ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

পাবিপ্রবিতে শোক দিবসের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৬:৫

শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আমল পরিবর্তন আনছি, শিক্ষাকে আনন্দময় করতে চেষ্টা করছি, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বিজ্ঞান মনোস্কো প্রযুক্তি বান্ধব মানবিক সৃজনশীল মানুষ তৈরি করার চেষ্ঠা করছি।
শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি এ কথা বলেন। স্বাধীনতা চত্বরে সকালে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর  জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর অনুষ্ঠান শুরু হয়। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে জানতে হবে হৃদয় দিয়ে,তাকে অনুধাবন করতে হবে হৃদয় দিয়ে।  তিনি যেমন করে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্খাকে,বাংলার মানুষের স্বপ্নকে ধারণ করেছিলেন নিজের বুকের মধ্যে। প্রতিটি মানুষের হৃদয়ের সেই স্বপ্নকে আরো জোরালো করেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের সমস্ত সাহস শক্তি মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন।বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষকে ভালোবাসার কারণেই মুজিবকে হত্যা করা হয়েছে। ৪১ বছরে শেখ হাসিনাকে অন্তত ২১ বার হত্যা চেষ্ঠা করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
শৈশব থেকে সেই সময়ের চেনা পরিবেশে সাম্প্রদায়িকতা, বৈষম্য দেখে প্রতিবাদী কিশোর হিসেবে গড়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। জীবনের পথ পরিক্রমায় ছাত্ররাজনীতি, জাতীয় রাজনীতি, বাঙালির মুক্তির জন্য সারাদেশে সংগঠন গড়ে তোলা, জাতিকে প্রস্তুত করা, ৬ দফার আন্দোলন, সর্বোপরি ২৪ বছরের আন্দোলন- সংগ্রাম এবং ৭০’র নির্বাচনে বিজয় অর্জন সবই ছিল বঙ্গবন্ধু দূরদর্শিতা আর  বাঙালির মুক্তির আকাক্সক্ষাকে ধারণ করার ক্ষমতা। ৭১ এর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার সকল প্রস্তুতির কথা বলা। অবশেষে শেখ মুজিবের নামে দেশের স্বাধীনতা অর্জন। ৭১ এর ১৬ ডিসেম্বরের পরে সারা বিশ্ব শেখ মুজিবের নামে বাংলাদেশকে চিনেছে -জেনেছে। শেখ মুজিবের নামে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। শেখ মুজিব মানেই বাংলাদেশ। এ জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ জাতি-রাষ্ট্রের মহানায়ক। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলার মাটি আর মানুষের সন্তান।  অনেক নেতা থাকলেও বঙ্গবন্ধু  বাঙালির হাজার বছরের বঞ্চনা, বৈষম্য, নিগ্রহ, শোষিত হওয়া, দারিদ্র্য সাম্প্রদায়িকতা দেখেছিলেন। তিনি চেয়েছিলেন বৈষম্য, বঞ্চনা থেকে মুক্তি, অর্থনৈতিক মুক্তি। তিনি বাঙালির মুক্তির প্রাণের তৃষ্ণাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দেন। তিনি বাঙালির প্রাণের আকাক্সক্ষাকে ধরতে পেরেছিলেন। তাই ২৪ বছর আন্দোলন সংগ্রাম করে বাঙালির আর নিজের মুক্তির তৃষ্ণা এক কাতারে  এনে ৭ মার্চের ভাষণ অতপর স্বাধীনতার আন্দোলন। বঙ্গবন্ধুর মত আর কেউ বাংলা আর বাঙালিকে  ধারণ করতে পারেননি। বঙ্গবন্ধুর প্রিয় শব্দ ছিল মুক্তি। বাঙালির  হাজার বছরের কাঙ্খিত মুক্তি তিনি এনে দিয়েছিলেন। বাঙালি রাষ্ট্রের বিনির্মাণ, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক তথা মুক্তির দূত হয়ে তিনি বাঙালি ও বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। তাই তিনিই তো  বাংলাদেশ জাতি- রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক।
দীপু মনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পিছনের দিকগুলি দেখলে দেখা যায় সেই সময়ে বিশ্বের অনেক জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্রের কথা বলেছিলেন। প্রচলিত সমাজ ব্যবস্থা ভেঙ্গে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার কথা বলেছিলেন। তিনি ছিলেন গণতান্ত্রিক-সমাজতান্ত্রিক। বঙ্গবন্ধু মানুষকে চিনতেন, বুঝতে পারতেন। মানুষের হৃদয়কে বুঝতেন। ৭০ এর নির্বাচনের বিজয়ের মাধ্যমে মানুষের স্বাধীনতার অধিকারকে প্রতিষ্ঠা করেছিলেন। বাঙালির নেতৃত্বের আসনে তিনি মহানায়ক। প্রধান অতিথি  শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, তোমার ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কান্ডারি। পড়ালেখাকে আনন্দময় করার জন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞান মনস্ক, প্রযুক্তি মনস্ক, মানবিক সৃষ্টিশীল জাতি গঠনের উপযোগী শিক্ষা নীতিমালা করা হয়েছে। এজন্য শিক্ষক-অভিভাবকদেরও অনেক ভূমিকা রয়েছে। প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে।একাত্তরের ঘাতক, পচাত্তরের ঘাতক, ২০০৪’র গ্রেনেড হামলাকারীরা এবং ২০১৩-২০১৪ এর অগ্নি সন্ত্রাসীরা এক ও অভিন্ন। আজও তারা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য চেষ্টা করছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে।
স্বাগত বক্তব্যে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল খান বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির ভালোবাসার কাঙ্গাল। এই বিশ্ববিদ্যালয় হবে মুক্ত চিন্তার জায়গা। সেজন্য শিক্ষার্থীদের উৎসাহিত করছি। আমাদের পরিবার শৃঙ্খলাবদ্ধ। শিক্ষা-গবেষণার উৎকর্ষতা বাড়াতে চাই। আমাদের ভিশন আগামীর বাংলাদেশকে নিয়ে। আমার বিশেষ বিশ্ববিদ্যালয় হিসেবে এটা গড়ে তুলব।
শিক্ষা ও গবেষণায় কৃতিত্বের জন্য শিক্ষক ও  শিক্ষার্থীদের স্মারক সম্মানা প্রদান করা হয়। এছাড়া  প্রবীণ শিক্ষক লতিফা শামসুদ্দিন তার লেখা বই শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন। 
উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নুর জাহান বেগম, স্কয়ার ট্রয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযুদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ মশিউর রহমান,  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান। 
আরো উপস্থিত ছিলেন, সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবীর মজুমদার, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য মোঃ আশকুর রহমান খান সবুজ, বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলিম প্রমুখ।

এমএসএম / এমএসএম

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত