ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মানুষের সেবার মান অব‌্যাহত রাখ‌তে চাই, এস‌পি ঢাকা জেলা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৫:৩৫

সকলের পরামর্শ নিয়ে মানুষের জন্য পুলিশি সেবার মান আরো বাড়াতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।গত ২৪ আগষ্ট (বুধবার) বিকেলে সাভার মডেল থানা মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি এক মিনিট নিরবতা পালন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আলমের সাথে সাক্ষাৎ করেন পুলিশ সুপার। মত বিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আরো বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ঢাকা জেলার প্রতিটি থানায় অপরাধ অনেক কমে এসেছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স এ রয়েছে। আইজিপি মহোদয়ের নির্দেশ- মাদকের বিরুদ্ধে পুলিশকে লড়াই করতে হবে। পুলিশ এ ব্যাপারে কাউকে ছাড় দেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের উর্ধ্বে কেউ নয়। তাই অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সুষ্ঠু আইনের প্রয়োগ করা উচিৎ।
তিনি আরো বলেন, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনের ট্রাফিক জ্যাম কমিয়ে আনতে পুলিশ কাজ করে যাবে। জমি সংক্রান্ত মামলা গুলোতে যাতে কোন পুলিশ কর্মকর্তা প্রভাবিত না হয় সে ব্যাপারটিকে খেয়াল রাখতে হবে। তিনি অপরাধ নির্মূলে সাংবাদিকদের তথ্য উপাত্তকে কাজে লাগানোর আশা ব্যক্ত করেন। এ ছাড়াও অপরাধ সংক্রান্ত প্রতিটি সংবাদকে গুরুত্ব দেয়ার কথা বলেন নব নিযুক্ত এই পুলিশ সুপার।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হুমায়ূন কবীর, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আবদুল্লাহিল কাফি পিপিএম, ডিবি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বেরা হাবিব খান পিপিএম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম পি‌পিএম, ধামরাই থানার ওসি আতিকুর রহমানসহ অনেকে।   সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব- ৮

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল