ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মানুষের সেবার মান অব‌্যাহত রাখ‌তে চাই, এস‌পি ঢাকা জেলা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৫:৩৫

সকলের পরামর্শ নিয়ে মানুষের জন্য পুলিশি সেবার মান আরো বাড়াতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।গত ২৪ আগষ্ট (বুধবার) বিকেলে সাভার মডেল থানা মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি এক মিনিট নিরবতা পালন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আলমের সাথে সাক্ষাৎ করেন পুলিশ সুপার। মত বিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আরো বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ঢাকা জেলার প্রতিটি থানায় অপরাধ অনেক কমে এসেছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স এ রয়েছে। আইজিপি মহোদয়ের নির্দেশ- মাদকের বিরুদ্ধে পুলিশকে লড়াই করতে হবে। পুলিশ এ ব্যাপারে কাউকে ছাড় দেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের উর্ধ্বে কেউ নয়। তাই অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সুষ্ঠু আইনের প্রয়োগ করা উচিৎ।
তিনি আরো বলেন, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনের ট্রাফিক জ্যাম কমিয়ে আনতে পুলিশ কাজ করে যাবে। জমি সংক্রান্ত মামলা গুলোতে যাতে কোন পুলিশ কর্মকর্তা প্রভাবিত না হয় সে ব্যাপারটিকে খেয়াল রাখতে হবে। তিনি অপরাধ নির্মূলে সাংবাদিকদের তথ্য উপাত্তকে কাজে লাগানোর আশা ব্যক্ত করেন। এ ছাড়াও অপরাধ সংক্রান্ত প্রতিটি সংবাদকে গুরুত্ব দেয়ার কথা বলেন নব নিযুক্ত এই পুলিশ সুপার।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হুমায়ূন কবীর, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আবদুল্লাহিল কাফি পিপিএম, ডিবি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বেরা হাবিব খান পিপিএম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম পি‌পিএম, ধামরাই থানার ওসি আতিকুর রহমানসহ অনেকে।   সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গনতন্ত্র সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিনঃ আবুল কালাম

জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ র‍্যালী অনুষ্ঠিত

মান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত

মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দাগনভূঞা উপজেলা সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে অংশীজনের ভূমিকা শীর্ষক সেমিনার

গলাচিপায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নদী খাল বিল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের মধুখালীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগরে বিএনপির আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা

সন্দ্বীপে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন