মানুষের সেবার মান অব্যাহত রাখতে চাই, এসপি ঢাকা জেলা
সকলের পরামর্শ নিয়ে মানুষের জন্য পুলিশি সেবার মান আরো বাড়াতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।গত ২৪ আগষ্ট (বুধবার) বিকেলে সাভার মডেল থানা মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি এক মিনিট নিরবতা পালন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আলমের সাথে সাক্ষাৎ করেন পুলিশ সুপার। মত বিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আরো বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ঢাকা জেলার প্রতিটি থানায় অপরাধ অনেক কমে এসেছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স এ রয়েছে। আইজিপি মহোদয়ের নির্দেশ- মাদকের বিরুদ্ধে পুলিশকে লড়াই করতে হবে। পুলিশ এ ব্যাপারে কাউকে ছাড় দেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের উর্ধ্বে কেউ নয়। তাই অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সুষ্ঠু আইনের প্রয়োগ করা উচিৎ।
তিনি আরো বলেন, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনের ট্রাফিক জ্যাম কমিয়ে আনতে পুলিশ কাজ করে যাবে। জমি সংক্রান্ত মামলা গুলোতে যাতে কোন পুলিশ কর্মকর্তা প্রভাবিত না হয় সে ব্যাপারটিকে খেয়াল রাখতে হবে। তিনি অপরাধ নির্মূলে সাংবাদিকদের তথ্য উপাত্তকে কাজে লাগানোর আশা ব্যক্ত করেন। এ ছাড়াও অপরাধ সংক্রান্ত প্রতিটি সংবাদকে গুরুত্ব দেয়ার কথা বলেন নব নিযুক্ত এই পুলিশ সুপার।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হুমায়ূন কবীর, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আবদুল্লাহিল কাফি পিপিএম, ডিবি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বেরা হাবিব খান পিপিএম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম পিপিএম, ধামরাই থানার ওসি আতিকুর রহমানসহ অনেকে। সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি