম্প এলাকার রবিউল ইসলামসহ ২-৩ জন ব্যক্তি। এসময় তাঁকে অন্যায়ভাবে আটক ও মারপিট করে মাটিতে ফেলে রশ্মি দিয়ে বেধে এলোপাথারীভারে মারপিট করা হয় ও গলা টিপে ধরে। 
 
পুলিশ এ ঘটনায় মোকছেদুল ইসলাম নামে একজনকে বুধবার সন্ধায় গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ব্যাপারে মঞ্জুর হোসেন বলেন, ‘আমি চুরি করিনি। মিথ্যা অভিযোগে আমাকে অমানুসিকভাবে রশ্মি দিয়ে বেধে মারপিট করেছে। আমি এ ঘটনার বিচার চেয়ে থানায় এজাহার দিয়েছি।’ 
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মারপিটের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঞ্জুর হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দিয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঞ্জুর হোসেনের নামে চুরির অভিযোগে থানায় ৩ টি মামলা চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র‍্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন